1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রস্তাব প্রত্যাখ্যান

১৩ ফেব্রুয়ারি ২০১২

কোনো কথাই শুনছেন না সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ৷ দেশটিতে শান্তি ফিরিয়ে আনতে আরব লিগের নতুন প্রস্তাবও প্রত্যাখ্যান করেছেন তিনি৷ বিনিময়ে চলছে দেশজুড়ে বিদ্রোহীদের দমন পীড়ন৷

ছবি: AP

আরব লিগের নতুন প্রস্তাব

আরব রাষ্ট্র ও জাতিসংঘের সমন্বয়ে সিরিয়ায় একটি শান্তিরক্ষা মিশন পাঠানোর প্রস্তাব করা হয়েছে৷ গতকাল রবিবার কায়রোতে লিগের নেতাদের বৈঠক থেকে এই প্রস্তাব করা হয়৷ কিন্তু সিরিয়া এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে৷ তারা বলছে, এটা সিরিয়ার সার্বভৌমত্বের পরিপন্থী৷ এদিকে রাশিয়া বলছে, তারা এই প্রস্তাবের আরও খুঁটিনাটি জানতে চায়৷ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলছেন, কোনো দেশে শান্তিরক্ষা মিশন পাঠানোর আগে প্রয়োজন যুদ্ধবিরতি৷ আর এজন্য প্রয়োজন দুই পক্ষের সম্মতি৷ কিন্তু সিরিয়ায় যেসব সশস্ত্র গোষ্ঠী রয়েছে তারা কারও কথা শোনেনা৷ তাদের উপর কারও নিয়ন্ত্রণও নেই৷ তবে আরব লিগের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছে জার্মানি, ব্রিটেন সহ ইউরোপীয় ইউনিয়ন৷ জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র আন্দ্রেয়াস পেশকে সাংবাদিকদের বলেছেন, সিরিয়ার সংকট সমাধানে আরব লিগের নেতৃস্থানীয় ভূমিকা প্রয়োজন৷ এদিকে ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ বলছেন, আরব লিগের প্রস্তাব কার্যকর করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আলোচনা শুরু করা উচিত৷

আরব লিগের বৈঠকে সিরিয়ার জন্য সংরক্ষিত আসনছবি: dapd

বিরোধীদের সঙ্গে যোগাযোগ

আরব লিগের সভায় বিরোধীদের সঙ্গে সংযোগ স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে৷ প্রতিবেদনে বলা হয়েছে, আরব লিগের কর্মকর্তারা সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে যোগাযোগ করবে৷ এবং তাদেরকে যতটা সম্ভব আর্থিক ও রাজনৈতিক সমর্থন দেবে৷ এছাড়া আরব লিগের বৈঠকে ‘ফ্রেণ্ডস অব সিরিয়া' গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ এর একটি বৈঠকও ঠিক করা হয়েছে আগামী সপ্তাহে৷

সবশেষ অবস্থা

হোমস শহরে সরকারি বাহিনীর দমন অভিযান চলছেই৷ এ মাসের ৪ তারিখে সেটা শুরু হয়েছে, যেদিন নিরাপত্তা পরিষদে রাশিয়া ও চীন ভেটো দেয়৷ এরপর থেকে হোমসে এখন পর্যন্ত কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিভিন্ন বিরোধী সংগঠন৷ এদিকে লাজাত শহরে সেনাবাহিনী ত্যাগ করে আসা কর্মকর্তাদের সঙ্গে সরকারি সেনা সদস্যদের সংঘর্ষ হয়েছে৷ এছাড়া সরকার বিরোধী চারজনের মা'কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে৷ সরকারি বার্তা সংস্থা সানা বলছে, সিরিয়ার বিদ্রোহীদের যে কোনো মূল্যে দমন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ