1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরব লিগের সম্মেলনে মধ্যপ্রাচ্য সমাধানসূত্র নিয়ে আলোচনা

২৮ মার্চ ২০১০

গত এক সপ্তাহে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া – বা সেই প্রক্রিয়াকে ঘিরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তার প্রেক্ষাপটে আরব লিগের শীর্ষ সম্মেলন বিশেষ গুরুত্ব পাচ্ছে৷

মধ্যপ্রাচ্যে অচলাবস্থার মুখে গভীর দুশ্চিন্তায় পড়েছেন আরব নেতারাছবি: AP

লিবিয়ার সির্টে শহরে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত নেতারা মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার চরম ব্যর্থতার জন্য প্রস্তুত হচ্ছেন৷ আরব লিগের মহাসচিব আমর মুসা বলেছেন, সেক্ষেত্রে বিকল্পের কথা এখনই ভাবতে হবে৷

ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনইয়ামিন নেতানিয়াহুর কট্টরপন্থী সরকার যেভাবে আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে ইহুদি বসতির সম্প্রসারণ করে চলেছে, তার ফলে ফিলিস্তিনিরা চরম হতাশায় পড়েছে৷ এই অবস্থায় গোটা প্রক্রিয়াটি তাদের কাছে সম্পূর্ণ অর্থহীন বলে মনে হচ্ছে৷ ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, ফিলিস্তিনিরা তাতে যোগ দিতে অস্বীকার করছে৷ বসতির কাজ বন্ধ না করলে তারা কোনরকম আলোচনার পথে যেতে প্রস্তুত নয়৷ তার উপর গাজায় শুক্রবার এক সংঘর্ষে ২ ইসরায়েলি সৈন্য নিহত হওয়ায় উত্তেজনা বেড়ে গেছে৷ এই অবস্থায় ইসরায়েল যদি পাল্টা অভিযান শুরু করে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবার আশঙ্কা রয়েছে৷

গাজায় আবার উত্তেজনা বেড়ে চলায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিচ্ছেছবি: picture alliance/dpa

আরব লিগের মহাসচিব আমর মুসা বিকল্পের কথা বললেও সেই বিকল্প কী হতে পারে, তার কোনো ইঙ্গিত দিতে পারেন নি৷ ৮ বছর আগে আরব দেশগুলি ১৯৬৭ সালের যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবার শর্তে ইসরায়েলের সঙ্গে চূড়ান্ত শান্তি স্থাপনের যে প্রস্তাব দিয়েছিল, সেই প্রক্রিয়া আবার নতুন করে শুরু করার বিষয়ে আলোচনা হতে পারে৷ আরেকদল বলছে, বর্তমান পরিস্থিতিতে ফিলিস্তিনিদের একতরফাভাবে এক স্বাধীন রাষ্ট্র ঘোষণা করা উচিত৷ ইসরায়েলি ও ফিলিস্তিনিদের নিয়ে ‘দুই জাতি – এক রাষ্ট্র' ভিত্তিক এক সমাধানসূত্রের কথাও অনেকে বলছেন৷ মুসা মনে করেন, এবিষয়ে একেবারে নতুন করে ভাবনা-চিন্তার সময় এসে গেছে৷

উল্লেখ্য, চলতি মাসের শুরুতে ফিলিস্তিনিরা যখন ইসরায়েলের সঙ্গে পরোক্ষ আলোচনার পথে যাবার সিদ্ধান্ত নিয়েছিল, আরব লিগ তার প্রতি সমর্থন জানিয়েছিল৷ জাতিসংঘের মহাসচিব বান কি মুন এই সমর্থনের প্রশংসা করেন৷ তবে তাঁর মতে, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানসূত্র ছাড়া এই সঙ্কটের কোন বাস্তব ফলাফল কল্পনা করা কঠিন৷ রবিবার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের আলোচনার পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি টেবিলে রেখে সম্মেলনে নতুন করে আলোচনা হওয়ার কথা৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন, সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ