1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরব লীগ প্রধানের সিরিয়া সফর বাতিল করল দামেস্ক

৭ সেপ্টেম্বর ২০১১

কায়রোতে গতমাসে এক বৈঠকে বসে আরব লীগের সিদ্ধান্ত ছিল, সিরিয়ার বিষয়ে তারা মধ্যস্থতা করবে৷ কিন্তু দামেস্ক সেই প্রস্তাবে সাফ ‘না’ বলে দিল বুধবার৷ বাতিল করা হল আরব লীগ প্রধানের সফর৷ এদিকে, সিরিয়ার বিরুদ্ধে কড়া মন্তব্য করেছে

কায়রোয় আরবলীগের পররাষ্ট্রমন্ত্রীদের এই বৈঠকেই সিরিয়া বিষয়ে আলোচনা হয়েছিলছবি: picture-alliance/dpa

নাবিলের সফর এবং তার সম্ভাবনা

আরব লীগের প্রধান নাবিল আল আরাবির দামেস্কে গিয়ে সেদেশের পরিস্থিতি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনায় বসার কথা ছিল আজই৷ কিন্তু আজ সকালে শেষ মুহূর্তে সেই সফর বাতিল করে দিয়েছে দামেস্ক৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ আরব লীগের মধ্যস্থতায় রাজি নন বলেই ইঙ্গিত মিলেছে৷ যদিও, পরে বৈরুত থেকে আরব লীগের তরফে জানানো হয়েছে, নাবিলের সফর আজ বাতিল হলেও আগামী শনিবার সেটা হতে পারে এমন সম্ভাবনা দেখা দিয়েছে৷ সেক্ষেত্রে নাবিল দামেস্কে গিয়ে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন৷

আরব লীগের প্রস্তাবটি আসলে কী

সিরিয়ায় গত ছয়মাস ধরে চলতে থাকা সরকার বিরোধী বিক্ষোভ এবং সেই বিক্ষোভের ওপরে কঠোর দমননীতির ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তার অবসানের জন্য আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীরা গতমাসে কায়রোয় এক বৈঠকে মিলিত হয়েছিলেন৷ তাঁদের প্রস্তাব ছিল, সিরিয়ার অভ্যন্তরে রক্তপাত অবিলম্বে বন্ধ করা এবং রাজনৈতিক সংস্কারের মাধ্যমে আগামী ২০১৪ সালে অবাধ ও মুক্ত নির্বাচনের দিকে এগোনো৷ কিন্তু ইতিমধ্যে কায়রোতেই সিরিয়ার আসাদ বিরোধীদের একটি সংগঠনের সঙ্গে আরব লীগের নেতারা বৈঠক করার পর আসাদ তাঁর ক্ষোভ চেপে রাখেন নি৷ সম্ভবত, নাবিলের আজকের সফর বাতিল করার নেপথ্যে সেই ঘটনাই কাজ করেছে বলে ওয়াকিবহাল মহলের অনুমান৷

কড়া হুমকি শোনালেন ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জুপে

বিক্ষোভকারীদের ওপর সিরিয়ার প্রেসিডেন্টের কড়া দমননীতির সমালোচনা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে আন্তর্জাতিক মহলে৷ ইউরোপীয় ইউনিয়ন একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করো চলেছে সিরিয়ার ওপর৷ ই ইউ-র প্রধান সদস্য দেশগুলির অন্যতম ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী আল্যাঁ জুপে আজ মস্কোতে সিরিয়া প্রসঙ্গে কড়া ভাষায় বলেছেন, প্রেসিডেন্ট আসাদের প্রশাসন মানবিকতার বিরুদ্ধে চরম অন্যায় করে চলেছে৷ এই অন্যায় কাজ অবিলম্বে বন্ধ না করা হলে আরও কঠিন নিষেধাজ্ঞার মুখে সিরিয়াকে ফেলা হবে বলে হুমকি দেন রাশিয়া সফররত ফরাসি পররাষ্ট্রমন্ত্রী৷ প্রসঙ্গত, সিরিয়ার অভ্যন্তরে সরকারবিরোধী বিক্ষোভের ওপর সেনাবাহিনীর পীড়নে এ পর্যন্ত ২২০০ মানুষের মৃত্যু হয়েছে বলে জানাচ্ছে জাতিসংঘ এবং মানবাধিকার সংগঠনগুলি৷ আজ বুধবার সকালেও হোমস শহরে অন্তত নয়জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জার্মান সংবাদসংস্থা ডিপিএ৷

প্রতিবেদন : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা:   আবদুল্লাহ আল ফারূক

 

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ