1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরিয়ানা'র নতুন গান নিয়ে ইউটিউবে ভাঙচুর

৪ ডিসেম্বর ২০১৮

‘থ্যাঙ্ক ইউ' শিরোনামে আরিয়ানা গ্রান্ডের নতুন গান ইউটিউবে প্রকাশিত হবার ৩৪ মিনিটের মাথায় এক মিলিয়ন ভিউ পার করেছে৷ রীতিমতো তোলপাড় চলছে৷

One Love Manchester Benefizkonzert  Ariana Grande
ছবি: picture-alliance/AP/Dave Hogan

মার্কিন পপ তারকা'র নতুন এই গানটি ৩০ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়৷ ৩৪ মিনিটে তা দশ লাখ ও ১৬ ঘন্টায় ৪ কোটির মতো ভিউ হয় ভিডিওটির৷ সোমবার বিকেল পর্যন্ত এটি দেখা হয়েছে ৯ কোটি বারেরও বেশি৷

পাঁচ মিনিটের গানের ভিডিওটিতে মিন গার্লস, লিগ্যালি ব্লন্ড, ব্রিং ইট অন ও থার্টিন গোয়িং অন থার্টি– এসব বিখ্যাত গানের রেফারেন্স রয়েছে৷ ভিডিওটিতে ক্রিস জেনার ও ট্রয় সিভানের মতো তারকারাও আছেন৷ 

নেটিজেনরা ভিডিওটি এতটাই পছন্দ করেছেন যে, অনেকে কমেন্টে লিখেছেন, ‘‘এটি তো ইন্টারনেটে ভাঙচুর চালাচ্ছে৷''

স্পটিফাইতেও রেকর্ড করেছে ভিডিওটি৷

মজার বিষয় হলো, ভিডিওটিতে ২৫ বছর বয়সি এই মেগাতারকা তাঁর সব বয়ফ্রেন্ডকে স্মরণ করেছেন৷ এ যেন স্মৃতির গলি ধরে হেঁটে যাওয়া৷

জেডএ/এসিবি (এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ