‘থ্যাঙ্ক ইউ' শিরোনামে আরিয়ানা গ্রান্ডের নতুন গান ইউটিউবে প্রকাশিত হবার ৩৪ মিনিটের মাথায় এক মিলিয়ন ভিউ পার করেছে৷ রীতিমতো তোলপাড় চলছে৷
বিজ্ঞাপন
মার্কিন পপ তারকা'র নতুন এই গানটি ৩০ নভেম্বর ইউটিউবে প্রকাশিত হয়৷ ৩৪ মিনিটে তা দশ লাখ ও ১৬ ঘন্টায় ৪ কোটির মতো ভিউ হয় ভিডিওটির৷ সোমবার বিকেল পর্যন্ত এটি দেখা হয়েছে ৯ কোটি বারেরও বেশি৷
পাঁচ মিনিটের গানের ভিডিওটিতে মিন গার্লস, লিগ্যালি ব্লন্ড, ব্রিং ইট অন ও থার্টিন গোয়িং অন থার্টি– এসব বিখ্যাত গানের রেফারেন্স রয়েছে৷ ভিডিওটিতে ক্রিস জেনার ও ট্রয় সিভানের মতো তারকারাও আছেন৷
নেটিজেনরা ভিডিওটি এতটাই পছন্দ করেছেন যে, অনেকে কমেন্টে লিখেছেন, ‘‘এটি তো ইন্টারনেটে ভাঙচুর চালাচ্ছে৷''
স্পটিফাইতেও রেকর্ড করেছে ভিডিওটি৷
মজার বিষয় হলো, ভিডিওটিতে ২৫ বছর বয়সি এই মেগাতারকা তাঁর সব বয়ফ্রেন্ডকে স্মরণ করেছেন৷ এ যেন স্মৃতির গলি ধরে হেঁটে যাওয়া৷
জেডএ/এসিবি (এনডিটিভি)
অ্যামেরিকান ফুটবলের পপ তারকারা
শুধু খেলোয়াড় ও খেলাই নয়, অ্যামেরিকান ফুটবল পপ তারকাদের জন্যও৷ ফুটবল লীগের ফাইনাল সুপারবোল তো রীতিমতো পপ তারকাদের ছাড়া কল্পনাই করা যায় না৷ এর হাফটাইম শো মাতিয়েছেন জ্যাকসন, ম্যাডোনা, কেটি পেরি– কে নয়!
ছবি: Getty Images/P. Smith
সুপারবোল
সুপারবোল হলো, অ্যামেরিকার ন্যাশনাল ফুটবল লিগের ফাইনাল৷ এমনিতেই দেশটিতে এই লীগের দর্শক অনেক বেশি৷ তারওপর পপ তারকারা এখানে যুক্ত হওয়ায় টিভি, অনলাইন, সোশ্যাল মিডিয়াতে এই খেলা নিয়ে মাতামাতির যেন শেষ নেই৷
ছবি: Getty Images/P. Smith
হাফটাইম শো
অ্যামেরিকান ফুটবল গেমসগুলোতে হাফটাইম শো একটি ঐতিহ্য৷ সেই ঐতিহ্য সুপারবোলে গিয়ে যেন পূর্ণতা পেয়েছে৷ নব্বইয়ের পর থেকে সেখানে পপ তারকারা মঞ্চ মাতাতে শুরু করেন৷
ছবি: Reuters/J. Kourkounis
মাইকেল জ্যাকসন
হাফটাইম শো’য়ের তারকাদের তালিকায় এই নামটি দেখলেই বোঝা যায়, এই মঞ্চের উচ্চতা কতটুকু৷ মাইকেল জ্যাকসন এসেছিলেন সুপারবোলের ২৭তম আসরে, ১৯৯৩ সালে৷
ছবি: Getty Images/Rick Stewart/Allsport
কেটি পেরি
২০১৫ সালে কেটি পেরির হাফটাইম শো’টি ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে টেলিভিশনে সবচেয়ে বেশিবার দেখা শো৷ প্রায় বারো কোটি মানুষ টেলিভিশনে তাঁর শো দেখেন৷
ছবি: Getty Images/AFP/T.A. Clary
লেডি গাগা
গত বছর হাফটাইম শো-তে এসেছিলেন মার্কিন পপ তারকা লেডি গাগা৷ তাঁর শো’টি টিভিতে দেখা হয়েছিল প্রায় পৌনে বারো কোটি বার৷ কেটি পেরির পরে তাঁর শো’টি টিভিতে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে, যদিও সুপারবোল কর্তৃপক্ষের দাবি, সোশ্যাল মিডিয়ার কথা মাথায় নিলে এই শো’টিই এ পর্যন্ত সবচেয়ে বেশি দেখা হাফটাইম শো৷
ছবি: Getty Images/C. Polk
ম্যাডোনা
বয়স একটু বাড়লেও তাঁর সঙ্গীত ও পারফরম্যান্সের আবেদন যে হারিয়ে যায়নি তার প্রমাণ দিলেন ম্যাডোনা৷ ২০১২ সালে হাফটাইম শো’র মঞ্চ মাতিয়েছেন তিনি৷
ছবি: AP
প্রিন্স
২০১৬ সালে অসুস্থ হয়ে চিরবিদায় নেয়া অ্যামেরিকান পপ সঙ্গীত তারকা প্রিন্স এসেছিলেন ২০০৭ সালে৷
ছবি: Reuters/M. Blake
বিয়ন্সে
মার্কিন সঙ্গীতশিল্পী, গীতিকার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী বিয়ন্সে হাফটাইম শো’তে এসেছিলেন ২০০৬ সালে৷