1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রাণ গেল বিশ্বকাপ স্টেডিয়ামে

১০ মে ২০১৪

ব্রাজিল বিশ্বকাপের স্টেডিয়াম নির্মাণের কাজ এখনো চলছে৷ স্টেডিয়ামে শ্রমিকের মৃত্যুর ঘটনাও ঘটে চলেছে৷ এবার অ্যারেনা পানটানাল স্টেডিয়ামে মারা গেলেন একজন৷ বিশ্বকাপের স্টেডিয়ামে কাজ করার সময় এ পর্যন্ত মোট আটজন মারা গেলেন৷

Fußball WM 2014 Brasilien Stadien Brasilia Estadio Nacional
ছবি: picture-alliance/dpa

বৃহস্পতিবার কুইয়াবারক অ্যারেনা পানটানাল স্টেডিয়ামে মর্মান্তিক মৃত্যু হয় এক কর্মীর৷ নিহত কর্মীর নাম মোহামেদ আলী মাসিয়েল আফোনসো৷ ৩২ বছর বয়সি এই শ্রমিক দর্শক গ্যালারিতে বাতি লাগানোর কাজ করছিলেন৷ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই তিনি মারা যান৷ এ ঘটনার পর স্টেডিয়ামে সবধরণের কাজ সাময়িকভাবে বন্ধ রাখা হয়৷ ১২ জুন থেকে শুরু হবে ফুটবল বিশ্বকাপ৷ এ আসরের মোট চারটি ম্যাচ হবে অ্যারেনা পানটানাল স্টেডিয়ামে৷ কর্তৃপক্ষের দাবি, এ স্টেডিয়ামের শতকরা ৯৮ ভাগ কাজ শেষ৷ ৬৪ বছর পর দ্বিতীয়বারের মতো আয়োজনের সুযোগ পাওয়া ব্রাজিলে এবার বিশ্বকাপ কেমন হবে, এ নিয়ে কৌতূহল আর শঙ্কা আছে অনেক৷ নিরাপত্তা ব্যবস্থা এবং ভেন্যু নিয়ে শঙ্কাই সবচেয়ে বেশি৷

নিরাপত্তা ব্যবস্থা এবং ভেন্যু নিয়ে শঙ্কাই সবচেয়ে বেশিছবি: picture-alliance/dpa

স্টেডিয়াম নির্মাণে বিলম্ব, নির্মাণকাজ চলার সময় স্টেডিয়ামের একাংশ ধসে পড়া – এসব কারণে আয়োজক কমিটির সমালোচনা হয়েছে বিস্তর৷ নির্মাণকাজ চলার সময় শ্রমিকের মৃত্যুর খবরও নতুন কিছু নয়৷ বিশ্বকাপের স্টেডিয়ামে কাজ করতে গিয়ে এ পর্যন্ত আটজন প্রাণ হারিয়েছেন৷ বৃহস্পতিবার অ্যারেনা পানটানাল স্টেডিয়ামের দুর্ঘটনার ফলে যোগ হলো মোহামেদ আলী মাসিয়েল আফোনসোর নাম৷ এর আগে সাও পাওলোর অ্যারেনা করিন্থিয়ান্স ও মানাউসের অ্যারেনা আমাজোনিয়ায় তিন জন করে এবং ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে একজন মারা যান৷

এসিবি/জেডএইচ (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ