1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরেকটি রেকর্ড শচীনের

৩ আগস্ট ২০১০

টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান কার? কিংবা ওয়ান ডে ক্রিকেটে? ওয়ান ডে তে একমাত্র ডাবল সেঞ্চুরিটি কার? টেস্ট কিংবা ওয়ানডেতে সবচেয়ে সেঞ্চুরির মালিক কে? প্রশ্ন অনেক, তবে উত্তর একটাই, শচীন টেন্ডুলকার৷

শচীন টেন্ডুলকারছবি: AP

রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিকেটের এই বরপুত্র৷ সেই রেকর্ডের মালায় আজই যোগ হলো একটি নতুন পালক৷ কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেই টেস্ট খেলুড়েদের তালিকার সবচেয়ে উঁচুতে নিজের নামটি লিখে নিয়েছেন শচীন৷ এই নিয়ে ১৬৯তম টেস্টে মাঠে নামলেন ভারতের বিস্ময়বালক৷ এই রেকর্ডটি এতদিন আগলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ৷ ১৯৮৯ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ১৬ বছর বয়সে টেস্ট অভিষেক হয়েছিল শচীনের৷ তারপর কেটে গেছে দীর্ঘ ২১ বছর৷ তবে এতগুলো টেস্ট খেলার পরও যেন ক্লান্তি নেই শচীনের৷ বললেন, ‘‘ক্রিকেট আমার অস্থি-মজ্জায় ঢুকে গেছে৷ খেলাটা আমি এখনো উপভোগ করি৷ ক্রিকেট নিয়ে আমার স্বপ্নের শেষ নেই৷ আজও প্রথম টেস্ট খেলার মতো শিহরণ অনুভব করি প্রতিটি ম্যাচে৷''

প্রথম টেস্টে হার, দ্বিতীয় টেস্ট ড্র৷ তাই অন্তত সিরিজ বাঁচাতে হলে এই টেস্টে জয়ের বিকল্প নেই৷ এই সমীকরণ নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে আজ মাঠে নেমেছে ভারত৷ টসে জিতেছেন কুমারা সাঙ্গাকারা৷ সিদ্ধান্ত নিয়েছেন ব্যাটিংয়ের৷ দিনের তৃতীয় সেশনের খেলা শুরু হয়েছে৷ ৪ উইকেটে ২৬০ রান তুলেছে শ্রীলঙ্কা৷ ৫২ রান নিয়ে খেলছেন সামারাবীরা, তার সঙ্গী ম্যাথিউসের রান ৬৷ ভারতের পক্ষে দুটি উইকেট নিয়েছেন প্রজ্ঞান ওঝা৷

প্রতিবেদন: মুনিরুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ