1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরেক পৃথিবীর সন্ধান!

৭ ডিসেম্বর ২০১১

বিজ্ঞানীরা কত কিছুই না করতে পারেন৷ সম্প্রতি তারা আমাদের পৃথিবীর মতোই আরেকটি গ্রহ খুঁজে পেয়েছেন বলে জানা গেছে৷

ফাইল ফটোছবি: picture-alliance/dpa

পৃথিবীর মতো গ্রহের খোঁজে ২০০৯ সালের মার্চ মাসে কেপলার নামের একটি স্পেসক্রাফট পাঠায় অ্যামেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা৷ এই মহাকাশযানে যে ক্যামেরা রয়েছে তার চেয়ে বড় ক্যামেরা আগে কখনো মহাকাশে পাঠানো হয়নি৷ আগামী বছরের নভেম্বর পর্যন্ত কেপলার বিজ্ঞানীদের তথ্য পাঠিয়ে যাবে৷ এই কেপলারই সন্ধান দিয়েছে নতুন গ্রহের, যার নাম দেয়া হয়েছে কেপলার-২২বি৷

মহাকাশে কেপলারকে পাঠানোর কিছুদিন পরই আসলে সম্ভাব্য নতুন গ্রহ সম্পর্কে একটা ধারণা পাওয়া গিয়েছিল৷ কিন্তু এবার নিশ্চিত হতে পেরেছেন নাসার বিজ্ঞানীরা৷

ক্যালিফোর্নিয়াতে অনুষ্ঠিত একটি সম্মেলনে নতুন গ্রহ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়৷ নাসার অ্যামস রিসার্চ সেন্টারের কেপলার প্রকল্পের বিল বোরুকি বলেন, ‘‘কেপলার-২২বি নামে যে পৃথিবীর মতো আরেকটি গ্রহ রয়েছে সে ব্যাপারে এখন আমরা নিশ্চিত''৷ তাঁদের ধারণা, ছয়শ' আলোকবর্ষ দূরে অবস্থিত এই গ্রহটি পৃথিবীর মতোই বাসযোগ্য৷

বিশ্বব্রহ্মাণ্ডে পৃথিবীর বাইরে প্রাণের অনুসন্ধান গবেষণায় কেপলার- ২২বি'র আবিষ্কার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মন্তব্য বিজ্ঞানীদের৷

ছবি: NASA

নাসার বিজ্ঞানীরা কেপলারের মাধ্যমে আরও ১,০৯৪টি গ্রহের সন্ধান পেয়েছেন বলে জানা গেছে, যেটা এর আগের ধারণার প্রায় দ্বিগুন৷ তবে এই গ্রহগুলোর মধ্যে উপরিপৃষ্ঠে তরল পানি থাকার মতো সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে কেপলার -২২বি গ্রহটি৷ উল্লেখ্য, তরল পানির উপস্থিতি প্রাণ সৃষ্টির জন্য সবচেয়ে জরুরি৷

কেপলার- ২২বি আয়তনে পৃথিবীর চেয়ে ২ দশমিক ৪ গুণ বড় এবং এর গড় তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেন্টিগ্রেড, যা পৃথিবীর নাতিশীতোষ্ণ মণ্ডলের বসন্তকালের তাপমাত্রার মতোই৷ এই তাপমাত্রার কারণে গ্রহটি পৃথিবীর মতো প্রাণপ্রাচুর্যের সম্ভাবনার ইঙ্গিত বহন করে৷

আমাদের সৌরজগতে পৃথিবীর অবস্থান সূর্য থেকে যে দূরত্বে, কেপলার-২২বি গ্রহটি তার সূর্য থেকে মাত্র ১৫ শতাংশ কম দূরত্বে অবস্থান করছে৷ সৌরজগতে পৃথিবীর অবস্থানের এলাকাটি ‘বাসযোগ্য অঞ্চল' হিসেবে চিহ্নিত৷ কেপলার-২২বি'র অবস্থানও তার সৌরজগতের বাসযোগ্য অঞ্চলে৷

কেপলার- ২২বি তার সূর্যকে প্রদক্ষিণ করতে ২৯০ দিন সময় নেয়৷ তবে গ্রহটি পৃথিবীর মতো কঠিন, নাকি নেপচুনের মতো গ্যাসীয় তা এখনো জানা না গেলেও বিষয়টি নিয়ে গবেষণা অব্যাহত আছে৷

নতুন এই গ্রহটি নিয়ে এখন পর্যন্ত বিজ্ঞানীরা পৃথিবীর মতো মোট তিনটি গ্রহের উপস্থিতির কথা জানালেন৷ এর মধ্যে গত মে মাসে ফ্রান্সের জ্যোতির্বিজ্ঞানীরা ‘গ্লিজে ৫৮১ডি' নামের একটি গ্রহের কথা প্রথম নিশ্চিত করেছিলেন৷

এরপর এই আগস্টে সুইজারল্যান্ডের বিজ্ঞানীরা ‘এইচডি ৮৫৫১২ বি' নামের দ্বিতীয় গ্রহটির কথা জানিয়েছেন৷ এই গ্রহটি বিজ্ঞানীদের বিশেষ মনোযোগ আকর্ষণ করেছে৷ কারণ, এটি তার নক্ষত্র থেকে এমন সঠিক দূরত্বে রয়েছে, যেখানকার পরিবেশ খুব উষ্ণও নয়, আবার খুব শীতলও নয়, যা থেকে বিজ্ঞানীরা ধারণা করছেন, সেখানে জীবনধারণ উপযোগী পরিবেশ থাকার সম্ভাবনা উজ্জ্বল৷ তাঁরা মনে করছেন, সেখানে জীবসত্তার প্রয়োজনীয় পরিবেশ থাকতে পারে৷

জেনেভা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাইকেল মেয়র বলছেন, এইচডি ৮৫৫১২ বি নামের গ্রহটি পৃথিবীর চেয়ে ৩ দশমিক ৬ গুণ বড়৷ আর সেখানে তাপমাত্রা ৩০ থেকে ৫০ ডিগ্রি সেন্টিগ্রেট পর্যন্ত ওঠানামা করে৷ এ কারণে বিজ্ঞানীদের ধারণা, এখানকার আবহাওয়া খুবই আর্দ্র৷ গ্রহটি তার কাছ থেকে ৩৫ আলোকবর্ষ দূরে থাকা নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ