বাংলাদেশে একের পর এক ধর্ষণ ঘটেই চলেছে৷ হচ্ছে মামলা, চলছে প্রতিবাদও৷ তবে রাজনৈতিক দলগুলো এই ইস্যু নিয়ে দিচ্ছে পরস্পরবিরোধী বক্তব্য৷
বিজ্ঞাপন
সোমবার গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক ছাত্রের বিরুদ্ধে৷ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই তথ্য জানিয়েছে৷ কোটালীপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাকারিয়া সংবাদমাধ্যমটিকে বলেছেন, জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ৷
মামলার মূল আসামি আলী হোসাইন৷ তিনি একই উপজেলার পূর্ণবর্তী গ্রামের মহসিন হাওলাদারের ছেলে৷ তার সহযোগী হিসেবে মাসুদ হাওলাদার নামে আরেকজনকেও আসামি করা হয়েছে৷
মেয়েটির বড় বোন সাংবাদিকদের বলেছেন, ‘‘আলী হোসাইন আমার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল৷ আমার বোন তাতে রাজি হয়নি৷ আমাকে সে অনেকবার বলেছে৷ আমি যখন ওর স্কুলে পড়তাম, তখন দেখতাম মাসুদ স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করতো৷’’
মেয়েটির ভাষ্য অনুযায়ী, বাজার থেকে কেনাকাটা করে ফেরার পথে আলী হোসাইন ও মাসুদ হাওলাদার তার পথ আটকায় এবং মোটরসাইকেলে তুলে স্থানীয় একটি মাছের ঘেরে নিয়ে যায়৷ পরবর্তীতে তাকে মারধর এবং ধর্ষণ করে৷
কুষ্টিয়ায় ছাত্রী ধর্ষণ, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
কুষ্টিয়ার মিরপুরে অষ্টম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে৷ ছাত্রীর বাবার দায়ের করা মামলায় সিরাজুল উলুম মরিয়ম নেসা মাদ্রাসার সুপার (প্রধান শিক্ষক) আব্দুল কাদেরকে গ্রেপ্তার করা হয়েছে৷ মিরপুর থানার ওসি আবুল কালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন৷
ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের হাতাহাতি
একের পর এক ধর্ষণ ও নিপীড়নের বিচারের দাবিতে ঢাকার বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে৷ এইসময় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল নিয়ে যেতে চাইলে পুলিশ বাধা দেয়৷
ছবি: Sazzad Hossain/DW
হাতাহাতি
ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের মুখোমুখি ধর্ষণবিরোধী বিক্ষোভকারীরা৷ ‘ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে মঙ্গলবার ১২টার দিকে শাহবাগে জাদুঘরের সামনে বিক্ষোভ শুরু করেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা৷ এরপর তাদের সঙ্গে যোগ দেন প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, লেখক, কবি, শিল্পী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও নারী অধিকারকর্মীরা৷
ছবি: Sazzad Hossain/DW
পুলিশের ব্যারিকেড
বেলা সোয়া ১টার দিকে বিক্ষোভকারীরা শাহবাগ মোড় থেকে কালো পতাকা মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ঘুরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে যাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ তাদের আটকে দেয়৷ এ সময় পুলিশের সাথে মিছিলকারীদের হাতাহাতি হয়৷ পরে পুলিশ লাঠিপেটা শুরু করলে ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন৷
ছবি: Sazzad Hossain/DW
স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি
মঙ্গলবারের বিক্ষোভ থেকে ধর্ষক ও নিপীড়কদের শাস্তির পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের পদত্যাগও দাবি করা হয়৷
ছবি: Sazzad Hossain/DW
স্লোগান
‘ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই’, ‘ধর্ষকের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘যে রাষ্ট্র ধর্ষণ পোষে, সেই রাষ্ট্র চাই না’, ‘আমার বোনকে ধর্ষণ কেন, প্রশাসন জবাব চাই’, ‘নিপীড়ক যেখানে, লড়াই হবে সেখানে’- ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উঠেছিল শাহবাগ ও তার আশেপাশের এলাকা৷
ছবি: Sazzad Hossain/DW
সঙ্গীকে হাসপাতালে নেয়া হচ্ছে
ছাত্র ইউনিয়নের সদস্য মাহমুদা দীপা বিক্ষোভ মিছিলের এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন৷ তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছেন সঙ্গীরা৷
ছবি: Sazzad Hossain/DW
সোমবার থেকে বিক্ষোভ
নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও রবিবার সামাজিক মাধ্যমে ভাইরাল হলে সোমবার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বিক্ষোভ শুরু হয়৷ ঢাকায় এমন এক বিক্ষোভে অংশ নেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর৷ এই সময় তিনি বলেন, ‘‘এই গণধর্ষণের ঘটনা দেশের আইনি ব্যবস্থার মুখোশ খুলে দিচ্ছে৷ আজকে এই আওয়ামী লীগ দীর্ঘ দিন ধরে ক্ষমতায় থেকে রাষ্ট্রের সব বিভাগে দুর্বৃত্তায়ন করেছে৷’’
ছবি: Sazzad Hossain/DW
মশাল মিছিল
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্ষণবিরোধী মশাল মিছিল বের করে ছাত্র ফেডারেশন৷
ছবি: Sazzad Hossain/DW
অবস্থান কর্মসূচি
ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সোমবার রাজু ভাস্কর্যের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন৷ মঙ্গলবারও তাদের দেখা গেছে৷
ছবি: Sazzad Hossain/DW
উত্তরায় অবরোধ
উত্তরার হাউজ বিল্ডিং এলাকায় মঙ্গলবার অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা৷
ছবি: Sazzad Hossain/DW
হাতে হাত
উত্তরায় গণজমায়েতে হাতে হাত রেখে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন অনেকে।
ছবি: Sazzad Hossain/DW
যানজট
আন্দোলনের কারণে উত্তরায় যানজট দেখা দেয়৷
ছবি: Sazzad Hossain/DW
একাত্মতা প্রকাশ
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী তাবারক হোসেন ধর্ষণবিরোধী আন্দোলনে যোগ দিতে মোহাম্মদপুর থেকে শাহবাগ গিয়েছিলেন৷
ছবি: Sazzad Hossain/DW
শিশুসহ অংশগ্রহণ
এক শিক্ষার্থী শিশুসহ ধর্ষণবিরোধী আন্দোলনে অংশ নেন৷
ছবি: Sazzad Hossain/DW
13 ছবি1 | 13
প্রত্যক্ষদর্শীদের বরাতে তিনি বলেন, ‘‘গত শনিবার ভোরে ফজরের নামাজের সময় মাদ্রাসার সুপার আব্দুল কাদের মেয়েটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণ করেন৷ এরপর রাত ৮টার দিকে মেয়েটিকে আবার দ্বিতীয় দফায় ধর্ষণ করেন৷ পরে কাদের বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে শাসনও করেন৷’’
এই ঘটনা জানাজানির পর স্থানীয়রা মাদ্রাসায় হামলা ও ভাঙচুর চালায় বলে জানান পুলিশ কর্মকর্তা৷
বান্দরবানে কিশোরীকে ধর্ষণের চেষ্টা
কক্সবাজারের চকরিয়া উপজেলা ডুলহাজরায় বান্দরবানের লামা উপজেলার এক কিশোরীকে ধর্ষণ চেষ্টা অভিযোগ উঠেছে৷ রোববার এ ঘটনা ঘটে বলে মেয়েটির স্বজনের অভিযোগ করেছেন৷
মেয়েটির ফুপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলহাজরা থেকে একা ফিরছিলেন তার ভাইঝি৷ জঙ্গলে একা পেয়ে শওকত তাকে প্রথমে বিয়ের প্রস্তাব দেয়৷ পরে তার মুখে কামড় দেয়৷ চিৎকার শুনে আশেপাশের মানুষ আসার পর ছেলেটি পালিয়ে যায়৷ হামলায় আহত মেয়েটি কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি রয়েছেন৷
এই ঘটনায় মেয়েটির স্বজনদের থানায় একটা লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে বলে জানান ওসি শাকের মোহাম্মদ যুবায়ের৷
প্রতিবাদ চলছে
একের পর এক ধর্ষণের ঘটনায় দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদ হচ্ছে৷ মঙ্গলবার বেলা ১২টার দিকে ঢাকায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে ‘ধর্ষণ ও নিপীড়নবিরোধী ছাত্র-জনতা’র ব্যানারে বিক্ষোভ করেছেন প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী, লেখক, কবি, শিল্পী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও নারী অধিকারকর্মীরা৷
পরবর্তীতে তারা কালো পতাকা মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে রওনা হলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশ বাধা দেয়৷ পুলিশের সাথে মিছিলকারীদের হাতাহাতিও হয়৷ এক পর্যায়ে পুলিশের লাঠিপেটায় ছাত্র ইউনিয়নের বেশ কয়েকজন নেতা-কর্মী আহত হন৷
এর আগে সোমবারও ধর্ষণের প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ করেছেন অনেকে৷ বিক্ষোভ হয়েছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও৷
আওয়ামী লীগ-বিএনপি পালটাপালটি
এদিকে ধর্ষণের ঘটনাগুলো নিয়ে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেতা-কর্মীরা একে অন্যের বিরুদ্ধে অভিযোগ-পালটা অভিযোগ শুরু করেছেন৷
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘প্রতিবাদ করার দরকার নেই, বিচার সরকার করছে৷ ঘটনার সাথে জড়িত কাউকেই সরকার রেহাই দিচ্ছে না৷ সরকার দলে থেকে অপরাধ যারা করেছে তাদেরও বিচারের আওতায় আনছে৷’’ মঙ্গলবার দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক৷
অন্যদিকে সোমবার আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, বিবস্ত্র করার পর ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে আপলোড করার পেছনে ষড়যন্ত্র থাকতে পারে৷
এই কথার প্রেক্ষিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের বক্তব্যেই ধর্ষক-দুষ্কৃতকারীরা উৎসাহিত হচ্ছে৷ ‘‘আজকে তিনি (আইনমন্ত্রী) যদি এই টাইপের কথা বলেন যে, এটা (নোয়াখালীর ঘটনা) একটা ষড়যন্ত্র৷ মর্মমূলে না গিয়ে তিনি আগেই বলে দিলেন৷’’
অন্যদিকে চট্টগ্রাম নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, বিএনপি ধর্ষণ ও নারী নির্যাতনের মতো ঘটনাগুলোকে নিয়ে ‘মাঠ গরম করতে চাইছে’৷
এফএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
২০১৯ সালের ছবিঘরটি দেখুন...
ধর্ষণে শীর্ষ ১০ দেশ
বিশ্বের ৩৫ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হন৷ এর মধ্যে ৪০ শতাংশ নারী যৌন হয়রানির শিকার হলেও চুপ থাকেন, ১০ শতাংশ আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সহায়তা নেন৷ এক সমীক্ষা জানাচ্ছে, ২০১৯ সালে কোন দেশে কতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে৷
ছবি: picture-alliance/Pacific Press/E. McGregor
সাউথ আফ্রিকা
দেশটির প্রতি এক লাখের মধ্যে ১৩২ জনেরও বেশি নারী ধর্ষণের শিকার হন৷ দক্ষিণ আফ্রিকার মেডিকেল রিসার্চ কাউন্সিলের জরিপ অনুসারে, প্রতি চারজনের মধ্যে একজন ধর্ষণ করে সেই কথা স্বীকারও করেন৷
ছবি: Reuters
বোতসোয়ানা
দক্ষিণ আফ্রিকার দেশ বোতসোয়ানায় দ্বিতীয় সর্বোচ্চ ধর্ষণের ঘটনা ঘটে৷ দেশটির প্রতি এক লাখ নারীরর মধ্যে ৯৩ জন ধর্ষণের শিকার হন৷
ছবি: picture alliance/AA/K. Mathe
লেসোথো
দক্ষিণ আফ্রিকার আরেক দেশ লেসোথোয় ২০১৯ সালে তৃতীয় সর্বোচ্চ ধর্ষণের ঘটনা ঘটেছে৷ সেখানকার এক লাখ নারীর মধ্যে ৮৩ জন ধর্ষণের শিকার হন৷ দেশটির মোট জনসংখ্যা ২১ লাখ ২৫ হাজার ২৬৮ জন৷
ছবি: Imago/F. Stark
সোয়াজিল্যান্ড
সোয়াজিল্যান্ডে প্রতি এক লাখ নারীর মধ্যে ৭৮ জন ধর্ষণের শিকার হন৷ দক্ষিণ আফ্রিকার এই দেশটির জনসংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ১৩০ জন৷ সেই হিসেবে ২০১৯ সালে এ দেশে ৮৯৫টি ধর্ষণের ঘটনা ঘটে৷
ছবি: picture-alliance/dpa/J. Kalaene
বারমুডা
দেশটির প্রতি এক লাখের মধ্যে ৬৭ জনেরও বেশি নারী ধর্ষণের শিকার হন৷ অনেক দেশেই যৌন নিপীড়ন ও সহিংসতারিবোধী আইন থাকলেও নানান অসঙ্গতিতে তা ঠিকমতো প্রয়োগ হয় না৷
ছবি: pictureäalliance/dpa/A. Simmons
সুইডেন
ইউরোপের এই দেশটিতে প্রতি এক লাখের মধ্যে ৬৩ জনেরও বেশি নারী ধর্ষিত হন৷ বেশিরভাগ ক্ষেত্রে নারীরা যৌন নির্যাতনের শিকার হলেও বিশ্বজুড়ে পুরুষরাও প্রতিদিন যৌন হয়রানির শিকার হচ্ছেন৷
ছবি: picture-alliance/robertharding/A. Tamboly
সুরিনাম
দক্ষিণ অ্যামেরিকার দেশ সরিনামের প্রতি এক লাখ নারীর মধ্যে ৪৫ জন ধর্ষণের শিকার হয়৷ দেশটিতে পাঁচ লাখ ৮১ হাজার ২৭২ জন মানুষ বসবাস করে৷ গত বছর দেশটিতে ২৬২ জন নারী ধর্ষণের শিকার হয়েছেন৷
ছবি: picture-alliance/E.Troon
কোস্টা রিকা
মধ্য অ্যামেরিকার দেশ কোস্টা রিকার প্রতি এক লাখ মানুষের মধ্যে ৩৭ জন ধর্ষণের শিকার হন৷ গবেষণা বলছে, ১৬ থেকে ১৯ বছর বয়সের নারীদের ধর্ষণ বা যৌন নিপীড়নের শিকার হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি৷
ছবি: Reuters/J.C. Ulate
নিকারাগুয়া
মধ্য অ্যামেরিকার এই দেশটির প্রতি এক লাখ মানুষের মধ্যে ন৩২ জন ধর্ষণের শিকার হন৷ দেশটির মোট জনসংখ্যা ৬৫ লাখ ৪৫ হাজার ৫০২ জন৷ ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ ডটকম বলছে, অনেক নারী যৌন সহিংসতার ঘটনা নিয়ে অভিযোগই করেন না৷
ছবি: Getty Images/AFP/I. Ocon
গ্রেনাডা
ক্যারিবীয় এই দেশটির প্রতি এক লাখ নারীর মধ্যে ৩১ জন ধর্ষণের শিকার হন৷ দেশটির মোট জনসংখ্যা এক লাখ ১২ হাজার তিনজন৷ ১৮ থেকে ২৪ বছর বয়সি কলেজ ছাত্রীরাও যৌন নির্যাতনের ঝুঁকিতে থাকেন৷
ছবি: picture-alliance/dpa/A. Camara
অন্যান্য
১১৮টি দেশের মধ্যে চালানো এই জরিপে ১৪তম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র৷ ৪০তম অবস্থানে থাকা বাংলাদেশের প্রতি এক লাখ নারীর মধ্যে প্রায় ১০ জন ধর্ষণের শিকার হন৷ ৪২তম অবস্থানে থাকা জার্মানিতে প্রতি এক লাখ নারীর মধ্যে ৯ জনেরও বেশি ধর্ষিত হন৷ আর ভারতের প্রতি লাখ নারীর মধ্যে এক দশমিক ৮ জন ধর্ষণের শিকার হন৷