আইফেল টাওয়ার আরো উঁচু হয়েছে৷ মঙ্গলবার হেলিকপ্টার দিয়ে টাওয়ারের শীর্ষে বসানো হয়েছে নতুন বেতার অ্যান্টেনা৷ অ্যান্টেনাটি ছয় মিটারের, তাই আইফেল টাওয়ারও ছয় মিটার উঁচু হয়েছে বলে জানিয়েছে আইফেল টাওয়ার সোসাইটি৷
বিজ্ঞাপন
বিশ্ব বিখ্যাত স্থাপনাটির কর্তৃপক্ষ আরো জানায়, বৃহত্তর প্যারিসে ডিজিটাল বেতার সংকেত প্রেরণের জন্য নতুন অ্যান্টেনাটি ব্যবহৃত হবে৷প্যারিসের সবচেয়ে জনপ্রিয় এই পর্যটনকেন্দ্র থেকে রেডিও অনুষ্ঠান সম্প্রচার শুরু হয়েছির একশ বছরেরও বেশি আগে৷ তখন প্রথম ফরাসি অনুষ্ঠানের সম্প্রচার শুরু হয়েছিল এখান থেকে৷
এভাবে উচ্চতা বৃদ্ধিও প্রথম নয়৷ ২২ বছর আগে আরেকবার একটি অ্যান্টেনা স্থাপনের ফলে আইফেল টাওয়ারের উচ্চতা বেড়েছিল৷ এবার ছয় মিটার বাড়ায় আইফেল টাওয়ারের উচ্চতা দাঁড়ালো ৩৩০ মিটার৷
ইউরোপের আইকনিক শহর প্যারিসে কী দেখবেন?
ইউরোপ মানেই ইতিহাসের হাতছানি৷ ইউরোপের কোন শহরে যেতে চান আপনি? প্যারিস? শিল্পসমৃদ্ধ এই শহরে গেলে কী কী দেখতেই হবে, চলুন দেখে নেওয়া যাক ছবিঘরে..
ছবি: Marcel Ibold/Chromorange/picture alliance
আইফেল টাওয়ার
১,০৬৩ ফুট লম্বা (৩২৪ মিটার) এই আইফেল টাওয়ার তৈরি হয়েছিল ১৮৮৯ সালে৷ টাওয়ারের স্থপতি গুস্তাভ আইফেল ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তিতে এটি নির্মাণ করেন৷ প্রতি বছর প্রায় ৭০ লাখ পর্যটক আসেন শুধু আইফেল টাওযার দেখতে৷ তিনটি তলবিশিষ্ট আইফেল টাওয়ারে (৫৮ মিটার, ১১৫ মিটার, ২৭৫ মিটার) লিফটে ওঠানামা করা যায়৷ তবে অন্য অ্যাডভেঞ্চার করতে এক হাজার ১,৬৬৫ ধাপ সিঁড়িও বাইতে পারেন ৷
ছবি: Givaga/Zoonar/picture alliance
দ্য ল্যুভঁ দেখতেই হবে
দ্য ল্যুভঁ মিউজিয়ামে সবচেয়ে বেশি পর্যটক আসেন সারা পৃথিবী থেকে৷ প্যারিসের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ঐতিহাসিক বিল্ডিং৷ প্রায় দুই লাখ ১০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে প্রদর্শনীর আয়োজন৷ সারা দিন ধরে থাকলেও এই সংগ্রহশালার সবটা দেখে ওঠা মুশকিল৷ তিন ঘণ্টার একটা 'হাইলাইট' বুকিং করা সম্ভব৷ এর ফলে মোনালিসা, ভেনাস দে মিলো এবং উইংড ভিক্টরি দেখে নেওয়া যাবে৷
শিল্পসাহিত্য রসিকেরা মিউজি ড'সে-তে যেতে পারেন৷ একসময়ে এটা ছিল ট্রেন স্টেশন৷ক্যাফেতেও যেতে ভুলবেন না৷ ১৭ থেকে ১৯ শতকের সময়ের বিশাল বিল্ডিং যেখানে শীতের সময় ফলের গাছগুলিকে সুরক্ষা দেওয়া হত, সেগুলি দেখতে ভুলবেন না যেন৷ শ্যাওলা থেকে তৈরি রং দিয়ে আঁকা ট্যাপেস্ট্রি কিংবা 'ওয়াটার লিলি পেইন্টিং'-ও দেখতেই হবে৷ দেখতে হবে রাডি মিউজিয়ামও৷
ছবি: Bildagentur-online/AGF-Foto/picture alliance
এই দ্বীপে প্যারিসের জন্ম
পনউফের মাধ্যমে ইল দে লা সি মূল ভূখণ্ডে সংযুক্ত হয়েছে৷ এখানে রয়েছে কঁসিয়াজেরি৷ এই প্রাসাদকে ফরাসি বিপ্লবের সময় সংশোধনাগারে পরিণত করা হয়েছিল৷ নত্রদাম গির্জাও রয়েছে৷ তবে এখন রক্ষণাবেক্ষণের কারণে বন্ধ৷ সেইন্ট চ্যাপেল গির্জাও রয়েছে পাশে৷
ছবি: Roman Sigaev/Zoonar/picture alliance
সবুজের সমারোহে হেঁটে দেখা
প্যারিসীয়রা শহরের বুকে সবুজের মাঝে ঘুরতে ভালবাসেন৷ লুক্সেমবার্গ উদ্যান, লেটরিয়েরি উদ্যানের মতো একাধিক জায়গা রয়েছে৷ প্যারিস শহরের উত্তর-পূর্বে বিট শুম উদ্যানে ঘুরতেও দারুণ লাগবে৷
খাবারের জন্য বিশেষ সুনাম রয়েছে ফরাসিদের৷ বেকিং করা খাবার, ক্রসঁ, শামুক-ঝিনুক-সহ নানা সি-ফুড চেখে দেখতে পারেন৷ মিষ্টিজাতীয় খাবার পছন্দ হলে গ্লাস আইসক্রিম, ক্রেমে ব্রুলি রয়েছে৷ পনির আর রুটির হরেক সম্ভার রয়েছে এবং অবশ্যই ওয়াইন অর্থাৎ পানীয়ের স্বাদ নিতে ভুলবেন না৷
ছবি: Kelly Linsale bePress Photo Agency/bppa/abaca/picture alliance
প্যারিস মানেই সংগীতের মূর্চ্ছনা
দ্য পালে গার্নিয়ে-তে সংগীত আয়োজন শুনতে পারেন৷ টিকিট কেনার ক্ষমতা না থাকলে অপেরা হাউস রয়েছে৷ অসাধারণ কারুকার্য এই হাউসের৷ ইতিহাসকে ছুঁয়ে দেখতে চাইলে গাইড-সহ ট্যুর বুকিং করাই ভাল৷
ছবি: James Byard/Zoonar/picture alliance
প্যারিসের সেরা ভিউ
আইফেল টাওয়ার থেকে প্যারিসের সেরা দৃশ্যগুলি দেখা যায়৷ মপারনাস ট্যুরের ৫৬ তলা থেকে অসামান্য দেখায় এ শহরকে৷ আর্ক দে ত্রিয়ম্ফ থেকে ১২টি অ্যাভিনিউ দেখতে দারুণ লাগে৷ শঁজেলিজেও রয়েছে এই গাছে ঘেরা রাস্তাগুলির মধ্যে ৷
ছবি: Givaga/Zoonar/picture alliance
মমার্ত এবং সাকরে ক্যও
প্যারিসে গেলে মমার্ত অবশ্যই যেতে হবে৷ সাকরে ক্যও বাসিলিকা কিংবা ফিউনিক্যুলা মমার্ত থেকে ঘুরে আসতে পারেন৷ প্লাসে দু তেরতে গিয়ে নিজের পোর্ট্রেট কিংবা ক্যারিকেচার আঁকিয়ে নিতে পারেন শিল্পীদের থেকে৷ শৈল্পিক ক্যাফে আর বুটিক তো আছেই৷
ছবি: Daniel Kalker/picture alliance
ভিড় থেকে আড়ালে
সেওয়ের মিউজিয়াম কিংবা ক্যাটাকম্বসে মাটির নীচে ঘুরে বেড়াতে পারেন৷অব্যবহৃত রেললাইনে তৈরি উদ্যান, কিংবা পের লাশেসের সমাধিস্থলে হেঁটে বেড়াতে পারেন৷সন্ধ্যা নামলে আইফেল টাওয়ারের লাইট শো দেখতে পারেন৷ সবমিলে প্যারিস ভ্রমণ হয়ে উঠবে জমজমাট৷