1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জনপ্রিয় হয়ে উঠছে ‘বুর্কিনি’

২৪ আগস্ট ২০১৬

প্রথমে বোরকা, তারপর বুর্কিনিও নিষিদ্ধ করেছে ফ্রান্স৷ কিন্তু মুসলিম নারীদের এই পোশাকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ফল হয়েছে উল্টো৷ বুর্কিনির বিক্রি আরো বেড়েছে!

সিডনির সৈকতে বুর্কিনি পরিহিতা মহিলা
ছবি: Getty Images/M. King

শুধু মুসলিম নারীরা নয়, এখন অনেক অমুসলিম নারীও কিনতে শুরু করেছেন বুর্কিনি৷ বুর্কিনির ডিজাইনার আহেদা জানেত্তি নিজেই জানিয়েছে কথাটা৷ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, ‘‘আমাদের বিক্রি আরো বাড়ছে৷ ওরা যতই নিষিদ্ধ করুক, যতই বাতিল ঘোষণা করুক, তার মানে তো এই নয় যে সবাই এটা পরা বন্ধ করে দেবে৷'' আহেদা জানান, এখন মোট বিক্রির প্রায় ৪০ শতাংশ বুর্কিনিই উঠছে অমুসলিম নারীদের হাতে৷

২০০৪ সালে শুধু মুসলিম নারীদের কথা ভেবেই সাঁতারের এই বিশেষ পোশাকটির ডিজাইন করেছিলেন লেবানন থেকে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো আহেদা জানেত্তি৷ ‘বুরকা', অর্থাৎ বোরকা এবং স্নানের পোশাক বিকিনি – এই দুয়ের ধারণার সমন্বয়ে তৈরি বলে পোশাকটির নাম ‘বুর্কিনি' দিয়েছিলেন আহেদা৷ ভেবেছিলেন, মুসলিম নারীদের ওপর চোখ-মুখ ঢাকা বোরকা পরায় যে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে তা থেকে এই পোশাক রেহাই পাবে৷ আরো ভেবেছিলেন সাধারণ অবস্থায় তো বটেই চাইলে সাঁতারের সময়ও এই পোশাক পরতে পারবেন মুসলিম নারীরা৷

Burkini creator sees increase in sales after French ban

01:01

This browser does not support the video element.

কিন্তু সম্প্রতি ফ্রান্সে বুর্কিনিও নিষিদ্ধ করা হয়৷ ফরাসি সরকার বলছে, বোরকা বা নিকাব তো বটেই, এমনকি মুখমণ্ডল ছাড়া শরীরের বাকি সব অংশ ঢেকে রাখার পোশাক বুর্কিনিও সে দেশের ধর্মনিরপেক্ষ নীতির সঙ্গে বেমানান৷ তারপর থেকেই চলছে বিতর্ক৷ কেউ কেউ বলছেন, বুর্কিনি নিষিদ্ধ করা একেবারেই ঠিক হয়নি৷ কেউ আবার বলছেন, বর্তমান পরিস্থিতিতে এমন নিষেধাজ্ঞার প্রয়োজনীয়তা অস্বীকার করা যায় না৷

তবে বিতর্কে জড়িয়ে পড়া সবাই যা-ই বলুন, বাজারে কিন্তু তার খারাপ কোনো প্রভাব পড়েনি৷ বরং বিতর্ক বাজারকে আরো চাঙা করেছে৷ আহেদা জানেত্তি আশা করছেন, সারা বিশ্বে বুর্কিনির বিক্রি আরো বাড়বে৷

এসিবি/ডিজি (রয়টার্স, এপি)

আপনিও কি একটি বুর্কিনি কিনতে চান? লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ