1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আরো বেশি উত্তেজনা, উম্মাদনা প্রত্যাশিত ছিল’

৬ সেপ্টেম্বর ২০১১

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পা রাখল আর্জেন্টনা জাতীয় দল৷ ফুটবল রাজপুত্র লিওনেল মেসি সেদলের অধিনায়ক৷ মেসিদের আগমনে ঢাকার প্রতিক্রিয়া কী?

ছবি: AP

এ ব্যাপারে দৈনিক ‘কালের কণ্ঠ' পত্রিকার ক্রীড়া সম্পাদক মোস্তফা মামুন জানালেন, মেসি বা আর্জেন্টিনা দলকে ঘিরে আরো বেশি উত্তেজনা, উদ্দীপনা প্রত্যাশিত ছিল৷ কেননা, দেশের মানুষ কার্যত দুটি দেশের ফুটবল দলকে সবচেয়ে বেশি সমর্থন করে, আর্জেন্টিনা এবং ব্রাজিল৷ কিন্তু সেই আর্জেন্টিনা দলের সফরকে কেন্দ্র করে প্রত্যাশিত মাত্রায় উম্মাদনা লক্ষ্য করা যাচ্ছে না৷

এর কারণ হিসেবে জনাব মামুন, টিকিটের চড়াদামের কথা উল্লেখ করেন৷ গ্যালারির টিকিটের সর্বনিম্ন মূল্য সাড়ে সাত হাজার টাকা৷ তিনি জানান, শিক্ষার্থী এবং নিম্ন মধ্যবিত্ত বা অপেক্ষাকৃত দরিদ্র শ্রেণির মানুষের পক্ষে এত টাকা খরচ করে টিকিট ক্রয় কঠিন ব্যাপার৷ আবার এই খেলা ঘিরে উল্লাস, উত্তেজনা, উম্মাদনা তৈরি করতে পারতেন এই শ্রেণি৷ ফলে এখানে একটি ঘাটতি তৈরি হয়েছে৷

এছাড়া প্রিন্ট মিডিয়া আর্জেন্টিনা এবং নাইজেরিয়া প্রীতি ম্যাচ নিয়ে ভালো প্রচার চালালেও টেলিভিশন চ্যানেলগুলোর আগ্রহের ঘাটতি আছে বলে মত প্রকাশ করেন মোস্তফা মামুন৷ তাঁর মতে, শুধুমাত্র একটি বেসরকারি টেলেভিশনকে এই খেলা সরাসরি সম্প্রচারের অনুমতি দেওয়া হয়েছে৷ অন্যরা তাই এই বিষয়ে আগ্রহ হারাতে পারে বলে মত প্রকাশ করেন এই ক্রীড়া সম্পাদক৷

তবে খেলার ভেনু বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সামগ্রিকভাবে প্রস্তুত বলে জানান তিনি৷ ড্রেসিং রুম নিয়ে আর্জেন্টিনা দলের যে আপত্তি ছিল, তাও এখন নেই৷ মাঠও মেসিদেরকে সন্তুষ্ট করতে পারবে বলে আশা প্রকাশ করেন জনাব মামুন৷

উল্লেখ্য, ৬ সেপ্টেম্বর ঢাকায় এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-নাইজেরিয়া৷ বাংলাদেশের এধরনের বড় মাপের আন্তর্জাতিক ফুটবল ম্যাচের আয়োজন এবারই প্রথম৷

মোস্তফা মামুন এর সাক্ষাৎকারটি শুনতে ক্লিক করুন নিচের লিংকে

সাক্ষাৎকার: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ