1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো বড় স্বপ্ন ছিল তাঁর

২১ জুন ২০১৩

হলিউডের সুপারহিট নায়ক তিনি৷ অভিনয় দক্ষতা প্রমাণিত৷ সেই সুবাদে অস্কারের মনোয়ন পেয়েছেন চারবার, গোল্ডেন গ্লোব জয়ের পাঁচটি সুযোগ পেয়ে সেরা অভিনেতা হয়েছেন একবার৷ এমন সফল ব্র্যাড পিটের নাকি আরো বড় কিছুর স্বপ্ন ছিল!

US actor Brad Pitt, starred in The Curious Case of Benjamin Button (L'etrange histoire de Benjamin Button) directed by US David Fincher poses on January 22, 2009 during a photocall in Paris. The film will be released on French screens on February 4, 2009. AFP PHOTO PATRICK KOVARIK (Photo credit should read PATRICK KOVARIK/AFP/Getty Images)
Brad Pitt mit Schnurrbart Barttransplantation Vollbart Schnurrbartছবি: AFP/Getty Images

ক্যারিয়ারে হিট ছবির অভাব নেই সুপারস্টার ব্র্যাড পিটের৷ অ্যাকশন ছবিও অনেক৷ ফাস্ট ক্লাব, ট্রয়, স্ন্যাচ, স্পাই গেম, কিক অ্যাস – কোনটা ছেড়ে কোনটার কথা বলবেন? কিন্তু বড় নায়ক বলেই হয়ত অতৃপ্তিও বেশি৷ অথবা সাফল্যের একটা উঁচু স্তরে পৌঁছাতে পেরেছেন বলেই হয়ত হলিউডের এই নায়ক, প্রযোজক বলতে পারছেন, জীবনে কিছু একটা পাওয়া হয়নি৷ সেটা কী? আরো বড় ব্লকবাস্টার৷ তা আরো মারদাঙ্গার ছবি কী হতে পারত? সেরকম একটা নমুনা হয়ত হবে, ‘ওয়ার্ল্ড ওয়ার জেড'৷

ক্যারিয়ারে হিট ছবির অভাব নেই সুপারস্টার ব্র্যাড পিটের (ডানে)ছবি: Reuters

শুক্রবারই মুক্তি পাচ্ছে এ ছবি৷ ২০০ মিলিয়ন ডলারেরও বেশি খরচে তৈরি এ ছবি ব্র্যাড পিটের ক্যারিয়ারের মাইলফলক হতে পারে বলে আশা করা হচ্ছে৷ এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানেই ৪৯ বয়সি অভিনেতা জানিয়েছেন, একটা সময় নাকি আরো বড় ব্লকবাস্টার তৈরিরও স্বপ্ন ছিল তাঁর৷ ভক্তদের অবশ্য সেই কথা ভেবে লাভ নেই৷ পর্দায় আসছে ম্যাক্স ব্রুকসের লেখা ‘ওয়ার্ল্ড ওয়ার জেড: অ্যা ওরাল হিস্ট্রি অফ দ্য জম্বি ওয়ার্ল্ড' উপন্যাস অবলম্বনে খুব ব্যয়বহুল এক ছবি৷ এমন ছবি যখন মুক্তির অপেক্ষায় তখন অন্য কথা কে ভাববে?

এসিবি/ডিজি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ