আরো বড় স্বপ্ন ছিল তাঁর
২১ জুন ২০১৩ক্যারিয়ারে হিট ছবির অভাব নেই সুপারস্টার ব্র্যাড পিটের৷ অ্যাকশন ছবিও অনেক৷ ফাস্ট ক্লাব, ট্রয়, স্ন্যাচ, স্পাই গেম, কিক অ্যাস – কোনটা ছেড়ে কোনটার কথা বলবেন? কিন্তু বড় নায়ক বলেই হয়ত অতৃপ্তিও বেশি৷ অথবা সাফল্যের একটা উঁচু স্তরে পৌঁছাতে পেরেছেন বলেই হয়ত হলিউডের এই নায়ক, প্রযোজক বলতে পারছেন, জীবনে কিছু একটা পাওয়া হয়নি৷ সেটা কী? আরো বড় ব্লকবাস্টার৷ তা আরো মারদাঙ্গার ছবি কী হতে পারত? সেরকম একটা নমুনা হয়ত হবে, ‘ওয়ার্ল্ড ওয়ার জেড'৷
শুক্রবারই মুক্তি পাচ্ছে এ ছবি৷ ২০০ মিলিয়ন ডলারেরও বেশি খরচে তৈরি এ ছবি ব্র্যাড পিটের ক্যারিয়ারের মাইলফলক হতে পারে বলে আশা করা হচ্ছে৷ এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানেই ৪৯ বয়সি অভিনেতা জানিয়েছেন, একটা সময় নাকি আরো বড় ব্লকবাস্টার তৈরিরও স্বপ্ন ছিল তাঁর৷ ভক্তদের অবশ্য সেই কথা ভেবে লাভ নেই৷ পর্দায় আসছে ম্যাক্স ব্রুকসের লেখা ‘ওয়ার্ল্ড ওয়ার জেড: অ্যা ওরাল হিস্ট্রি অফ দ্য জম্বি ওয়ার্ল্ড' উপন্যাস অবলম্বনে খুব ব্যয়বহুল এক ছবি৷ এমন ছবি যখন মুক্তির অপেক্ষায় তখন অন্য কথা কে ভাববে?
এসিবি/ডিজি (এপি)