1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো ‘সবুজ’ হবে অ্যাপল

২৭ এপ্রিল ২০১৪

আরো বেশি পরিবেশবান্ধব হওয়ার চেষ্টায় আইপ্যাড ও আইফোন-সহ ব্যবহৃত পণ্যগুলি গ্রাহকের কাছ থেকে কিনে নেয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল৷ এছাড়া দূষণ কমাতে অ্যাপল-এর সব স্টোর ও ডেটা সেন্টারে ব্যবহার করা হবে নবায়নযোগ্য জ্বালানি৷

ছবি: picture alliance/dpa

আরো ‘সবুজ' হয়ে ওঠার এই উদ্যোগের অংশ হিসাবে ইতোমধ্যে কোম্পানির ওয়েবসাইটে পরিবেশ বিষয়ে আলদা একটি বিভাগ খোলা হয়েছে, যাতে অ্যাপল-এর উদ্যোগগুলোর কথা দেয়া আছে সবিস্তারে৷

ফের বিক্রি করার মতো ভালো অবস্থায় আছে – এমন আইপ্যাড, আইফোন বা ম্যাক কম্পিউটারগুলোই ফিরিয়ে নেবে অ্যাপল৷ বিনিময়ে ব্যবহারকারী পাবেন গিফ্ট কার্ড৷ পণ্যটি কতটা ভাল অবস্থায় আছে, তার ওপর ভিত্তি করে এই গিফ্ট কার্ড দেয়া হবে, যা দিয়ে নতুন অ্যাপল পণ্য কিনতে পারবেন ব্যবহারকারী৷ এ জন্য এরই মধ্যে বিশ্বজুড়ে ৪২০টি অ্যাপল স্টোরে গিফ্ট কার্ড পাঠিয়ে দেয়া হয়েছে৷

ছবি: imago/Jochen Tack

অনেক ইলেকট্রনিক্স পণ্যেই পরিবেশের জন্য ক্ষতিকর উপাদান থাকে৷ সেগুলো সরিয়ে নিতেই অ্যাপলের এই উদ্যোগ৷ কেবল গত সাত বছরেই একশ কোটির বেশি আইপ্যাড, আইফোন ও ম্যাক কম্পিউটার বিক্রি করেছে অ্যাপল৷

২০১২ সালে বিশ্বে যে পরিমাণ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয়েছে, তার ২ শতাংশ এসেছে বিভিন্ন প্রযুক্তিপণ্য ও সেবা থেকে৷ পরিবেশবাদী সংগঠন গ্রিনপিসের তথ্য অনুযায়ী, বিশ্বের সবগুলো এয়ারলাইন্স মিলেও একই পরিমাণ কার্বন গ্যাস নিঃসরণ করে৷

তাছাড়া ইন্টারনেটে সার্চ ইঞ্জিন পরিচালনা, ছবি, ভিডিও ও ইমেইল সংরক্ষণের জন্য যেসব বড় আকারের তথ্যভাণ্ডার বা সার্ভার ব্যবহার করা হয়, সেগুলো চালু রাখতেও খরচ হয় বিপুল পরিমাণ বিদ্যুৎ৷ চীন, যুক্তরাষ্ট্র, জাপান, ভারত ও রাশিয়াকে বাদ দিলে বিশ্বের বাকি সব দেশ মিলে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করে, এ ধরনের অনলাইন সেবা চালাতেই সব মিলিয়ে তার চেয়ে বেশি বিদ্যুৎ লাগে৷

ছবি: picture-alliance/dpa

অ্যাপলের ভাইস প্রেসিডেন্ট লিসা জ্যাকসন বলেন, ‘‘আমরা আমাদের সব উদ্ভাবন এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই পৃথিবীকে আরো বেশি নিরাপদ করে তুলতে চাই৷''

গ্রিনপিসও অ্যাপলের এই উদ্যোগকে ‘লোক দেখানো' মনে করছে না৷ গত সপ্তাহে তারা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে গুগল, ফেসবুকের পাশাপাশি অ্যাপলকেও পরিবেশবান্ধব ভূমিকায় আন্তরিক বলে উল্লেখ করা হয়েছে৷

উত্তর অ্যামেরিকায় অ্যাপলের চারটি ডেটা সেন্টার ইতোমধ্যে নবায়নযোগ্য জ্বালানিতে চালানোর উদ্যোগ নেয়া হয়েছে৷ অ্যাপল-এর অফিসগুলোর ৯৪ শতাংশ বিদ্যুৎ-ও আসছে একই ধরনের উৎস থেকে৷

জেকে/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ