1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ইরাক সফরে কেরি

১০ সেপ্টেম্বর ২০১৪

‘ইসলামিক স্টেট’ বা আইএস-এর বিরুদ্ধে লড়াইয়ে পাশে থাকবে যুক্তরাষ্ট্র৷ এই আশ্বাস নিয়ে বাগদাদে গিয়েছেন জন কেরি৷ মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশও জঙ্গি সংগঠনটির হুমকির মুখে৷ যুক্তরাষ্ট্রের লক্ষ্য, আইএস-কে ধ্বংস করা৷

John Kerry Ankunft in Amman 10.09.2014
ছবি: Reuters/Brendan Smialowsky

বুধবারই এ লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্র কী কী করতে চলেছে তা জানাবেন বারাক ওবামা৷ মার্কিন প্রেসিডেন্ট মূলত এ বিষয়ে দেশবাসীকে অবগত করতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন৷ তাঁর এই ভাষণ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে৷ মঙ্গলবার কংগ্রেসেও এ বিষয়ে কথা বলেছেন তিনি৷ সেখানে মার্কিন সাংসদদের তিনি জানান, সুন্নি জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস বা আইসিস) শুধু ইরাক নয়, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ, এমনকি যুক্তরাষ্ট্রের জন্যও বড় হুমকি৷

এ হুমকি নিশ্চিহ্ন করতে যুক্তরাষ্ট্র বদ্ধপরিকর – এ কথাও জানিয়েছেন ওবামা৷ গত আগস্ট থেকে ইরাকে আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র৷ হামলার মাত্রা বাড়ানোর পাশাপাশি আইএস-কে ঘায়েল করার জন্য একটি পরিকল্পনা প্রণয়ন করেছে যুক্তরাষ্ট্র৷ বুধবারের ভাষণে কেন যুক্তরাষ্ট্রকে আইএস-এর বিররুদ্ধে কঠোরতর অভিযানের কথা ভাবতে হচ্ছে এবং অভিযান-পরিকল্পনায় কী কী থাকবে সম্পর্কে ধারণা দেবেন বারাক ওবামা৷ মঙ্গলবার কংগ্রেসে তিনি বলেন, আইএস-এর বিরুদ্ধে অভিযানের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তাঁর আছে, তাই এর জন্য তিনি কংগ্রেসের অনুমোদন চাইবেন না৷ কংগ্রেস অধিবেসনে উপস্থিত সবাই অভিযানে সমর্থন জানালেও কেউ কেউ প্রেসিডেন্টের এখতিয়ারের বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন৷

আইএস এই মুহূর্তে ইরাক এবং সিরিয়ায় সক্রিয় হলেও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও জঙ্গি সংগঠনটির হুমকির মুখে৷ এ পরিস্থিতিতেই মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি৷ ইরাক সফরও তারই অংশ৷ বুধবার বাগদাদে পৌঁছেছেন তিনি৷ এক সংবাদ সম্মেলনে তিনি ইরাকে নতুন সরকার গঠনের উদ্যোগের প্রশংসা করেন৷ সদ্যগঠিত সরকারের প্রশংসা করতে গিয়ে তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদির এই সরকার ইরাকের জন্য একটি মাইলফলক৷''

এসিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ