বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণে আরো এক ব্যক্তি মারা গেছে৷ এ নিয়ে পাঁচ জন মারা গেলেন৷ তবে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়নি৷
বিজ্ঞাপন
সুস্থ হয়ে উঠেছেন আরো দুই জন৷ এ নিয়ে দেশে মোট সাতজন কোভিড-১৯ রোগী সুস্থ হয়ে উঠলেন৷ মোট আক্রান্ত ৩৯৷
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের-আইইডিসিআর পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বুধবার অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷
সর্বশেষ মারা যাওয়া রোগী পুরুষ, বয়স ৬৫ বছর৷ তিনি বুধবার সকালে মারা যান৷ বিদেশফেরত করোনা আক্রান্ত অন্য একজনের পরিবারের সদস্য ছিলেন তিনি৷ গত ১৮ মার্চ তাঁর রোগ শনাক্ত হয় বলে জানান মীরজাদী৷
বলেন, ‘‘প্রথমে স্থানীয় হাসপাতালে আইসোলেশনে রেখে তাঁর চিকিৎসা চলছিল৷ কিন্তু অবস্থার অবনতি হলে ২১ মার্চ তাঁকে ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল৷ তাঁর ডায়বেটিস ও উচ্চরক্তচাপ ছিল৷''
গত ২৪ ঘণ্টায় ৮২ জনের নমুনা সংগ্রহ করা হলেও নতুন করে কারো করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়েনি বলেও জানান তিনি৷
করোনা আতঙ্ক থেকে নিরাপদ থাকতে যা করতে পারেন
করোনা ভাইরাস বৈশ্বিক মহামারিতে পরিণত হয়েছে বটে, কিন্তু এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে বা নিজে আতঙ্কিত হয়ে কোনো লাভ নেই৷ বরং এই মুহূর্তে নিজেকে ফিট রাখা এবং সচেতন থাকাটাই বেশি জরুরি৷
ছবি: Imago Images/photothek/U. Grabowsky
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি
শারীরিকভাবে যারা দুর্বল এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদেরকে যে কোনো ধরনের ভাইরাস খুব সহজে আক্রমণ করতে পারে৷ তাই সকলেরই এখন নিয়মিত যথেষ্ট পরিমাণে ভিটামিন সি সমৃদ্ধ খাবার, লেবু এবং বিভিন্ন ফল খাওয়া প্রয়োজন৷
ছবি: Fotolia/Dino Osmic
আদা ও লেবু পানি
এক গ্লাস গরম পানিতে দুই টুকরো আদা এবং একটু লেবুর রস দিয়ে দিন৷ তারপর ধীরে ধীরে তা পান করুন৷ এভাবে দিনে কয়েক গ্লাস পানি পান করতে পারেন৷ তাছাড়া অন্যান্য সময়ের চেয়ে এখন বেশি পানি পান করা জরুরি৷
ছবি: Imago Images/Rüdiger Wölk
জিঙ্ক
এখন জরুরি ভিটামিন ডি-৩ এবং জিঙ্ক যা, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ঠিক রাখে৷ রাতে ১৫ মিলিগ্রাম জিঙ্ক ট্যাবলেট সেবন করতে পারেন৷ তাছাড়া বীজ জাতীয় খাবারে জিঙ্কের উপস্থিতি যথেষ্ট পরিমাণে রয়েছে৷ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে করোনা ভাইরাসকে দূরে রাখতে এই পরামর্শগুলো দিয়েছেন জার্মান চিকিৎসক ডা. আনে ফ্লেক৷
ছবি: imago images/McPHOTO
নিরাপদ দূরত্ব বজায় রাখুন
জার্মানির রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান রবার্ট কখ ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডা. লোথার এইচ ভিলার এক টিভি সাক্ষাৎকারে জনগণকে যে কোনো ধরনের জনসমাগম থেকে দূরে থাকার অনুরোধ করেছেন৷ যে কোনো মানুষের কাছ থেকে কমপক্ষে দুই মিটার দূরত্ব বজায় রাখা জরুরি৷
ছবি: Reuters/E. Lopez
জীবাণু থেকে সাবধান
এই মুহূর্তে ভালোভাবে হাত ধোয়া খুবই জরুরি, তবে তা শুধু নিজের বাড়ি, অফিস বা কাছাকাছি কোনো বাথরুম থাকলেই সম্ভব৷ তাই বাইরে থাকাকালীন সময়ে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করার পরামর্শ দিয়েছেন আরেক জার্মান ডাক্তার ডা. এরন্সট টাবোরি৷
ছবি: AFP/S. Bozon
পয়সা বা কয়েন থেকে সাবধান!
হাজারো হাত ঘুরে পয়সা আমাদের হাতে আসে৷ আর সেকারণেই কয়েন বা ভাঙতি পয়সায় যে জীবাণু থাকে তা হয়তো অনেকেরই জানা৷ তাই কেনাকাটার সময় এদিকেও সচেতন থাকার পরামর্শ রয়েছে ডা. টাবোরি৷
ছবি: Colourbox/A. Makarov
6 ছবি1 | 6
বাংলাদেশে এখন পর্যন্ত শুধু আইইডিসিআরে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা করা হয়৷ শিগগিরই বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে পরীক্ষার ব্যবস্থা করা হবে বলে জানান মীরজাদী৷
আইইডিসিআরের হটলাইন নম্বরগুলোতে দীর্ঘসময় যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হওয়ার অভিযোগের প্রেক্ষিতে তিনি বিভিন্ন নম্বরে বিচ্ছিন্নভাবে যোগাযোগ না করে (০১৯৪৪৩৩৩২২২) ও (১০৬৫৫) নম্বর দুটিতে ফোন করার পরামর্শ দিয়েছেন৷ সেখান থেকে খালি থাকা নম্বরে কল ট্রান্সফার করা হবে৷
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত দেশে সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করা হয়েছে৷ হাসপাতাল, ফায়ারসার্ভিসসহ জরুরি সেবা প্রতিষ্ঠান এই ছুটির আওতায় পড়বে না৷ খোলা থাকবে ব্যাংক৷ গার্মেন্টসের বিষয়ে এখনো কোনো নির্দেশনা আসেনি৷
ছুটির এ সময়ে সরকার জনগণকে অতি জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানিয়েছে৷
জনগণের যাতায়াত বন্ধ করতে এরই মধ্যে সারাদেশে ট্রেন ও লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে৷ ২৬ তারিখ থেকে বাস চলাচলও বন্ধ ঘোষণা করা হয়েছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে স্থানীয় প্রশাসনকে সহায়তার জন্য সারাদেশে মঙ্গলবার থেকেই সেনা মোতায়েন করা হয়েছে৷
এসএনএল/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
করোনা থেকে বাঁচতে যা কিছু সাবধানে ধরবেন
কোন কোন জিনিসে করোনা ভাইরাস লুকিয়ে থাকতে পারে? কোন জিনিসগুলোতে বুঝেশুনে হাত দিতে হবে? দেখুন ছবিঘরে...
ছবি: picture-alliance/Kontrolab/IPA/S. Laporta
দরজার হাতল
গবেষণা বলছে, দরজার হাতলে পাঁচ দিন পর্যন্ত টিকে থাকতে পারে করোনা ভাইরাস। সুতরাং, সাবধান! সব সময় পরিষ্কার রাখুন দরজার হাতল। অথবা হাত দিলে সেই হাত খুব ভালো করে ধুয়ে নিন।
ছবি: picture-alliance/dpa Themendienst/F. Gabbert
চামচ
আপনার এলাকায় এখনো রেস্তোরাঁ বা অফিসের ক্যাফেটেরিয়া খোলা আছে? করোনার আতঙ্কের এই সময়েও সেখানে খেতে হয়? তাহলে চামচ বা কাঁটাচামচ ব্যবহারের ক্ষেত্রে সাবধান। অনেকেই বলছেন, করোনায় সংক্রমিত কেউ ব্যবহার করলে চামচে অনেকক্ষণ জীবাণু থেকে যেতে পারে।
ছবি: picture-alliance/dpa/J. Kalaene
টেডি বিয়ার
এমনিতে টেডি বিয়ার নিরাপদ। এমন খেলনার মাধ্যমে সংক্রমণের ঝুঁকির কথা কোনো গবেষণায় উঠে আসেনি। তবে খেলনা তৈরিতে প্লাস্টিক, কার্ডবোর্ড ইত্যাদি ব্যবহার করলে তার মাধ্যমে ঝুঁকি তৈরি হতে পারে।
ছবি: picture-alliance/dpa/S. Gollnow
প্যাকেট, চিঠি ইত্যাদি
যুক্তরাষ্ট্রের রকি মাউন্টেন ল্যাবরেটরির এক গবেষণা বলছে, কার্ডবোর্ড বা কাগজে তৈরি কোনো দ্রব্যে ৭২ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে করোনা ভাইরাস।
ছবি: picture-alliance/dpa/T. Weller
পোষা প্রাণীতেও ঝুঁকি?
না, পরিষ্কার-পরিচ্ছন্ন রাখলে পোষা প্রাণীর মাধ্যমে সংক্রমিত হওয়ার কথা এখনো গবেষকরা নিশ্চিত করে বলেননি।
ছবি: picture-alliance/dpa/AP/A. Tarantino
ফলমূল, শাকসবজি
না, ভালো করে ধুয়ে নিলে ফলমূল, শাক সবজির মাধ্যমেও করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। সুতরাং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করে নিশ্চিন্তে খান।
ছবি: picture-alliance/Kontrolab/IPA/S. Laporta
ফ্রোজেন ফুড
করোনা ভাইরাস তাপমাত্রা হিমাঙ্কের ২০ ডিগ্রি নীচে নেমে গেলেও তরতাজা থাকে। সুতরাং ফ্রিজে রাখা প্যাকেটজাত খাবার খুব ভালো করে গরম না করে একদম খাবেন না।