1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো রাশিয়ান মিসাইল কিনতে পারেন এর্দোয়ান

২৭ সেপ্টেম্বর ২০২১

বাইডেনের সঙ্গে সম্পর্ক মধুর নয়। অ্যামেরিকা বাধা দিলেও রাশিয়ার মিসাইল কিনবেন তিনি। স্পষ্ট বক্তব্য এর্দোয়ানের।

এর্দোয়ান
ছবি: Eduardo Munoz/AP Photo/picture alliance

অ্যামেরিকার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ভালো যাচ্ছে না তুরস্কের। ন্যাটোর মধ্যে থেকেও অ্যামেরিকাকে অমান্য করে রাশিয়ার সঙ্গে আগেই সামরিক সম্পর্ক তৈরি করেছে তুরস্ক। সেই সম্পর্ক আরো শক্তিশালী করার ইঙ্গিত দিলেন এর্দোয়ান। সম্প্রতি অ্যামেরিকা সফরে গিয়ে সিবিএস নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন এর্দোয়ান। সেখানেই ফের রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।

এর্দোয়ানের অভিযোগ, অ্যামেরিকাকে এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার দিয়েছিল তুরস্ক। বিনিময়ে অ্যামেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার কথা ছিল তুরস্ককে। কিন্তু অ্যামেরিকা তা দেয়নি। ফলে বাধ্য হয়েই রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল কেনে তুরস্ক।

তুরস্ক রাশিয়ার মিসাইল কেনার পরে ক্ষোভ প্রকাশ করে অ্যামেরিকা। ন্যাটোর মধ্যে থেকে এ কাজ করা যাবে না বলে সরব হয় মার্কিন প্রশাসন। তুরস্কের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞাও জারি করা হয়। ন্যাটোও এর্দোয়ানকে ওয়ার্নিং দেয়। কিন্তু তাতেও নিজের অবস্থান থেকে সরেননি তুরস্কের প্রেসিডেন্ট। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তুরস্কের নিজের প্রতিরক্ষা গড়ে তোলার অধিকার আছে। সেখানে অন্য দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। সে কারণেই রাশিয়ার কাছ থেকে মিসাইল কেনা হয়েছিল এবং ভবিষ্যতে আরো কেনা হবে।

মার্কিন সফরে এসে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন এর্দোয়ান। জো বাইডেনের সঙ্গে তার সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন না। কারণ, বাইডেন তুরস্কের প্রতি অবস্থান বদলাননি।

এসজি/জিএইচ (রয়টার্স, সিবিএস নিউজ)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ