বাইডেনের সঙ্গে সম্পর্ক মধুর নয়। অ্যামেরিকা বাধা দিলেও রাশিয়ার মিসাইল কিনবেন তিনি। স্পষ্ট বক্তব্য এর্দোয়ানের।
বিজ্ঞাপন
অ্যামেরিকার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক ভালো যাচ্ছে না তুরস্কের। ন্যাটোর মধ্যে থেকেও অ্যামেরিকাকে অমান্য করে রাশিয়ার সঙ্গে আগেই সামরিক সম্পর্ক তৈরি করেছে তুরস্ক। সেই সম্পর্ক আরো শক্তিশালী করার ইঙ্গিত দিলেন এর্দোয়ান। সম্প্রতি অ্যামেরিকা সফরে গিয়ে সিবিএস নিউজকে সাক্ষাৎকার দিয়েছেন এর্দোয়ান। সেখানেই ফের রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট।
ভোটের স্বার্থে ধর্ম ব্যবহারের অভিযোগ, এর্দোয়ানের জবাব
সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হয়েছে, এমন দেশগুলোতে সরকারি অনুষ্ঠানে অন্তত বিশেষ কোনো ধর্ম অগ্রাধিকার পায় না৷ অথচ সেকুলারদের অভিযোগ- ভোট বাড়াতে এর্দোয়ান ইসলামকে ব্যবহার করছেন৷ ছবিঘরে বিস্তারিত...
ছবি: Präsidialamt für Kommunikation/Iletisim Baskanligi
এর্দোয়ানের একে পার্টি এবং ইসলাম ধর্ম
তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ানের রাজনৈতিক দলের নাম জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একে পার্টি) হলেও দলটির বিরুদ্ধে ধর্মভিত্তিক রাজনীতিতে সম্পৃক্ততার অভিযোগটা পুরোনো৷
ছবি: Adem Altan/AFP/Getty Images
গির্জা থেকে আবার মসজিদ
এর্দোয়ানের বিরুদ্ধে ইসলাম ধর্মকে রাজনৈতি উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ বড় হয়ে ওঠে ২০০০ সালে৷ এক সময়ের গির্জা আয়া সোফিয়াকে ১৪৫৩ সালে দখল করে অটোমান সাম্রাজ্য৷ পরবর্তীতে তা মসজিদ এবং তারপর জাদুঘরে রূপান্তর করা হয়৷ তুরস্কে মুসলমান-খ্রিষ্টান ঐক্যের প্রতীক হয়ে ওঠা স্থাপনাটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের মর্যাদাও পেয়েছিল৷ কিন্তু আদালতের রায়ে তা আবার মসজিদ হলে জুম্মার নামাজ পড়ে তার উদ্বোধন করেন এর্দোয়ান৷
সাম্প্রতিক সময়ে তুরস্কের বাইরেও এর্দোয়ানের সঙ্গে দেখা যাচ্ছে মূলত ধর্মীয় নেতা আলী এরবাসকে৷ আয়া সোফিয়ায় ৯০ বছর পর যেদিন প্রথম নামাজ হলো, সেদিন খুতবা পড়িয়েছিলেন তিনি৷ সেই থেকে গুরুত্বপূর্ণ কোনো সরকারি ভবন উদ্বোধন করা হলেই দেখা যায় তাকে৷
ছবি: Murad Sezer/REUTERS
আদালতের উদ্বোধনে আলী এরবাস
চলতি মাসে আঙ্কারায় একটি নতুন আদালত ভবনের উদ্বোধন করেন এর্দোয়ান৷ আলী এরবাসকে দিয়ে ইসলাম ধর্ম মোতাবেক বিশেষ দোয়া পাঠ করানোর কারণে আবার শুরু হয় সমালোচনা৷ তুরস্কের ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদরা বলছেন, এর মাধ্যমে ধর্মনিরপেক্ষ সংবিধানের চরম অমর্যাদা হয়েছে৷ তারা মনে করেন, ধর্মনিরপেক্ষ দেশে কোনো বিশেষ ধর্মাবলম্বীরা সংখ্যায় বেশি হলেও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় শুধু সেই ধর্মের অস্তিত্ব তুলে ধরা উচিত নয়৷
ছবি: Murat Cetinmuhurdar/Presidential Press Office/REUTERS
যুক্তরাষ্ট্রেও আলী এরবাস
সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সুউচ্চ এক ভবনের উদ্বোধন করেন এর্দোয়ান৷ নিউইয়র্কে বসবাসরত তুর্কি কূটনীতিকদের জন্য নির্মাণ করা ভবনটির উদ্বোধনেও নতুন কিছু দেখা যায়নি৷ সেখানেও হাজির ছিলেন আলী এরবাস৷ সেখানেও তার নেতৃত্বে ইসলাম ধর্মমতে দোয়া-দরুদ পড়েই শুভ উদ্বোধন হয় ভবনটির৷
ছবি: Murat Cetinmuhurdar/Presidential Press Office/REUTERS
ভোটের আগে ধর্মের রাজনীতি?
বিরোধীদের অভিযোগ- ২০২৩ সালের নির্বাচনে ভোট বাড়াতেই ইসলাম ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন এর্দোয়ান৷ সম্প্রতি ধর্ম বিষয়ক জাতীয় পরিষদ দিয়ানেটকে ঘিরেও এমন অভিযোগ উঠেছে৷ দিয়ানেটের নিজস্ব টেলিভিশন চ্যানেলে ৩০ জন কর্মীকে নিয়োগ দেয়া হয়েছে৷ বলা হচ্ছে, দিয়ানেটের বাজেট তুরস্কের অনেক মন্ত্রণালয়ের চেয়েও বেশি৷ তারপরও আগামী বছর প্রতিষ্ঠানটির বাজেট বাড়িয়ে ১.৮৬ বিলিয়ন করার ঘোষণা দিয়েছেন এর্দোয়ান৷
ছবি: Präsidialamt für Kommunikation/Iletisim Baskanligi
বাড়ছে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ
তুরস্কের ধর্মনিরপেক্ষ রাজনীতিবিদরা সাম্প্রতিক সমীক্ষার তথ্য উল্লেখ করে বলছেন, এর্দোয়ান বিশেষ করে সুন্নি মুসলমানদের ভোট টানতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ‘ইমাম হাতিপ’ স্কুল ও মসজিদের সংখ্যাও বাড়াচ্ছেন৷ গত এক দশকে তুরস্কে মসজিদের সংখ্যা শতকরা দশভাগ বেড়েছে৷
ছবি: Muhammed Enes Yildirim/AA/Getty Images
১০০ বছর আগের ছবিতে এর্দোয়ানের জবাব
রাজনৈতিক উদ্দেশ্যে ইসলাম ধর্মকে ব্যবহারের অভিযোগ সরাসরি অস্বীকার করেননি রেচেপ তাইয়িপ এর্দোয়ান৷ বরং তার কার্যালয় থেকে ১০০ বছর আগের একটি ছবি শেয়ার করা হয়েছে৷ সেই ছবিতে দেখা যাচ্ছে, নতুন পার্লামেন্ট ভবনের বাইরে ধর্মীয় নেতাদের সঙ্গে নামাজ পড়ছেন ‘আধুনিক তুরস্কের জনক’ মোস্তফা কামাল আতাতুর্ক৷ ওপরের ছবিতে এর্দোয়ান ও তার স্ত্রী এমিনে৷
ছবি: picture-alliance/dpa/A. Unal
8 ছবি1 | 8
এর্দোয়ানের অভিযোগ, অ্যামেরিকাকে এক দশমিক চার বিলিয়ন মার্কিন ডলার দিয়েছিল তুরস্ক। বিনিময়ে অ্যামেরিকার এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার কথা ছিল তুরস্ককে। কিন্তু অ্যামেরিকা তা দেয়নি। ফলে বাধ্য হয়েই রাশিয়ার কাছ থেকে এস-৪০০ মিসাইল কেনে তুরস্ক।
তুরস্ক রাশিয়ার মিসাইল কেনার পরে ক্ষোভ প্রকাশ করে অ্যামেরিকা। ন্যাটোর মধ্যে থেকে এ কাজ করা যাবে না বলে সরব হয় মার্কিন প্রশাসন। তুরস্কের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞাও জারি করা হয়। ন্যাটোও এর্দোয়ানকে ওয়ার্নিং দেয়। কিন্তু তাতেও নিজের অবস্থান থেকে সরেননি তুরস্কের প্রেসিডেন্ট। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তুরস্কের নিজের প্রতিরক্ষা গড়ে তোলার অধিকার আছে। সেখানে অন্য দেশের হস্তক্ষেপ তারা মেনে নেবে না। সে কারণেই রাশিয়ার কাছ থেকে মিসাইল কেনা হয়েছিল এবং ভবিষ্যতে আরো কেনা হবে।
মার্কিন সফরে এসে একটি বিষয় স্পষ্ট করে দিয়েছেন এর্দোয়ান। জো বাইডেনের সঙ্গে তার সম্পর্ক ভালো হওয়ার কোনো সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন না। কারণ, বাইডেন তুরস্কের প্রতি অবস্থান বদলাননি।