1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো ২৮০ রোহিঙ্গা ভাসানচরে

৮ মে ২০২০

শুক্রবার ২৮০ জন রোহিঙ্গাকে ভাসানচরে পাঠিয়েছে বাংলাদেশ৷ তাদেরকে সমুদ্রে ভাসমান নৌকা থেকে উদ্ধার করা হয়েছিল বলে জানা গেছে৷

Myanmar Rohingya gehen nach wochenlanger Irrfahrt an Land
ফাইল ফটোছবি: picture-alliance/AP Photo/S. Rubel

স্থানীয় সরকারি কর্মকর্তা রেজাউল করিমের বরাত দিয়ে বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, নৌবাহিনী ২৮০ জনকে বহনকারী নৌকাটি উদ্ধার করে৷ নারী, শিশুসহ তাদের সবাইকেই ভাসানচরে স্থানান্তর করা হয়েছে৷ তিনি বলেন, ‘‘করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে দুই সপ্তাহের জন্য তাদেরকে কোয়ারান্টিনে রাখা হবে৷’’ 

এদিকে তাদের উদ্ধারকারী নৌবাহিনী দলের এক সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন সমুদ্রে ভাসমান রোহিঙ্গারা ক্ষুধার্ত ছিল৷ তারা তাদেরকে খাদ্য এবং পানি সরবরাহ করেছেন৷ ‘‘এখন তাদেরকে ১৪ দিন হোম কোয়ারান্টিনে রাখার পরিকল্পনা নেয়া হয়েছে৷ পরবর্তী সিদ্ধান্ত সরকার নিবে,’’ জানিয়েছেন তিনি৷ 

এর আগে গত দুই এপ্রিল ২৯ জন রোহিঙ্গাকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর তীরবর্তী নুনিয়াছড়া প্যারাবন থেকে উদ্ধার করে পুলিশ৷ তাদের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে সাগর পথে ট্রলারে করে মালয়েশিয়া নেওয়ার কথা বলে কক্সবাজার নুনিয়াছড়া এলাকায় নামিয়ে দেয় দালাল চক্র৷ উদ্ধারের পর তাদেরকেও নৌবাহিনীর কোস্টগার্ডের সহায়তায় ভাসানচরে পাঠানো হয়৷  

সেই সময় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান ডয়চে ভেলেকে জানান, ‘‘সরকারের নির্দেশনা হলো ক্যাম্পের বাইরে যাদেরই ডিটেক্ট করা হবে তাদেরই ভাসানচরে পাঠানো হবে৷ সেোখানে তারা সরকারি ব্যবস্থাপনায়ই থাকবে৷ সংখ্যা বাড়লে তখন আমরা আন্তর্জাতিক সংস্থার সাথে কথা বলব৷’’

রোহিঙ্গাদের জন্য দুর্বল দ্বীপে সবল অবকাঠামো

08:13

This browser does not support the video element.

উল্লেখ্য, রোহিঙ্গাদের পুনর্বাসনে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার দ্বীপ ভাসানচরে সরকার দুই হাজার ৩১২ কোটি টাকার একটি প্রকল্প বাস্তবায়ন করছে৷ নৌবাহিনীর তত্ত্বাবধানে এরইমধ্যে সেখানে অনেক স্থাপনা গড়ে উঠেছে৷ নির্মাণ করা হয়েছে এক হাজার ৪৪০টি একতলা ভবন ও ১২০টি চারতলা আশ্রয়কেন্দ্র৷ 

তবে শুরু থেকেই রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর ব্যাপারে আন্তর্জাতিক সংস্থাগুলো বিরোধিতা করে আসছিল৷ এক পর্যায়ে রোহিঙ্গাদের সেখানে পাঠানোর পরিকল্পনা বাদ দেয় সরকার৷ তবে সাগর থেকে উদ্ধারকৃতদের এখন সেখানে পাঠানো শুরু করেছে সরকার৷ 

কয়েক সপ্তাহ আগে পাচারকারীদের সহায়তায় সমুদ্রপথে মালয়েশিয়া পৌছানোর চেষ্টা করে প্রায় ৫০০ রোহিঙ্গা৷ তাদেরকে আশ্রয় দিতে অস্বিকৃতি জানিয়েছিল মালয়েশিয়া ও থাইল্যান্ডের সরকার৷ 
এফএস/এসিবি (রয়টার্স, ডিপিএ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ