1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে আরো ৩ জঙ্গি আস্তানার সন্ধান

২৯ মার্চ ২০১৭

সিলেটের পর মৌলভী বাজার ও কুমিল্লায় তিনটি জঙ্গি আস্তানার সন্ধান পাওয়া গেছে৷ কুমিল্লার আস্তানায় বিস্ফোরক নিয়ে অবস্থান করছে এক জঙ্গি৷ আর মৌলভী বাজারে আস্তানা দু'টির ভিতর থেকে বিস্ফোরণ ও গুলির শব্দ পাওয়া গেছে৷

Bangladesch Polizei gerät unter Beschuss
ছবি: bdnews24.com

পুলিশ জানিয়েছে, এই দুই আস্তানায় কমপক্ষে ১০ জন জঙ্গি আছে৷ এই দু'টি আস্তানার একটি মৌলভী বাজার পৌরসভার বড়হাট এলাকার একটি দোতলা বাড়ি৷ অন্যটি মৌলভী বাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার নাসিরপুর গ্রামের দেয়াল ঘেরা একটি একতলা ভবন৷ দু'টি বাড়িরই মালিক লন্ডন প্রবাসী সাইফুর রহমান৷ তিনমাস আগে ব্যবসায়ী পরিচয়ে শহরের বাড়িটি ভাড়া নেওয়া হয়৷ এরপর কেয়ারটেকারের মাধ্যমে ভাড়া নেওয়া হয় গ্রামের বাড়িটিও৷ ইতিমধ্যে বাড়ি দু'টির মালিক সাইফুর রহমানের শ্যালক মিজানুর রহমানকে আটক করেছে পুলিশ৷ এছাড়া বাড়ি দু'টির আশপাশ থেকে ১১ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে৷

মৌলভী বাজারের ঘটনাস্থলে অবস্থানরত সাংবাদিক নুরুজ্জামান লাবু ডয়চে ভেলেকে জানান, ‘‘দু'টি বাড়িতে ঠিক কখন অভিযোন চালানো হবে, তা জানা যায়নি৷ তবে অভিযানের প্রস্তুতির অংশ হিসেবে ঢাকা থেকে পুলিশের বিশেষ টিম পৌঁছেছে৷’’

শেষ পাওয়া খবর অনুযায়ী, সন্ধ্যায় একটি বাড়িতে অভিযান শুরু হয়েছে৷

‘সন্ধ্যায় একটি বাড়িতে অভিযান শুরু হয়েছে’

This browser does not support the audio element.

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘‘প্রয়োজন হলে অভিযানে সেনাবাহিনী অংশ নেবে৷ আমার কাছে যা তথ্য রয়েছে, তাতে দু'টি আস্তানায় ১০-১২ জন জঙ্গি থাকতে পারে৷’’

মঙ্গলবার গভীর রাত থেকেই পুলিশ এই বাড়ি দু'টি ঘিরে রাখে৷ কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)-এর এডিসি মো. সাইফুল ইসলাম সংবাদমাধ্যমকে জানান, ‘‘মঙ্গলবার রাতে আমরা আমাদের তথ্যের ভিত্তিতে শহরের বাড়িটি ঘেরাও করি৷ এরপর নাসিরপুর গ্রামের আস্তানা ঘেরাও করতে গেলে ভিতর থেকে গ্রেনেড ছুড়ে মারা হয়৷ তখন আমরাও পাল্টা গুলি ছুড়ি৷'' তিনি জানান, ‘‘দু'টি আস্তানায় প্রচুর বিস্ফোরক ও বোমা আছে বলে ধারণা করছি আমরা৷’’

সাংবাদিক নুরুজ্জামান লাবু জানান, ‘‘পুলিশকে নাসিরপুর গ্রামের আস্তানার খবর দেয় ঐ বাড়ি কেয়ারটেকার জুয়েল মিয়া৷ শহরের বাড়িতে পুলিশের ঘেরাওয়ের খবর পেয়ে সে পুলিশকে এই বাড়ির খবরও জানায়৷’’

কুমিল্লায় জঙ্গি আস্তানা

কুমিল্লার কোটবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে অন্য বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ৷ বাড়িটিতে প্রচুর বিস্ফোরকসহ একজন জঙ্গি রয়েছে বলে কুমিল্লার অ্যাডিশনাল পুলিশ সুপার তানভীর সালেহীন ইমন সংবাদমাধ্যমেকে জানিয়েছেন৷

পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে৷ তবে বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন৷ তাই প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জানান, সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণের আগে জঙ্গি আস্তানায় কোনো ধরনের অভিযান চালানো হবে না৷ তিনি বলেন, প্রয়োজন হলে ভোট শেষ হওয়ার পর এখানে অভিযান চালানো হবে৷

‘জঙ্গি নির্মূল করার জন্য মিলিটারি সল্যুউশন দিয়ে হবেনা’

This browser does not support the audio element.

এর আগে গত বৃহস্পতিবার থেকে টানা চারদিন সিলেটের জঙ্গি আস্তানা শিববাড়ির আতিয়া মহলে অভিযান চালানো হয়৷ ঐ অভিযানে এক নারীসহ চারজন জঙ্গি নিহত হয়৷ কিন্তু অভিযানের দ্বিতীয় দিন সন্ধ্যার পর আস্তানার কাছেই আবারো বোমা হামলা হলে দুই পুলিশ কর্মকর্তাসহ ছ'জন নিহত হন৷

সিলেটের এই জঙ্গি আস্তানার ঘটনার আগে ঢাকা মহানগরীতে এক সপ্তাহের ব্যবধানে তিনটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটে৷ ১৭ মার্চ আশকোনায় র‌্যাবের নির্মানাধীন সদর দপ্তরে, ১৮ মার্চ খিলগাঁওয়ে র‌্যাবের চেকপোস্টে এবং ২৪ মার্চ এয়ারপোর্টের সামনে পুলিশ বক্সের কাছে৷ শেষের ঘটনাটি ঘটে সিলেটের ঘটনা শুরুর ১২ ঘণ্টা পরে৷ আর সিলেটের ঘটনা চলমান অবস্থায় ঘটে ঢাকার বিমানবন্দরের ঘটনাটা৷

এই পরিস্থিতির ব্যাখ্যা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞানের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘হোলি আর্টিজানের হামলার পর আইন-শৃঙ্খলা বাহিনী বেশ কিছু জঙ্গিবিরোধী অভিযান পরিচালনা করেছে৷ অনেক জঙ্গি নিহতও হয়েছে৷ কিন্তু তাদের তৎপরতা কমছে না৷ কারণ নতুন নতুন জঙ্গির সৃষ্টি হচ্ছে৷ জঙ্গি নির্মূল করার জন্য ‘মিলিটারি সলিউশন' দিয়ে হবে না৷ এর মূলে কাজ করতে হবে৷ সামাজিকভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করতে হবে৷’’

তাঁর কথায়, ‘‘জঙ্গিদের হত্যা করে জঙ্গি দমন পুরোপুরি সম্ভব নয়৷ এর জন্য জঙ্গিবাদকে পরাজিত করতে হবে৷’’

প্রিয় পাঠক, আপনি কিছু বলতে চাইলে লিখুন নীচে মন্তব্যের ঘরে...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ