বাংলাদেশে আরো তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২০৷ নতুন আক্রান্ত একজনের অবস্থা আশঙ্কাজনক।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান৷ ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী, তার বয়স ৩৮ বছর। দুজন পুরুষের মধ্যে একজনের বয়স ৩০-এর বেশি, অন্যজনের বয়স ৭০-এর বেশি।
আক্রান্ত সত্তরোর্ধ্ব ব্যক্তি ''ক্রিটিক্যাল কনডিশনে' আছেন। তার 'কোমরবিডিটি' (অন্যান্য স্বাস্থ্য জটিলতা) আছে'' এবং তিনি আইসিইউতে আছেন বলে জানান নাসিমা সুলতানা।
''নতুন আক্রান্ত ত্রিশোর্ধ্ব পুরুষ রোগী সম্প্রতি ইটালি ও জার্মানি ভ্রমণ করেছেন৷ বাকি দুজন অন্যদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন৷ আক্রান্ত নারী ইটালিফেরত একজনের সংস্পর্শে এসেছিলেন।''
ফিরছেন নাগরিকরা, আবারও বাড়ছে এশিয়ার ঝুঁকি
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইউরোপকে করোনা ভাইরাসের বর্তমান এপিসেন্টার ঘোষণা করেছে৷ এশিয়ার দেশগুলোর নাগরিকরা দলে দলে ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্য থেকে ফিরছেন৷ এশিয়া তাই নতুন করে ভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকিতে৷
ছবি: bdnews24.com
লড়াইয়ে সফল যারা
চীনের উহান থেকে ছড়িয়ে পড়ার পর সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়া হংকং, সিঙ্গাপুর ও তাইওয়ান করোনা ভাইরাস ঝড় অনেকটাই সামলে উঠেছে৷ সেখানে প্রতিদিনই নতুন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা কমছে৷
ছবি: picture-alliance/Xinhua/S. Bohan
আবারও বাজছে বিপদের ঘণ্টা
সম্প্রতি চীনে নতুন সংক্রমণ এবং মৃত্যু দুই আবার বাড়তে শুরু করেছে৷ হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম বলেন, ‘‘কয়েকটি দেশে করোনা ভাইরাস রীতিমত বিস্ফোরণ আকারে ছড়িয়েছে৷ যদি আমরা কিছু কঠোর ব্যবস্থা গ্রহণ না করি তবে হয়তো গত দুই মাসে আমরা যে লড়াই করেছি তা ভেস্তে যাবে৷’’
ছবি: picture-alliance/AP Photo/A. Ibrahim
ভাইরাস নিয়ে ফিরছেন বাসিন্দারা
চীনে সোমবার নতুন করে ২১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়৷ তাদের মধ্যে ২০ জনই বিদেশ থেকে ফিরেছেন এবং বেশিরভাগই দেশটির নাগরিক৷
ছবি: Getty Images/AFP/Str
হংকং-তাইওয়ানেও একই অবস্থা
হংকংয়ে গত দুই সপ্তাহে যে কয়জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে তারা সবাই বিদেশ থেকে ফিরেছেন৷ তাইওয়ানে মঙ্গলবার পর্যন্ত নতুন পাওয়া আক্রান্তদের সবাইও বিদেশ ফেরত৷
ছবি: picture-alliance/Photoshot
সিঙ্গাপুরে একদিনে সর্বোচ্চ সংক্রমণ
সিঙ্গাপুরে সোমবার নতুন করে ১৭ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে৷ যাদের ১১ জনই বিদেশ থেকে ফিরেছেন৷ দক্ষিণ কোরিয়ার নতুন শনাক্ত ৪৪ জনের বেশিরভাগই ভ্রমণে ছিলেন৷
ছবি: DW/L. Yunzhong
আতঙ্কে ইউরোপ ছাড়ছেন অনেকে
এশিয়ার বিভিন্ন দেশ থেকে বৈধ-অবৈধ পথে স্থায়ী বা অস্থায়ীভাবে ইউরোপে বিশেষ করে ইটালিতে বসবাস করা লোকজন আতঙ্কে যে যেভাবে পারছেন ইউরোপ ছাড়ছেন৷ অনেক বাংলাদেশিও ইটালি থেকে ফিরেছেন৷
ছবি: bdnews24.com
বাংলাদেশেও প্রথম রোগী বিদেশ ফেরত
বাংলাদেশেও করোনা আক্রান্ত প্রথম তিন জনের দুই জন ইটালি থেকে সম্প্রতি দেশে ফিরেছেন৷ তাদের মাধ্যমে অন্য একজন করোনায় আক্রান্ত হন৷ এখন পর্যন্ত দেশটিতে ১০ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে৷ যাদের সবাই হয় বিদেশ থেকে ফিরেছেন বা বিদেশ ফেরত কারো সংস্পর্শে এসেছেন৷
ছবি: bdnews24.com
7 ছবি1 | 7
আক্রান্তের সংখ্যা বাড়লেও গত ২৪ ঘণ্টায় নতুন কারো মৃত্যুর খবর আসেনি; এ পর্যন্ত বাংলাদেশে করোনায় সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ আক্রান্ত সন্দেহে ল্যাবরেটরি পরীক্ষার জন্য আইসোলেশনে রাখা হয়েছে ৩০ জনকে। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬ জনের। এছাড়া এ সময়ে ৪৪ জন বিদেশফেরত ব্যক্তিকে কর্তৃপক্ষের নজরদারিতে কোয়ারান্টিনে নেওয়া হয়েছে।