1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো ৩ জন আক্রান্ত, একজনের অবস্থা আশঙ্কাজনক

২০ মার্চ ২০২০

বাংলাদেশে আরো তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷ এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা হলো ২০৷ নতুন আক্রান্ত একজনের অবস্থা আশঙ্কাজনক।

Bangladesch Dhaka Coronavirus
ছবি: DW/S. Hossain

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার আইইডিসিআরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান৷  ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানায়, নতুন আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী, তার বয়স ৩৮ বছর। দুজন পুরুষের মধ্যে একজনের বয়স ৩০-এর বেশি, অন্যজনের বয়স ৭০-এর বেশি। 

আক্রান্ত সত্তরোর্ধ্ব ব্যক্তি ''ক্রিটিক্যাল কনডিশনে' আছেন। তার 'কোমরবিডিটি' (অন্যান্য স্বাস্থ্য জটিলতা) আছে'' এবং তিনি আইসিইউতে আছেন বলে জানান নাসিমা সুলতানা।

''নতুন আক্রান্ত ত্রিশোর্ধ্ব পুরুষ রোগী সম্প্রতি ইটালি ও জার্মানি ভ্রমণ করেছেন৷ বাকি দুজন অন্যদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন৷ আক্রান্ত নারী ইটালিফেরত একজনের সংস্পর্শে এসেছিলেন।''

আক্রান্তের সংখ্যা বাড়লেও গত ২৪ ঘণ্টায় নতুন কারো মৃত্যুর খবর আসেনি; এ পর্যন্ত বাংলাদেশে করোনায় সংক্রমিত হয়ে একজনের মৃত্যু হয়েছে।  তবে গত ২৪ ঘণ্টায় কভিড-১৯ আক্রান্ত সন্দেহে ল্যাবরেটরি পরীক্ষার জন্য আইসোলেশনে রাখা হয়েছে ৩০ জনকে। পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৬ জনের। এছাড়া এ সময়ে ৪৪ জন বিদেশফেরত ব্যক্তিকে  কর্তৃপক্ষের নজরদারিতে কোয়ারান্টিনে নেওয়া হয়েছে।

এসএনএল/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ