1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আরো ৪৫ জনের মৃত্যু

১৯ জুন ২০২০

কোভিড-১৯ এ আক্রান্তদের সুস্থতার হার সামান্য বাড়লেও মৃত্যুর মিছিল দিন দিন লম্বা হচ্ছে৷ গত ২৪ ঘণ্টায় আরো  ৪৫ জন মারা গেছেন৷ মোট মৃত্যু এক হাজার ৩৮৮ জন৷

Bangladesch Dhaka | Coronavirus | Krankenwagen, Desinfektion
ছবি: Reuters/M.P. Hossain

সারাদেশ থেকে এদিন ১৬ হাজার ৩২৭টি নমুনা সংগ্রহ করা হয়৷ তার মধ্যে ১৫ হাজার ৪৫টি নমুনা পরীক্ষা করে আরো তিন হাজার ২৪৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে৷

বাংলাদেশে গতকালই মোট আক্রান্ত এক লাখ ছাড়িয়েছে৷ এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন রোগী নিয়ে বিশ্বে মোট আক্রান্তের তালিকায় এখন সপ্তদশ অবস্থানে আছে বাংলাদেশ৷

এদিন দেশে আরো দুই হাজার ৭৮১ জন সুস্থ হয়েছেন৷ মোট সুস্থ ৪২ হাজার ৯৪৫ জন৷ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৯ শতাংশ৷

স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বুলেটিনে শুক্রবার এসব তথ্য তুলে ধরা হয়৷

এদিন মারা যাওয়াদের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১৩ জন নারী৷ সবচেয়ে বেশি মারা গেছে ঢাকা বিভাগে, ২১ জন এবং চট্টগ্রাম বিভাগে ১৬ জন৷

দেশে শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩২ শতাংশ৷

কামাল লোহানী আক্রান্ত:

শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক কামাল লোহানী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

কামাল লোহানীর মেয়ে বন্যা লোহানী জানান, ফুসফুস ও কিডনি জটিলতা নিয়ে তার বাবাকে পান্থপথের হেলথ অ্যান্ড হোপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়৷ ‘‘সেখানে নমুনা পরীক্ষায় বাবার করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে৷’’

৮৬ বছর বয়সি কামাল লোহানী ফুসফুস ও কিডনি জটিলতার পাশাপাশি হৃদরোগ ও ডায়াবেটিসের সমস্যাতেও ভুগছেন দীর্ঘদিন ধরে৷

এসএনএল/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ