1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্জেন্টিনাকে কাঁদিয়ে জার্মানির স্বপ্নপূরণ

১৪ জুলাই ২০১৪

২৪ বছর পর স্বপ্নপূরণ হলো জার্মানির৷ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতলো ইওয়াখিম ল্যোভের ছেলেরা৷ ১১৩ মিনিটের সময় একমাত্র গোলটি করেন মারিও গ্যোটৎসে৷

Fußball WM 2014 Brasilien Deutsche Fußballnationalmannschaft mit Angela Merkel und Joachim Gauck
ছবি: Reuters

অভিজ্ঞ মিরোস্লাভ ক্লোজের উপর ভরসা রেখে ৮৮ মিনিট পর্যন্ত তাঁকে মাঠে রেখেছিলেন ল্যোভ৷ এরপর তাঁর বদলে মাঠে পাঠান বায়ার্নের গ্যোটৎসেকে৷ শেষ পর্যন্ত তিনিই জার্মানদের মুখে হাসি ফোটালেন৷ শ্যুর্লের কাছ থেকে পাওয়া পাস বুকে ঠেকিয়ে নিয়ে সেই বল পাঠিয়ে দেন আর্জেন্টিনার জালে৷

এর আগে আর্জেন্টিনার পক্ষে গোলের সহজ সুযোগ মিস করেন হিগুয়াইন, পালাসিও আর মেসি৷ ২০ মিনিটের সময় জার্মানির টোনি ক্রোসের হেড থেকে বল পেয়ে যান হিগুয়াইন৷ সেসময় তাঁর সামনে ছিলেন শুধু জার্মান গোলরক্ষক নয়ার৷ কিন্তু তারপরও গোল করতে ব্যর্থ হন হিগুয়াইন৷ এরপর ৩০ মিনিটের সময় লাভেজ্জির ক্রস থেকে বল পেয়ে গোল করলেও হিগুয়াইন ছিলেন অফসাইডে৷

গ্যোটৎসের বিশ্ব জয় করা সেই গোলছবি: Reuters

এরপর সুযোগ আসে জার্মানির৷ ৪৬ মিনিটের সময় কর্নার থেকে পাওয়া বলে হেড করে হ্যোভেডেজ৷ কিন্তু বারে লেগে সেটা ফিরে আসে৷

টিমওয়ার্ক

জার্মান দলে সে অর্থে কোনো তারকা ফুটবলার নেই৷ কিন্তু তাঁদের আছে একটা ভালো টিম৷ এবং সেটাই তাঁদের সাফল্যের কারণ৷ ম্যাচ শেষে সেটাই বললেন জার্মান অধিনায়ক ফিলিপ লাম৷ তিনি বলেন, ‘‘আমরা যা অর্জন করেছি সেটা অবিশ্বাস্য৷ আমাদের কোনো একক সেরা খেলোয়াড় আছে কীনা সেটা কোনো বিষয় নয়৷ আমাদের আছে একটা সেরা দল৷’’ অধিনায়কের সঙ্গে একই সুরে কথা বললেন গোলরক্ষক নয়ারও৷ তিনি বলেন, ‘‘দলের যারা খেলার সুযোগ পাননি তাঁরাও দলের সঙ্গে একাত্ম হয়ে ছিলেন৷ সেই টিমস্পিরিটই আমাদের জিতিয়েছে৷’’

ব্যর্থ মেসি

লিওনেল মেসির সামনে সুযোগ ছিল মারাদোনার পর্যায়ে নিজেকে নিয়ে যাওয়ার৷ কিন্তু ফাইনালে যেন তাঁকে খুঁজেই পাওয়া যায়নি৷ গোল করার মতো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি৷ তবে সান্ত্বনা হিসেবে বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের খেতাবটি অবশ্য জিতেছেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার৷

সাবেলার দুঃখ

তৃতীয়বারের মতো দেশকে বিশ্বকাপ এনে দিতে না পারলেও নিজের ছেলেদের খেলায় খুশি সাবেলা৷ ম্যাচ শেষে তিনি বলেন, ‘‘শিরোপা জিততে না পারায় দুঃখ লাগছে৷ তবে আমি আমার দলের জন্য গর্বিত৷ ছেলেরা দারুণ খেলেছে৷’’ মিডফিল্ডার মাসকেরানো বলেছেন, ‘‘এই দুঃখ আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে৷ আমরা আর্জেন্টিনাকে আবারও শিরোপা এনে দিতে চেয়েছিলাম৷’’

অবশেষে ল্যোভের সাফল্য

প্রথমবারের মতো শিরোপা জিতলেন জার্মান কোচ ল্যোভ৷ ২০০৬ সালে ক্লিন্সমানের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর ২০০৮ সালের ইউরো চ্যাম্পিয়নশীপ, ২০১০ সালের বিশ্বকাপ আর ২০১২ সালের ইউরো চ্যাম্পিয়নশীপে সেমিফাইনালে তুলেছিলেন জার্মানিকে৷ কিন্তু শিরোপার দেখা পাচ্ছিলেন না তিনি৷ এবার তাই শিরোপা জেতার একটা চাপ ছিল তাঁর ওপর৷

এর আগে আরও দুবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল জার্মানি আর আর্জেন্টিনা৷ ১৯৮৬ সালে জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা৷ এর চার বছর পর ফল উল্টে দিয়ে বিশ্বকাপ জেতে জার্মানি৷

জেডএইচ/এআই (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ