ফেসবুকে এভাবেই লিখেছেন সবাক পাখি৷ রবিবার বিশ্বকাপে আর্জেন্টিনা আর বসনিয়ার মধ্যকার খেলা দেখার পর তিনি কয়েকটি মন্তব্য করেন৷ একই খেলা নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ব্যবহারকারীরা অনেক রকম কথা বলছেন৷
বিজ্ঞাপন
শুধু সাফ ফুটবলে অন্তর্ভুক্তির দাবি নয়, সবাক পাখি লিখেছেন, ‘‘আর্জেন্টিনা আজ যেভাবে খেলেছে এভাবে খেলতে পারলে বাংলাদেশ প্রিমিয়ার লিগ জিততে খুব একটা বেগ পেতে হবে না, শুধু শেখ জামালকে একটু সামলে নিলেই হবে৷''
বাংলাদেশে সমর্থকদের একটা বড় অংশ আর্জেন্টিনার ভক্ত৷ তবে রবিবার রাতে প্রিয় দলের খেলা অনেক আর্জেন্টাইন সমর্থককেই হতাশ করেছে৷ সেটা বোঝা যায় ‘আর্জেন্টিনা সাপোর্টার বাংলাদেশ' শীর্ষক ফেসবুক পেজে গেলে৷ সেখানে খেলা সম্পর্কে সকলের মন্তব্য জানতে চাওয়া হলে কামরুল হাসান জিসান লেখেন, ‘‘মোটামুটি৷ তবে ব্রাজিলের থেকে অনেক বেটার খেলেছে৷'' মায়াবী লিখেছেন, ‘‘আরো গোল করার কথা৷ কিছু গোল করার সুযোগ পেয়েও তারা হারাইছে, বসনিয়া না হয়ে জার্মানি খেললে আর্জেন্টিনাকে তার চরম মূল্য দিতে হতো৷ সবচেয়ে বড় ব্যাপার আর্জেন্টাইন গোলকিপার খুব খারাপ, ...নীচ দিয়া বল জায়গা ধরতে পারে না৷'' তবে আরেফিন বিন সিয়াম জিততে পেরেই খুশি৷ তিনি লিখেছেন, ‘‘জিতেছি আর পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে খেলা শেষ করেছি৷'' নীরব হাসান দিয়েছেন পরামর্শ, ‘‘আমি মনে করি আর্জেন্টিনার গোলকিপারকে আর উন্নত করতে হবে৷ ডিফেন্ডার আর অল্প শক্ত করতে হবে৷''
বাঙালির বিশ্বকাপ উন্মাদনা
ফিফার সর্বশেষ ব়্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান অনেক নীচে৷ তবে খেলার মান নিয়ে করা এই তালিকার পাশাপাশি যদি খেলা সমর্থন নিয়ে একটি তালিকা করা যেত, তাহলে বোধ হয় বাংলাদেশের নাম ওপরের দিকেই থাকতো৷
ছবি: DW/M. Mamun
প্রিয় দল বলে কথা!
বিশ্বকাপ ফুটবল শুরুর বাকি আরও কিছুদিন৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ফুটবল ভক্ত মাথায় চুল কেটে ব্রাজিলের পতাকা একেঁছেন৷
ছবি: DW/M. Mamun
শোভাযাত্রা
ফুটবল বিশ্বকাপ শুরুর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি শোভাযাত্রা বের করেন ফুটবল প্রেমীরা৷ আর্জেন্টিনা এবং ব্রাজিলের দীর্ঘ পতাকা নিয়ে এ শোভাযাত্রায় কিশোর এবং তরুণদেরই অংশগ্রহণ ছিল৷
ছবি: DW/M. Mamun
আয় বাড়িয়েছে বিশ্বকাপ
ঢাকার বকশীবাজারে সড়কের পাশে কাপড়ে ব্রাজিলের পতাকায় আঁকছেন শিল্পী মনির৷ এমনিতে ঢাকায় ডিজিটাল ব্যানারের প্রচলন বাড়ার সঙ্গে সঙ্গে কাজ কমে গিয়েছিল এই শিল্পীর৷ তবে বিশ্বকাপের আমেজ শুরু হবার পর থেকে তাঁর আয় বেড়েছে৷ সকাল-সন্ধ্যা এখন তিনি পতাকা আঁকায় ব্যস্ত৷
ছবি: DW/M. Mamun
আয়ের হিসাব
ঢাকার বকশীবাজারে বিশাল আকৃতির আর্জেন্টিনার পতাকায় আঁকছেন শিল্পীরা৷ প্রায় ১০০ ফুট আকারের একটি পতাকায় কাজ করে এঁরা পান ৮০০ থেকে ১,০০০ টাকা৷
ছবি: DW/M. Mamun
সমর্থকদের মধ্যে প্রতিযোগিতা
পুরনো ঢাকার আগাসাদেক সড়কের উপরে পাশাপাশি আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা টাঙিয়েছেন সমর্থকরা৷ বাংলাদেশের সব জায়গাতেই এই দুই দেশের সমর্থকদের মাঝে প্রতিযোগিতা বেশি৷
ছবি: DW/M. Mamun
এত বড় পতাকা!
পুরনো ঢাকার কাজী আলাউদ্দিন সড়কের উপরে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ পতাকা ঝুলিয়েছেন আর্জেন্টিনার সমর্থকরা৷
ছবি: DW/M. Mamun
প্রিয় দলের পতাকা কেনা
গুলিস্তানের ফুটপাথে জার্মানি ও ব্রাজিলের পতাকা কিনছেন দুই বন্ধু ইশতিয়াক ও শিশির৷ মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনলোজি পড়ুয়া ইশতিয়াকের প্রিয় দল জার্মানি আর ঢাকা কলেজের শিক্ষার্থী শিশিরের প্রিয় ব্রাজিল৷
ছবি: DW/M. Mamun
পতাকা বিক্রি
ঢাকার রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন দেশের পতাকা বিক্রি করেন ফরহাদ হোসেন৷ তাঁর কাছে বিশ্বকাপে অংশ নেয়া সব দেশের পতাকা থাকলেও বেশি বিক্রি হয় আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা৷ সারাদিন ঘুরে এতে তাঁর আয় হয় ৮০০-১০০০ টাকা৷
ছবি: DW/M. Mamun
জমজমাট ফুটপাথ
গুলিস্তানের ফুটপাথের দোকানগুলোতে প্রতিটি জার্সি বিক্রি হচ্ছে ১৫০-৪০০ টাকায়৷ এবারের বিশ্বকাপের জার্সি তৈরির দেশগেুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম৷ মান যাচাইয়ে বাদ পড়া এ সব জার্সি মেলে ফুটপাথের দোকানে৷
ছবি: DW/M. Mamun
পতাকা নামিয়ে ফেলার নির্দেশ
বিশ্বকাপ উপলক্ষ্যে দেশের সব জায়গাতেই প্রিয় দেশের পতাকা উড়িয়েছেন ফুটবল প্রেমীরা৷ তবে সম্প্রতি যশোরসহ কয়েকটি জেলার জেলা প্রশাসক ভিনদেশি পতাকা নামিয়ে ফেলার নির্দেশ দিলে ক্ষোভ জন্মায় ভক্তদের মাঝে৷
ছবি: DW/M. Mamun
বাড়ির ছাদে রংয়ের বাহার
ঢাকার আমিনবাজার যেন এক ভিন্ন সাজে সেজেছে বিশ্বকাপ উপলক্ষ্যে৷ এখানকার প্রতিটি বাড়ির ছাদে শোভা পাচ্ছে নানান দেশের পতাকা৷
ছবি: DW/M. Mamun
আছে দেশের পতাকাও
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মহসীন হলের শিক্ষার্থীরা আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকার মাঝে নিজ দেশের লাল সবুজের পতাকাটি উড়াতে ভুলেননি৷
ছবি: DW/M. Mamun
তরুণদের মধ্যেই বেশি উন্মাদনা
বিশ্বকাপ নিয়ে সবচেয়ে বেশি উচ্ছ্বাস তরুণদের মাঝেই৷ বিভিন্ন দেশের জার্সি পরা কয়েকজন তরুণকে দেখা গেল রাজধানী ঢাকার সোহরাওয়ার্দি উদ্যানে৷
ছবি: DW/M. Mamun
13 ছবি1 | 13
এদিকে আর্জেন্টিনার সমর্থক হলেও বসনিয়ার খেলা মন মাতিয়েছে বলে ফেসবুকে লিখেছেন একেএম ওয়াহিদুজ্জামান৷ এছাড়া তিনি এখন পর্যন্ত হওয়া খেলাগুলো দেখে মনে করছেন বিশ্বকাপ এবার ইউরোপেই যাবে৷ হল্যান্ড, জার্মানি অথবা ইটালির কেউ বিশ্বকাপ জিততে পারে বলে মনে হচ্ছে তাঁর৷
আর্জেন্টিনার আরেক সমর্থন মেহতাব হোসেন রাসেল ম্যাচের ফলাফলে খুশি হলেও আর্জেন্টিনার খেলা তাঁকে সুখী করতে পারেনি বলে জানিয়েছেন৷ তাঁর মনে হচ্ছে এই খেলা দিয়ে আর্জেন্টিনার জন্য কোয়ার্টার ফাইনাল পার হওয়াও কঠিন হতে পারে৷ স্পেনকে হারিয়েছে যে নেদারল্যান্ডস টিম তাদের মুখোমুখি হলে আর্জেন্টিনা ৬-০ গোলে হারবে বলেও মনে করেন রাসেল৷
এদিকে সামহয়্যার ইন ব্লগে আব্দুল হালিম মিয়া কেনো আর্জেন্টিনা তাঁর প্রিয় দল সেটা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন৷