1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্জেন্টিনার খবর আছে!

২ জুলাই ২০১৪

ফেসবুকে এমনই মন্তব্য করেছেন কাইমুল হক৷ আর্জেন্টিনা-সুইজারল্যান্ড আর বেলজিয়াম-যুক্তরাষ্ট্রের খেলা দেখার পর এটা তাঁর প্রতিক্রিয়া৷ বিশ্বকাপের মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এমন সব কথাতেই ভরপুর৷

ছবি: Getty Images

কাইমুল লিখেছেন, ‘‘শেষ পর্যন্ত মেসি মেডিসিনেই কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা! একদিন যদি মেডিসিন সাপ্লাই বন্ধ থাকে? ‘গোল পোস্টে শট দিতে হবে' বেলজিয়ামের এই বোধ জাগ্রত হলে আর্জেন্টিনার খবর আছে! বলে অসাধারণ নিয়ন্ত্রণ থাকলেও গোলপোস্টে শট দেয়ার কথা মনে থাকে না বেলজিয়ামের!''

কাইমুল তাঁর আরেকটি স্ট্যাটাসে দ্বিতীয় রাউন্ড হেরে যাওয়া দলগুলো সম্পর্কে লিখেছেন, ‘‘মেক্সিকো, চিলি, আলজেরিয়া এবং সুইজারল্যান্ড আপসেটের স্বপ্ন দেখিয়ে বড় দলগুলোর কাছে টিপিক্যালি হেরে গেলো! সুইজারল্যান্ড বাদে অন্য তিনটি দল আবেগে ভাসিয়েছে ফুটবলপ্রিয়দের৷ ভাগ্য বড়দের পক্ষেই ছিলো!''

এদিকে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড খেলা দেখার পর তাজুল তাজ-এর প্রতিক্রিয়া এরকম, ‘‘আর্জেন্টিনার জন্য একটা শুভ সংকেত আছে৷ তারা মেসি চক্র থেকে বের হয়ে আসছে কিছুটা হলেও৷ বল দখলে অনেক এগিয়ে থাকলেও খুব বেশি ক্লিয়ার চান্স তারা পায়ওনি৷ তবে আর্জেন্টিনার প্রথম চারটা গোল মেসি দিলেও লাস্ট ২টা গোল অন্য কেউ দিয়েছে৷ তার মানে অন্য কেউ ত্রাণকর্তা হিসেবে দেখা দিয়েছে৷ ডিফেন্সেও আজকে ২/৩ বার বাদে বাকি সময় দারুণ মুন্সিয়ানার ছাপ রেখেছে৷ অনেক বেশি আটোসাঁটো মনে হয়েছে৷ চ্যাম্পিয়ন হতে হলে সময়ের সাথে সাথে এইসব দুর্বলতা আস্তে আস্তে দূর করতে হবে৷ শুধুমাত্র মেসি আর বাংলাদেশি সাপোর্টারদের জন্য হলেও আর্জেন্টিনার খুব তাড়াতাড়ি বিশ্বকাপ খরা ঘুচানো উচিত৷''

দুদিন বিরতির পর শুক্রবার থেকে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল৷ তার আগে এখন পর্যন্ত হয়ে যাওয়া বিশ্বকাপের সবচেয়ে সেরা ঘটনা হিসেবে সুয়ারেজের কামড় আর রবেনের অভিনয়ের কথা উল্লেখ করেছেন মাহবুবুল আলম৷ আমারব্লগে তিনি লিখেছেন, ‘‘এবারের বিশ্বকাপে সবচেয়ে সেরা ঘটনা কামড় ও অভিনয় পর্ব৷ এ কর্ম দুটি করে দুই নায়কই এখন খলনায়কে পরিণত হয়েছে৷'' কামড় দেয়ায় সুয়ারেজকে যে শাস্তি দিয়েছে ফিফা, রবেনের জন্যও সেরকম শাস্তির দাবি করেছেন মাহবুবুল আলম৷ ‘‘তা না হলে ভবিষ্যতে বড় বড় ক্রীড়া আসরে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আরো বেশি ঘটার সম্ভবনাকে কিছুতেই উড়িয়ে দেয়া যাবে না,'' এমনটাই মনে করেন তিনি৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ