আর্জেন্টিনায় কোপা অ্যামেরিকা টুর্নামেন্ট হবে না। সাউথ অ্যামেরিকান ফুটবল কনফেডারেশন এই সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিযোগিতা শুরু হতে বাকি ছিল আর ১৩ দিন। এত কাছে এসে কনফেডারেশন সিদ্ধান্ত নিল, আর্জেন্টিনাতে কোপা অ্যামেরিকা টুর্নামেন্ট হবে না। এবার আর্জেন্টিনা ও কলম্বিয়ায় কোপা অ্যামেরিকা হওয়ার কথা ছিল। কিন্তু গত ২০ মে সাউথ অ্যামেরিকান ফুটবল কনফেডারেশন জানায়, কলম্বিয়ায় ঘরোয়া অসন্তোষ চলছে। তাই সেখান থেকে কোপা অ্যামেরিকা কাপের খেলা সরিয়ে দেয়া হলো। কিন্তু এবার তারা আর্জেন্টিনাতেও আর টুর্নামেন্ট না করানোর সিদ্ধান্ত নিল। এই বিখ্যাত ফুটবল টুর্নামেন্ট কবে, কোথায় হবে তা জানানো হয়নি।
কেন তারা আর্জেন্টিনায় ম্যাচ বাতিল করলেন তার বিস্তারিত ব্যাখ্যা এখনো দেয়া হয়নি। ফেডারেশন বলেছে, তারা আর্জেন্টিনায় ১০ দেশের এই টুর্নামেন্ট করবেন না। কারণ, বর্তমান পরিস্থিতিতে তা করা সম্ভব নয়।
কোপা আমেরিকায় যত রেকর্ড
পৃথিবীর সবচেয়ে পুরোনো আন্তঃমহাদেশীয় ফুটবল টুর্নামেন্ট কোপা অ্যামেরিকা। লাতিন অ্যামেরিকার দেশগুলোর এই চ্যাম্পিয়নশিপে অংশ নেয়। কোপা অ্যামেরিকার রেকর্ডবুক জেনে নিন ছবিঘরে৷
ছবি: picture-alliance/dpa/ASA
সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন উরুগুয়ে
কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হয়েছে উরুগুয়ে৷ তারা ১৫ আসরে ট্রফি জিতেছে৷ ১৪ বার চ্যাম্পিয়ন হয়ে উরুগুয়ের পেছনে আছে আর্জেন্টিনা৷ এক্ষেত্রে তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিল কাপ জিতেছে নয় আসরে৷
ছবি: picture-alliance/dpa/M. Sayão
সর্বোচ্চ গোলদাতা
কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের সব আসর মিলিয়ে সর্বোচ্চ গোলদাতা দুইজন৷ তাঁদের একজন আর্জেন্টিনার নর্বের্তো মেন্দেজ এবং অন্যজন ব্রাজিলের জিজিনহো (ছবিতে সবার ডানে)৷ তাঁরা গোল করেছেন ১৭টি করে৷
ছবি: picture-alliance/dpa/ASA
সবচেয়ে সফল কোচ
আর্জেন্টিনাকে ছয় আসরে চ্যাম্পিয়ন করে কোপা আমেরিকার ইতিহাসে সবচেয়ে সফল কোচ গিলেরমো স্তাবিলে৷ তাঁর ব্যবস্থাপনায় ১৯৪১, ১৯৪৫, ১৯৪৬, ১৯৪৭, ১৯৫৫ ও ১৯৫৭ সালে ট্রফি জেতে আর্জেন্টিনা৷ মোট ৪৪টি ম্যাচে কোচ ছিলেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/ASA
সবচেয়ে বড় ম্যাচ
১৯১৯ সালের ফাইনাল ছিল কোপা আমেরিকা চ্যাম্পিয়নশিপের সবচেয়ে বেশি সময়ের ম্যাচ৷ ওই ম্যাচে ফলাফল নির্ধারণের জন্য আড়াই ঘন্টা খেলে উরুগুয়েকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ব্রাজিল৷
ছবি: picture-alliance/dpa
মেসি যেখানে সেরা
সবচেয়ে বেশি গোল অ্যাসিস্টের রেকর্ড আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির৷ দলকে ১১টি গোলের পেছনে অবদান ছিল তাঁর৷ কোপা আমেরিকার চারটি আসরে অংশ নিয়ে ৮টি গোল করেছে তিনি৷
ছবি: picture-alliance/augenklick/firo Sportphoto
আয়োজনে এগিয়ে আর্জেন্টিনা
কোপা আমেরিকার ৪৫টি আসরের মধ্যে ১০ বার খেলা হয়েছে আর্জেন্টিনায়৷ স্বাগতিক হিসাবে দ্বিতীয় অবস্থানে থাকা চিলি ও উরুগুয়ে খেলা আয়োজন করেছে ৭ বার করে৷ ব্রাজিলে খেলা হয়েছে ৪ বার৷
ছবি: picture-alliance/AP Photo/R. Mazalan
বেশি ম্যাচ খেলেছেন যিনি
কোপা আমেরিকা টুর্নামেন্টে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড চিলির সার্জিও লিভিংস্টোনের৷ ৩৪টি ম্যাচ খেলেছেন তিনি৷
ছবি: picture-alliance/dpa/J. Vergara
7 ছবি1 | 7
আর্জেন্টিনায় এখন করোনার প্রকোপ বেড়েছে। সেখানে এখন নয় দিনের লকডাউন চলছে। গত শুক্রবার একটা সমীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সেখানে ৭০ শতাংশ মানুষ এই করোনা পরিস্থিতিতে টুর্নামেন্ট না করার পক্ষে।
ফেডারেশনের তরফে জানানো হয়েছে, অন্য কিছু দেশ এই টুর্নামেন্টের আয়োজন করতে চায়। বিষয়টি ভেবে দেখা হচ্ছে।