1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘ভালো খেলার জয় হোক'

৮ জুলাই ২০১৪

সেমিফাইনাল পর্ব শুরু৷ ব্রাজিল বিশ্বকাপ শেষ হওয়ার পথে৷ বাংলাদেশের ফুটবলপ্রেমীরা মূলত দুই শিবিরে বিভক্ত৷ একপক্ষ দেখতে চান ব্রাজিলের জয়, অন্যপক্ষ আর্জেন্টিনার৷ তবে এক ব্লগার চান শুধু সুন্দর ফুটবলের জয়৷

ছবি: Getty Images

আমার ব্লগে বিশ্বকাপের জয়গান গেয়েছেন রাব্বি রহমান৷ লেখার শিরোনাম, ‘‘জয়তু বিশ্বকাপ!''

তাঁর ভাষায়, ‘‘বিশ্বকাপ চলছে৷ স্বভাবতই ফুটবল নিয়ে মাতামাতিটা আকাশচুম্বী৷ একদল ব্রাজিল, একদল আর্জেন্টিনা, কেউ কেউ জার্মানি, নেদারল্যান্ডস৷ একদল আছে অ্যান্টি-আর্জেন্টিনা, অ্যান্টি-ব্রাজিল৷ প্রিয় দলের জার্সি কেনা, পতাকা উড়ানো৷ চায়ের দোকান, ক্লাস রুম, ড্রয়িং রুম থেকে শুরু করে জাতীয় পর্যায়েও চলছে কথার লড়াই৷ কার দল সেরা? কোন দলের শক্তির জায়গা কী? এসব নিয়ে ঝড়ো তর্কযুদ্ধ৷''

আমার ব্লগের এই ব্লগার জানিয়েছেন, ‘‘১৯৯৮-তে প্রথম বিশ্বকাপ দেখি৷ ঐ সময়ে অল্প অল্প ফুটবল বুঝতাম৷ এই যেমন-গোল, ফাউল, রেফারি ইত্যাদি ইত্যাদি৷ ১৯৯৮-তে আমি ব্রাজিল করতাম আব্বুর প্ররোচনায়৷ ২০০২ থেকে খেলার আদি অন্ত মোটামুটি বুঝি আর তখন থেকেই আর্জেন্টিনার অন্ধ ভক্ত৷''

সমর্থকদের মধ্যে সুন্দর-অসুন্দর লড়াইয়ের উল্লেখও আছে রাব্বির লেখায়৷ সেরকম লড়াইয়ে নিজেও যে শরিক হন তা জানাতে গিয়ে রাব্বি লিখেছেন, ‘‘আমি আর্জেন্টিনার অন্ধ সমর্থক৷ তাই মাঝে মাঝে মজা করে অনেক স্ট্যাটাস দেই বিভিন্ন দলকে তাচ্ছিল্য করে৷ কিন্তু আমি অল্প হলেও বুঝি আর্জেন্টিনা দলের সামর্থ্য কতটুকু অথবা ব্রাজিল, জার্মানি, নেদারল্যান্ডসের মধ্যে কার শক্তির জায়গা কতটুকু, কোন ম্যাচে কী ফলাফল হতে পারে৷ তাই নিজেদের পণ্ডিত ভেবে অত ফাল পারার কী আছে!''

ফুটবলের অন্য সব আসরের চেয়ে বিশ্বকাপ আলাদা৷ এর আকর্ষণ সর্বব্যাপী৷ তাই রাব্বি রহমানও লিখেছেন, ‘‘আপনি হয়ত ক্লাব ফুটবল নিয়মিত দেখেন, কিন্তু গ্রাম থেকে উঠে আসা ছেলেটাও বিশ্বকাপের সময় তার প্রিয় দলের খেলা নিয়মিত দেখে মন দিয়ে৷ জার্সি পরে, পতাকা ওড়ায়, তার সব আবেগ উজাড় করে দেয়৷....জয় হোক ফুটবলের, প্রস্ফুটিত হোক আমাদের মনুষত্যবোধ আর শিষ্টাচারের চর্চা৷ জয়তু বিশ্বকাপ ফুটবল!!!''

‘ খেলছে ১১ জন, নাচছে কোটি মানুষ’ছবি: Yasuyoshi Chiba/AFP/Getty Images

সামহয়্যারইন ব্লগে মামুন বেলায়েতের লেখাটিও ব্রাজিল বিশ্বকাপ নিয়ে৷ শিরোনাম ‘আর্জেন্টিনা কিংবা ব্রাজিল নয়, ভালো খেলার জয় হোক'

তাঁর ভাষায়, ‘‘চলছে বিশ্বকাপ ফুটবল৷ আনন্দ-বিনোদনের কিছু দিন৷ কেউ ব্রাজিল, কেউ আর্জেটিনা, কেউ বা জার্মানি...৷ সবার মাঝেই দৃঢ় মনোবল৷ খেলছে ১১ জন, নাচছে কোটি মানুষ৷ এর মাঝেই ব্রাজিল আর আর্জেন্টিনা সমর্থকদের মাঝে দ্বন্দ্ব আর সংঘাত৷ এ সংঘাতে জড়ানো মানুষগুলোর অনেকেই সমর্থিত দলের ৫ জন প্লেয়ারের নামও জানে না৷ অনেকে প্রিয় দলের পতাকার জন্য কত টাকাই না খরচ করলেন৷ কী লাভ জানি না৷''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ