1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বৈষম্যের অভিযোগ

৩১ আগস্ট ২০১২

ন্যাম সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও অনুন্নত দেশগুলোকে সমান চোখে দেখার জন্য বিশ্ব আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন৷ তেহরান থেকে বাংলাদেশি সাংবাদিক গোলাম মাইনুদ্দিন এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন৷

ছবি: DW

ন্যাম সম্মেলন কাভার করতে আসা সাংবাদিক গোলাম মাইনুদ্দিন বাংলাদেশের ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ বা ইউএনবির হয়ে কাজ করেন৷ তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা সবদেশগুলোকে একইভাবে দেখে৷ এই ক্ষেত্রে বৈষম্য রয়েছে বলে তিনি অভিযোগ করেছেন৷

বক্তব্যে নিজের সরকারের নেওয়া নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফিরিস্তি দেন শেখ হাসিনা৷ তিনি বাংলাদেশে মাতৃমৃত্যুর হার হ্রাস, নারী ক্ষমতায়নে অগ্রগতির বিষয় তুলে ধরেন৷ এছাড়া দক্ষিণ এশিয়ায় দেশগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধির ওপরও জোর দেন তিনি৷ মধ্যপ্রাচ্য প্রসঙ্গে ফিলিস্তিনি সমস্যা সমাধানের ওপর জোর দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী৷ সন্ত্রাস ইস্যুতে তার সরকারের জিরো টলারেন্স এর বিষয়টিও ন্যাম সম্মেলনে তুলে ধরেন তিনি৷

INTERVEIW OF GOLAM MAINUDDIN - MP3-Mono

This browser does not support the audio element.

ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং এর সঙ্গে বুধবার বৈঠকে বসেন হাসিনা৷ এই সময় ভারতীয় প্রধানমন্ত্রী তাকে তিস্তা ইস্যুতে আশ্বস্ত করার চেষ্টা করেন৷ অন্যদিকে প্রধানমন্ত্রীও ভারতের ঋণের সুদের হার কমিয়ে আনার জন্য ধন্যবাদ জানান৷

এদিকে ন্যাম সম্মেলনের উদ্বোধনীতে গণমাধ্যম কর্মীদের ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দেয় বলে জানিয়েছেন সাংবাদিক মাইনুদ্দিন৷ তিনি জানান, অনেক আগে পৌঁছনোর পরও তাদেরকে ভেতরে ঢোকার জন্য ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়৷ এছাড়া তারা মোবাইল ফোন, ল্যাপটপ কিংবা ক্যামেরা নিয়ে ঢুকতে পারবে কিনা সেটি জানার জন্য নিরাপত্তা কর্মীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে৷ তবে উদ্বোধনী অধিবেশনের পর তেমন কোন সমস্যা আর হয়নি বলে জানান সাংবাদিক মাইনুদ্দিন৷

সাক্ষাৎকার: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ