1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্থিক মন্দা ও সিনেমা শিল্প

পায়েল সামন্ত কলকাতা
১৭ অক্টোবর ২০১৯

ভারতের এক মন্ত্রীর সাম্প্রতিক মন্তব্যে চলচ্চিত্র নিয়ে বিতর্কের সূত্রপাত হয়েছে৷ দেশের আর্থিক মন্দাকে নস্যাৎ করতে তিনি বিপুল টাকার সিনেমা ব্যবসাকে হাতিয়ার করেছেন৷ চলচ্চিত্র শিল্প দেখে কি সত্যিই মন্দার আঁচ পাওয়া সম্ভব?

পশ্চিমবঙ্গের অনেক হলে ‘ওয়ার’ ছবির শো হাউসফুল হচ্ছেছবি: DW/P. Samanta

আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার ও বিশ্ব ব্যাঙ্কের পর্যবেক্ষণ অনুযায়ী, বিশ্বজনীন আর্থিক মন্দার প্রভাব পড়ছে ভারতে৷ এতে দেশের অর্থনীতিতে বড় আঘাত লাগতে পারে৷  যার অর্থ শিল্পের হাল রুগ্ন হবে, বাড়বে বেকারত্ব৷ ইতিমধ্যেই বেকারত্ব আকাশ ছুঁয়েছে৷ গত ৪৫ বছরের মধ্যে বেকারত্বের হার এখন সবচেয়ে বেশি৷ জিডিপি আশানুরূপ নয়৷ সব শিল্পেই মন্দা দেখা যাচ্ছে৷ যদিও বিজেপি সরকারের মন্ত্রীরা দেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক ভাবনাকে আমল দিতে রাজি নন৷ সেই সূত্রেই বিতর্কিত মন্তব্য করেছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ, টেনে এনেছেন সিনেমার প্রসঙ্গ৷ তিনি বলেন, ‘‘২ অক্টোবর তিনটি ছবি মুক্তি পেয়েছে৷ এই তিনটি ছবি ১২০ কোটি টাকা আয় করেছে৷ দেশের অর্থনীতি নিশ্চয়ই ভালো অবস্থায় রয়েছে, না হলে এত টাকা উঠত না৷’’

কলকাতার একটি সিনেমা হলছবি: DW/P. Samanta

মন্দা সত্ত্বেও উৎসবের মরসুমে সিনেমার ব্যবসায় ভাঁটা পড়েনি, এ কথা ভুল নয়৷ হল কর্তৃপক্ষ, চলচ্চিত্র পরিবেশক ও প্রযোজনা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্য বক্স অফিসে সুদিনের ছবিই তুলে ধরছে৷ হৃত্বিক রোশন অভিনীত ‘ওয়ার' এখন চলছে ভারতের বিভিন্ন সিনেমা হলে৷ এই ছবিটি গত দু'সপ্তাহে খুব ভালো ব্যবসা করেছে৷ প্রথম সাত দিনে ২০০ কোটি টাকা তুলেছে এই ছবি৷ পশ্চিমবঙ্গের অনেক হলে এই ছবির শো হাউসফুল হচ্ছে৷ এই রাজ্য থেকে সাত দিনে ‘ওয়ার’ ব্যবসা করেছে সাড়ে চার কোটি টাকা৷ শো সংখ্যা কম থাকা সত্ত্বেও হলিউডের ছবি ‘জোকার’ ঘিরে পশ্চিমবঙ্গে বেশ আগ্রহ রয়েছে৷ বাংলা ছবিও একেবারে পিছিয়ে নেই৷ দুর্গাপুজো উপলক্ষ্যে মুক্তি পাওয়া বাংলা ছবি ‘গুমনামি’, ‘মিতিনমাসি’, ‘সত্যান্বেষী ব্যোমকেশ’, ‘পাসওয়ার্ড’ দেখতে কমবেশি ভিড় করেছেন দর্শকরা৷ প্রথম সাত দিনে ‘গুমনামি' ২ কোটি ৫৫ লক্ষ টাকার ব্যবসা করেছে৷ ‘মিতিনমাসি’ দেখার জন্য একই সময়ে এক কোটি ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে৷ হিন্দি ছবির সঙ্গে তুলনীয় না হলেও বাংলা ছবি যথেষ্ট সংখ্যায় দর্শকদের হলে টেনে এনেছে, এ কথা বলাই যায়৷ 

সিনেমা তৈরি বন্ধ হলে বলতে হবে মন্দার প্রভাব পড়েছে: অনিন্দ্য সেনগুপ্ত

This browser does not support the audio element.

কিন্তু বক্স অফিসের এই সাফল্য দেখে কি বোঝা সম্ভব, দেশের আর্থিক হাল কেমন?এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র শিক্ষার অধ্যাপক অনিন্দ্য সেনগুপ্তর বক্তব্য, ‘‘সিনেমা এক ধরনের ভোগ্যপণ্য৷ মন্দার সময়েও তার ব্যবসা থাকবে৷ মন্দার জের এই শিল্পে পড়ল কি না, তা সিনেমা হলের ভিড় দেখে বোঝা সম্ভব নয়৷ সিনেমা তৈরি যদি বন্ধ হয়ে যায়, তখন বলতে হবে মন্দার প্রভাব পড়েছে৷’’ বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তীর মতে, ‘‘আর্থিক মন্দা নিয়ে যতটা হইচই হচ্ছে, ততটা টের পাওয়া যাচ্ছে না এখনো৷ মানুষ বিনোদনের জন্যই সিনেমা দেখতে আসে৷ কয়েক ঘণ্টা সব ভুলে থাকতে চায়৷ কোনো কোনো ছবি থেকে আবার একটা মেসেজ নিয়ে যান দর্শক৷’’

মন্দা তুঙ্গে উঠলে বিনোদনের আয়োজন বেশি করা হয়: হরনাথ চক্রবর্তী

This browser does not support the audio element.

এই দুজনের বক্তব্য থেকে স্পষ্ট, আর্থিক দুরবস্থার সঙ্গে সিনেমা হলে ভিড়ের সরাসরি সম্পর্ক নেই৷ যেমন নেই সমৃদ্ধির সঙ্গেও৷ হলিউডই তার প্রমাণ৷ ২০০৯ সালে মন্দার সময় হলিউডে ১৭০ কোটি ডলারের ব্যবসা হয়েছিল৷ টিকিট বিক্রি বেড়েছিল প্রায় ১৮ শতাংশ৷ বিশ্বযুদ্ধ বা পঞ্চাশের মন্বন্তরের সময় বাংলায় হল ফাঁকা যায়নি৷ অর্থনীতির সঙ্গে সিনেমা শিল্পের কোনো সমানুপাতিক সম্পর্ক নেই, রবিশঙ্কর প্রসাদ সেটা বুঝতে পেরে দ্রুত নিজের বক্তব্য প্রত্যাহার করে নিয়েছেন৷ হরনাথ চক্রবর্তী বলেন, ‘‘মন্ত্রীমশাই শুধু ফিল্মের ব্যবসা কেন দেখছেন, থিমের পুজো থেকে উৎসব ঘিরে যে কোটি কোটি টাকা খরচ হচ্ছে, তাতে সাধারণ মানুষও অংশীদার৷ এমন অনেক ক্ষেত্রেই বিপুল টাকা লেনদেনের উদাহরণ তুলে ধরা যায়৷’’ যন্ত্রণা ভুলতে কি তাহলে মানুষ বিনোদনে ঝুঁকে পড়ে না? অনিন্দ্য সেনগুপ্তর মন্তব্য, ‘‘মন্দা তুঙ্গে উঠলে বিনোদনের আয়োজন বেশি করা হয়৷ হলিউডে সত্যি লুকিয়ে রাখার চেষ্টা থাকে৷ আবার সত্যিটাও দেখানো হয়৷ আমাদের দেশে মন্দার আঁচ মানুষের গায়ে সেভাবে এখনো লাগেনি৷ তাই জীবনযুদ্ধের যন্ত্রণা ভুলতে মানুষ হলে যাচ্ছে, এটাও এখনই বলা যায় না৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ