1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অলিম্পিক স্বপ্ন

৯ মে ২০১২

মারাত্মক বাজেট ঘাটতি, বেকারত্বের অস্বাভাবিক হার, বিপর্যস্ত অর্থনীতি সামলাতে হিমশিম খাচ্ছে স্পেন৷ কিন্তু ২০২০ সালের অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের স্বপ্ন ছাড়তে প্রস্তুত নয় সেদেশ৷

ছবি: dapd

২০২০ সালের গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতা আয়োজনের সুযোগ পেতে আসরে নেমেছে একাধিক শহর৷ কিন্তু শুধু উৎসাহ, সাফল্য বা ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উপযুক্ত অবকাঠামো থাকলেই চলবে না, প্রয়োজন বিশাল ব্যয়ভার বহন করার ক্ষমতাও৷ ইটালির রাজধানী রোম সেদেশের আর্থিক সংকটের মুখে ২০২০ সালের অলিম্পিকের দৌড় থেকে সরে দাঁড়িয়েছে৷ কারণ অর্থাভাব৷ একই কারণে মাদ্রিদও হাল ছেড়ে দেবে, এমনটা অনেকেই ভেবেছিলেন৷ কিন্তু মাদ্রিদ চেষ্টা চালিয়ে যেতে বদ্ধপরিকর৷ রয়টার্স'কে দেওয়া এক সাক্ষাৎকারে এই কর্মযজ্ঞের কর্মকর্তা টেরেসা সাবেল বলেন, আগামী বছর আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেস'এ যখন এবিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, সেখানে মাদ্রিদ দাপটের সঙ্গে নিজের স্বার্থ তুলে ধরবে৷

২০১৩ সালের সেপ্টেম্বর মাসে বুয়েনস আইরেস'এ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠকে যখন ২০২০ সালের অলিম্পিকের শহর স্থির হবে, তখন মাদ্রিদের সঙ্গে পাল্লা দেবে তুরস্কের ইস্তানবুল, আজেরবাইজানের রাজধানী বাকু, কাতারের রাজধানী দোহা ও জাপানের রাজধানী টোকিও৷

এটাই মাদ্রিদের প্রথম প্রচেষ্টা নয়৷ এর আগে দুবার দৌড়ে নেমেও পিছিয়ে আসতে হয়েছে স্পেনের রাজধানী শহরকে৷ ২০১২ সালের বরাত পায় লন্ডন, ২০১৬ সালে ব্রাজিলের রিও দি জানেইরো৷ কিন্তু হাল ছাড়তে রাজি নয় মাদ্রিদ৷

প্রশ্ন উঠছে, দেশের এমন সংকটের সময় অলিম্পিক আয়োজনের প্রচেষ্টা কি ভালো দেখায়? টেরেসা সাবেল মনে করেন, এই উদ্যোগকে ব্যয়ভারের মাপকাঠিতে দেখা উচিত নয়৷ দেশের জন্য এটা একটা বড় বিনিয়োগ৷ শুধু আর্থিক বা অবকাঠামোয় বিনিয়োগ নয়, এর ফলে মানুষের মনে আত্মবিশ্বাস আরও বেড়ে যাবে৷ সাবেল অবকাঠামোর দিকটিকেও বেশি গুরুত্ব দিচ্ছেন না৷ তিনি সাম্প্রতিক কালে ক্রীড়াজগতে স্পেনের উল্লেখযোগ্য সাফল্য তুলে ধরছেন৷ বিশেষ করে ফুটবল ও বাস্কেটবল দল স্পেনকে একের পর এক সাফল্য এনে দিয়েছে৷ টেনিসের ক্ষেত্রেও এগিয়ে চলেছে সেদেশ৷ এছাড়া মাত্র ১০ বছরে মাদ্রিদ ৮৫টি ইউরোপীয় ও ৭৭টি আন্তর্জাতিক প্রতিযোগিতা আয়োজন করেছে৷ আগামী ২ বছরে আরও ৬টি এমন প্রতিযোগিতার আসর বসবে শহরে৷ বেকারত্বের হার কমিয়ে আনতে এই কর্মযজ্ঞ সামান্য হলেও সহায়ক হবে বলে দাবি করেন টেরেসা সাবেল৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ