1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর্সেনালের আশা প্রায় শেষ

২০ ফেব্রুয়ারি ২০১৩

লিগ কাপ গেছে, প্রিমিয়ার লিগ জেতার আশাও শেষ৷ আর্সেনালের জন্য ছিল শুধু চ্যাম্পিয়ন্স লিগে ভালো কিছু করে দেখানোর সুযোগ৷ নিজেদের মাঠে বায়ার্ন মিউনিখের কাছে ৩-১ গোলে হারায় সেই আশাও প্রায় শেষ৷

epa03591222 Lukas Podolski of Arsenal (2nd L) scores the 1-2 against Bayern Munich during the UEFA Champions League match between Arsenal and Bayern Munich at the Emirates Stadium in London, Britain, 19 February 2013. EPA/KERIM OKTEN +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

আসলে ‘প্রায়' না বললেও চলে৷ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে নকআউট পর্বে নিজেদের প্রথম ম্যাচটায় আর্সেনাল নেমেছিল জেতার আশা নিয়ে৷ শুধু জেতাও নয়, লক্ষ্য ছিল এমন একটা জয় যা দিয়ে ফিরতি ম্যাচ নিয়েও খুব একটা ভাবনা না থাকে৷ ১৩ মার্চ সেই ম্যাচ যে হবে বায়ার্নের মাঠ মিউনিখে৷ সেখান থেকে জয় নিয়ে ফেরা যে কত কঠিন আর্সেনাল তা জানে৷

বায়ার্নের এখন দুর্দান্ত ফর্ম৷ গত ১৮ ম্যাচে হারের মুখ দেখেনি তারাছবি: picture-alliance/dpa

বায়ার্নের এখন দুর্দান্ত ফর্ম৷ গত ১৮ ম্যাচে হারের মুখ দেখেনি তারা৷ সুবাদে জার্মান বুন্ডেসলিগায় বিরাট ব্যবধানে সবার ওপরে৷ চ্যাম্পিয়ন্স লিগটাও খেলছে সেভাবেই৷ এতদিন লন্ডনে একটা জয়ের দেখাও পায়নি৷ কিন্তু এবার এমিরেটস স্টেডিয়ামে সেই জয়ের খরা কাটলো এমনভাবে যে তাতে আগের সব না পাওয়ার স্মৃতি হাওয়া৷ আর্সেনালের মতো দলকে নিজেদের মাঠে গিয়ে ৩-১ গোলে হারানো- এ কি চাট্টিখানি কথা!

ম্যাচে শুরুতে কিন্তু ভালোই খেলেছে আর্সেনাল৷ কিন্তু রক্ষণভাগের একটু ঢিলেমিতে টনি ক্রুস বায়ার্নের হয়ে প্রথম গোল করার পর থেকেই পাল্টে যেতে থাকে ম্যাচের চেহারা৷ ২১ মিনিটের সময় কর্নার থেকে বল পেয়ে ম্যুলার ব্যবধান ২-০ করার পর বেশ কিছুক্ষণ তো এলোমেলো মনে হয়েছে স্বাগতিকদের খেলা৷ অন্যদিকে অতিথিদের মনে হয়েছে সুসংগঠিত৷ ফলে প্রথমার্ধের বাকি সময়ে আর বায়ার্নের জালে একটা শটও নেয়ার সুযোগ পায়নি আর্সেনাল৷

দ্বিতিয়ার্ধে খেলা একটু জমিয়ে দিয়েছিলেন লুকাস পোডলস্কি৷ বায়ার্ন থেকেই আর্সেনালে যাওয়া এই জার্মান ৫৫ মিনিটে গোল করায় ম্যাচে ফেরার আশায় উজ্জীবিত হয়ে উঠেছিল ইংলিশ এই ক্লাবটি৷ কিন্তু ৭৭ মিনিটে মান্দজুকিচ গোল করে বায়ার্নকে ৩-১'এ এগিয়ে দেয়ায় আর ফিরতে পারেনি আর্সেনাল৷

এসিবি/ জেডএইচ (এএফপি, ডিডাব্লিউ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ