1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আর আমদানি নয়, অস্ত্র রপ্তানি করবে ভারত

৬ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বের মোট অস্ত্রের ১০ ভাগ আমদানি করে ভারত৷এবার রপ্তানির দিকে চোখ বাড়ালো দেশটি৷

Indien Pakistan Kashmir Soldat
ছবি: Reuters/M. Gupta

আগামী পাঁচ বছরে দেশটি অস্ত্র রপ্তানি দ্বিগুণ করার পরিকল্পনা করেছে৷ বুধবার দেশের সামরিক প্রদর্শনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
মোদি সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এ ঘোষণা আসে বলে জানিয়েছে দেশটি৷ তবে দেশের স্লথ অর্থনীতির গতিশীল করতে আমদানি নির্ভরতা কমাতে চাইছে নয়া দিল্লি৷ আর তাই ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে৷
অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, তার দেশ ইতিমধ্যে আর্টিলারি গান, এয়ারক্রাফট এবং সাবমেরিন তৈরি করছে যা আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান ইতিমধ্যে শক্তিশালী করেছে৷ ‘‘আমাদের আগামী দিনের লক্ষ হচ্ছে অস্র রপ্তানি পাঁচ বিলিয়ন ডলারে উন্নিত করা,’’ বলেন তিনি৷     
উত্তর প্রদেশের লাখনৌতে অনুষ্ঠিত এ সামরিক প্রদর্শনীতে প্রায় এক হাজার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে ১৭২টি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে৷


বড় অস্ত্র আমদানিকারক
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয়৷ অর্থাৎ সৌদি আরবের পরেই ভারতের অবস্থান৷ বিশ্বের মোট অস্ত্রের ১০ ভাগ আমদানি করে দেশটি৷ এ অস্ত্রের একটি বড় অংশ রাশিয়াথেকেই আমদানি করে ভারত৷ যুক্তরাষ্ট্র এবং ইসরাইলও ভারতে অস্ত্র রপ্তানি করে থাকে৷ 
আদিত্য শামা (আরআর/কেএম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ