বিশ্বের মোট অস্ত্রের ১০ ভাগ আমদানি করে ভারত৷এবার রপ্তানির দিকে চোখ বাড়ালো দেশটি৷
বিজ্ঞাপন
আগামী পাঁচ বছরে দেশটি অস্ত্র রপ্তানি দ্বিগুণ করার পরিকল্পনা করেছে৷ বুধবার দেশের সামরিক প্রদর্শনী অনুষ্ঠানে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
মোদি সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের অংশ হিসেবে এ ঘোষণা আসে বলে জানিয়েছে দেশটি৷ তবে দেশের স্লথ অর্থনীতির গতিশীল করতে আমদানি নির্ভরতা কমাতে চাইছে নয়া দিল্লি৷ আর তাই ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় নানা ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে৷
অনুষ্ঠানে নরেন্দ্র মোদি বলেন, তার দেশ ইতিমধ্যে আর্টিলারি গান, এয়ারক্রাফট এবং সাবমেরিন তৈরি করছে যা আন্তর্জাতিক বাজারে ভারতের অবস্থান ইতিমধ্যে শক্তিশালী করেছে৷ ‘‘আমাদের আগামী দিনের লক্ষ হচ্ছে অস্র রপ্তানি পাঁচ বিলিয়ন ডলারে উন্নিত করা,’’ বলেন তিনি৷
উত্তর প্রদেশের লাখনৌতে অনুষ্ঠিত এ সামরিক প্রদর্শনীতে প্রায় এক হাজার অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে ১৭২টি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে৷
অস্ত্র বিক্রিতে শীর্ষ দশ কোম্পানি
বিশ্বজুড়ে অস্ত্র বিক্রি বাড়ছে৷ বাড়ছে অস্ত্র প্রস্তুতকারক কোম্পানিগুলোর ব্যবসাও৷ স্টকহোম ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (সিপ্রি) সম্প্রতি ২০১৮ সালের শীর্ষ প্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করেছে৷
ছবি: picture-alliance/dpa/B. Pedersen
১. লকহিড মার্টিন, যুক্তরাষ্ট্র
২০১৮ সালে ৪৭ হাজার ২৬০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে তারা৷
ছবি: Imago Images/ZUMA Press
২. বোয়িং, যুক্তরাষ্ট্র
২০১৮ সালে তাদের বিক্রি করা অস্ত্রের মূল্য ছিল ২৯ হাজার ১৫০ কোটি ডলার৷
ছবি: Getty Images/AFP/E. Piermont
৩. নর্থরপ গ্রুম্যান কর্পোরেশন, যুক্তরাষ্ট্র
২৬ হাজার ১৯০ ডলারের অস্ত্র বিক্রি করেছে ২০১৮ সালে৷
ছবি: picture-alliance/dpa/F. Duenzl
৪. রেথিওন, যুক্তরাষ্ট্র
এক বছরে বিক্রি করেছে ২৩ হাজার ৪৪০ কোটি ডলারের অস্ত্র৷
ছবি: Getty Images/AFP/J. Watson
৫. জেনারেল ডায়নামিক্স কর্পোরেশন, যুক্তরাষ্ট্র
তারা বিক্রি করেছে ২২ হাজার কোটি ডলারের অস্ত্র৷
ছবি: Getty Images/AFP/J. Watson
৬. বিএই সিস্টেমস, যুক্তরাজ্য
তাদের বিক্রি করা অস্ত্রের দাম ২১ হাজার ২০১ কোটি ডলার৷
ছবি: Getty Images/AFP/L. Parnaby
৭. এয়ারবাস গ্রুপ, ইউরোপ
বিক্রি করেছে ১১ হাজার ৬৫০ কোটি ডলারের নানা ধরনের অস্ত্র৷
ছবি: picture alliance/AP Photo
৮. লিওনার্দো, ইটালি
২০১৮ সালে নয় হাজার ৮২০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে তারা৷
ছবি: Getty Images/AFP/M. Bertorello
৯. আলমাজ-আনটে, রাশিয়া
তাদের বিক্রি করা অস্ত্রের দাম ছিল নয় হাজার ৬৪০ কোটি ডলার৷
ছবি: Imago Images/ITAR-TASS/M. Tereshchenko
১০. থালেস, ফ্রান্স
২০১৮ সালে থালেস বিক্রি করেছে নয় হাজার ৪৭০ কোটি ডলারের অস্ত্র৷
ছবি: Getty Images/AFP/E. Piermont
10 ছবি1 | 10
বড় অস্ত্র আমদানিকারক
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, অস্ত্র আমদানিকারক দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান বিশ্বে দ্বিতীয়৷ অর্থাৎ সৌদি আরবের পরেই ভারতের অবস্থান৷ বিশ্বের মোট অস্ত্রের ১০ ভাগ আমদানি করে দেশটি৷ এ অস্ত্রের একটি বড় অংশ রাশিয়াথেকেই আমদানি করে ভারত৷ যুক্তরাষ্ট্র এবং ইসরাইলও ভারতে অস্ত্র রপ্তানি করে থাকে৷
আদিত্য শামা (আরআর/কেএম)
যে সাত দেশ সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করে
শান্তি গবেষণা প্রতিষ্ঠান সিপ্রি আন্তর্জাতিক অস্ত্র বাণিজ্য নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷ এতে দেখা যাচ্ছে, বিশ্বে অস্ত্র বিক্রিতে এক নম্বর অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ক্রেতা এশিয়া এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ৷
ছবি: picture-alliance/empics
০১. মার্কিন যুক্তরাষ্ট্র
বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র রপ্তানি করা দেশটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ গত পাঁচ বছরে বিক্রি হওয়ায় অস্ত্রের ৩৩ শতাংশ সরবরাহ করেছে সেদেশ৷ গত কয়েক বছরে দেশটির অস্ত্র বিক্রির পরিমাণ বেড়েছে৷ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তুরস্ক এ সব অস্ত্রের মূল ক্রেতা৷
ছবি: Reuters
০২. রাশিয়া
বিশ্বের অপর পরাশক্তি রাশিয়ার দখলে আছে আন্তর্জাতিক অস্ত্র বাজারের ২৫ শতাংশ৷ দেশটিতে উৎপাদিত অস্ত্রের মূল ক্রেতা ভারত৷ চীন এবং ভিয়েতনামও রাশিয়ার কাছ থেকে অস্ত্র কিনছে নিয়মিত৷
ছবি: picture-alliance/Bildagentur-online/Belcher
০৩. চীন
পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার কাছাকাছি না হলেও তিন নম্বরে অবস্থান করছে চীন৷ বিশ্বের অস্ত্র বাজারের ৫ দশমিক নয় শতাংশ তাদের দখলে৷ ক্রেতা পাকিস্তান, বাংলাদেশ এবং মিয়ানমার৷
ছবি: AP
০৪. ফ্রান্স
চীনের পরেই ফ্রান্সের অবস্থান, গত কয়েক বছরে বিক্রি হওয়া অস্ত্রের ৫ দশমিক ছয় শতাংশ তৈরি করেছে সেদেশে৷ তবে লক্ষণীয় হলো, ফ্রান্সের অস্ত্র রপ্তানির পরিমান আগের চেয়ে কিছুটা কমেছে৷ মূলত মরক্কো, চীন এবং মিশর সেদেশ থেকে অস্ত্র আমদানি করে৷
ছবি: Reuters/ECPAD
০৫. জার্মানি
জার্মানির অস্ত্র রপ্তানির পরিমাণ সিপ্রির হিসেবে গত দশকের তুলনায় অনেক কমেছে৷ বর্তমানে আন্তর্জাতিক বাজারের ৪ দশমিক সাত শতাংশ তাদের দখলে আছে৷ মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং গ্রিস জার্মানির মূল ক্রেতা৷
ছবি: Ralph Orlowski/Getty Images
০৬. যুক্তরাজ্য
অস্ত্র বিক্রির বাজারে যুক্তরাজ্যের অবস্থান ষষ্ঠ, সংখ্যার হিসেবে ৪ দশকিম পাঁচ শতাংশ৷ মূলত সৌদি আরব, ভারত এবং ইন্দোনেশিয়া যুক্তরাজ্য থেকে অস্ত্র আমদানি করে৷
ছবি: Reuters
০৭. স্পেন
স্পেনের দখলে আছে অস্ত্র বাণিজ্যের ৩ দশমিক পাঁচ শতাংশ৷ অস্ট্রেলিয়া, সৌদি আরব এবং তুরস্ক অস্ত্র আমদানি করে স্পেন থেকে৷