1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্যজার্মানি

আর কতদিন মাস্ক পরতে হবে?

৭ জুলাই ২০২০

আর কতদিন জার্মানিতে মাস্ক পরে কেনাকাটা করতে হবে? চ্যান্সেলার ম্যার্কেলের মতে অনেকদিন, তবে বিভিন্ন রাজ্যের রাজনীতিবিদরা ভিন্নমত পোষণ করেন৷

ছবি: picture-alliance/KEYSTONE/E. Bianchi

করোনা সংক্রমণের হার কম থাকায় গত সপ্তাহান্তে মেকলেনবুর্গ ফোরপর্মান রাজ্যের অর্থ ও স্বাস্থ্য বিষয়ক মন্ত্রী হ্যারি গ্লাভে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দেওয়ার দাবি তুলেছিলেন৷ তা নিয়ে সারা দেশে রাজনীতিকদের মধ্যে বিতর্কের সূচনা হয়৷তিনি বলেছিলেন, ‘‘করোনা সংক্রমণের হার যদি এত কম থাকে তাহলে মাস্ক পরার আর তেমন কোনো প্রয়োজনীয়তা আমি দেখছি না৷'' 

লোয়ার স্যাক্সনি রাজ্যের অর্থমন্ত্রী বের্ন্ড আল্টহুসমানও সংক্রমণের হার এমন থাকলে মাস্ক না পরার অনুমতি দেয়ার পক্ষে৷ স্যাক্সনি রাজ্যের সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রী পেট্রা ক্যোপিংয়েরও একই মত৷

তবে সোমবার রাতে মাস্ক পরা নিয়ে নতুন এই বিতর্কের অবসান ঘটিয়ে ম্যার্কেল সরকারের মুখপাত্র আন্দ্রেয়াস টিম জানিয়েছেন, সরকার মনে করে, মেকলেনবুর্গ -ফোরপর্মান রাজ্যে আগের মতোই মাস্ক পরা বাধ্যতামূলক থাকা দরকার৷

রাজনীতিকদের বড় একটা অংশ এখনো মাস্ক পরা বাধ্যতামূলক রাখার পক্ষে৷

কেনাকাটার সময় মাস্ক পরা বাতিলের কঠোর বিরোধিতা করে জার্মান চ্যান্সেলার ম্যর্কেল বলেছেন, ‘‘যেসব জায়গায় সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব নয়, সেসব স্থানে মাস্ক পরা গুরুত্বপূর্ণ এবং বর্তমান পরিস্থিতিতে তা অপরিহার্য৷''

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী ইয়েন স্পান এ বিষয়ে বলেন, ‘‘জনগণ অধৈর্য হওয়ার কারণ আমি বুঝতে পারছি, তারা এখন স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান, কিন্তু ভাইরাস এখনো আছে৷ তাই বদ্ধঘরে মাস্ক পরা জরুরি৷''

এনএস/এসিবি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ