1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘কবে আমাদের বিবেক জাগবে?'

৩০ আগস্ট ২০১৭

রাতে চলন্ত বাসে ধর্ষণ করে হত্যা করা হয় এক তরুণীকে৷ ধর্ষণ ও হত্যার পরও ধর্ষকরা বিকারহীন৷ পৈশাচিক এই ধর্ষণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়৷

Indien Pakistan Symbolbild Vergewaltigung
প্রতীকী ছবিছবি: Getty Images

গত শুক্রবার টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে এক তরুণীকে ধর্ষণের পর হত্যা করে ওই বাসের পাঁচ কর্মী৷ মুঙ্গলবার পাঁচজনকেই গ্রেপ্তার করে পুলিশ৷ আটকদের মধ্যে তিনজন ধর্ষণ ও হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে৷ একটি বহুজাতিক সংস্থায় কর্মরত ওই তরুণী  বগুড়ায় শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশ নিয়ে বাসে করে কর্মস্থল ময়মনসিংহে ফিরছিলেন৷

টুইটারে খবরটি শেয়ার করে তাজিম তাঁর পরিচিত সব নারীকে সতর্ক করার উদ্দেশ্যে লিখেছেন, ‘‘সকল বান্ধবী, ছোটবোন, বড়বোনগণ পড়ুন আর সাবধান হোন৷ সমাজে খারাপ মানুষের অভাব নেই৷''

শামিম রহমান খবরটি পড়ে ক্ষুব্ধ এবং হতাশ৷ তিনি ফেসবুকে লিখেছেন, ‘‘ধর্ষণ রোধে আমাদের অপর্যাপ্ত আইন দেখে আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে৷ কোথায় আমাদের আইন প্রণেতারা? এখন কী করছেন তাঁরা? টেলিভিশনে গেলেই তাঁরা বাচাল হয়ে পড়েন৷ ধর্ষকদের সব ক্ষেত্রে ফাঁসিই হওয়া উচিত৷''

ধর্ষণের খবর এলেই শুরু হয় সাময়িক তোলপাড়৷ তারপর ধীরে ধীরে সবাই তা ভুলে যান৷ এই বিষয়টি লক্ষ্য করে তীব্র হতাশা নিয়ে ফেসবুকে রূপম মজুমদার লিখেছেন, ‘‘পরিবহনে নারীরা নানানভাবে হেনস্থার শিকার হচ্ছেন৷ গোটা দেশ এ নিয়ে উত্তাল হবার কথা ছিল৷ হয়নি৷ কখনোই না৷ কোথাও পরিচ্ছন্নতা নাই৷ কোথাও একাত্তরের মতন চেতনার জোয়ার নেই৷ রাষ্ট্র তৈরি করছে একেকটা বদমাশ৷ ভালো মানুষ হবার শিক্ষা আজ কোথাও দেওয়া হয় না৷ তনুর ধর্ষক/খুনি কে বা কারা, তা-ই তো আমরা জানতে পারলাম না৷ গুরু পাপে লঘু শাস্তিতে পরিসংখ্যানের কলেবরই কেবল বৃদ্ধি পাচ্ছে৷''

অনেকের মতো জামশেদ জনি রিশাদও এ অবস্থার অবসান চান৷ চান ধর্ষকদের কঠোর সাজা৷ দেশে আর কেউ ধর্ষণের শিকার না হোক – এ-ও চান তিনি৷ কিন্তু কবে আসবে সেদিন? ফেসবুকে সেই প্রশ্নটা রেখেছেন তিনি এভাবে, ‘‘আর কত নারী ধর্ষিত হলে, কত মানুষের মৃত্যু হলে, আমাদের বিবেক জাগবে?''

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ