দু’জন নিখোঁজ পর্যটকের আশা ছেড়ে দিলো নিউজিল্যান্ডের পুলিশ৷ হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির হঠাৎ অগ্ন্যুৎপাতের পর তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি৷ অগ্নুৎপাতের ফলে মারা গিয়েছেন ১৯ জন পর্যটক৷
বিজ্ঞাপন
দুজনকে আর পাওয়া গেল না৷ মঙ্গলবার তাঁদের খোঁজ বন্ধ করে দিল নিউজিল্যান্ডের হতাশ পুলিশ৷ বিবৃতি দিয়ে পুলিশ কমিশনার অ্যান্ডি ম্যাকগ্রেগর জানিয়েছেন, ''আমরা নিখোঁজ দু জনের খোঁজ বন্ধ করলাম৷ যদি কোনও নতুন তথ্য সামনে আসে তা হলে আমরা আবার নতুন করে খোঁজ শুরু করব৷ দুই পরিবারকেই আমরা সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি৷''
যাঁদের খোঁজ বন্ধ হল, তাঁরা হলেন নিউজিল্যান্ডের চল্লিশ বছর বয়সী ট্যুর গাইড হেডেন মার্শাল এবং সতেরো বছর বয়সী অস্ট্রেলিয়ার পর্যটক উইনোনা ল্যাঙ্গফোর্ড৷
নিউজিল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কিছু ছবি
নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডের একটি আগ্নেয়গিরির অগ্নুৎপাত শুরু হয়েছে সোমবার৷ ফলে পর্যটকদের জনপ্রিয় গন্তব্যটির আকাশ ধোঁয়ায় ঢেকে যাচ্ছে৷ অগ্নুৎপাতে ইতোমধ্যে অন্তত পাঁচ পর্যটক নিহত হয়েছেন৷
ছবি: Michael Schade/Twitter@sch
শেষ মুহূর্তে নিরাপদ আশ্রয়ে যাত্রা
নিউজিল্যান্ডের হোয়াইট আইল্যান্ডে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের একটি ভিডিও পোস্ট করেছেন পর্যটক মিশায়েল শ্যাডে৷ টুইটারে তিনি লিখেছেন, ‘‘পরিবারের সদস্যসহ আমি বিশ মিনিট আগে দ্বীপটি ত্যাগ করেছি৷ যখন অগ্নুৎপাত দেখেছি, তখন আমরা আমাদের নৌকায় ছিলাম৷’’
ছবি: Michael Schade/Twitter@sch
সাদা ধোঁয়ার কুন্ডলী
হোয়াইট আইল্যান্ডের উপরে ধোঁয়া এবং ধ্বংসস্তূপ দিয়ে তৈরি বিশাল মেঘ দেখা যাচ্ছে৷ দ্বীপটির অস্বাভাবিক, চাঁদের মতো উপরিভাগ অনেক পর্যটককে আকৃষ্ট করে৷
ছবি: Reuters/@Donnacha
হাইকারদের তোলা ছবি
উপর থেকে তোলা দ্বীপটির ছবিটিতে অগ্নুৎপাতের আগের অবস্থা দেখা যাচ্ছে৷ প্রতি বছর দশ হাজারের মতো মানুষ এই আগ্নেয়গিরিটি দেখতে যান৷ তবে, ছবিটি তোলা হাইকাররা অগ্নুৎপাত সম্পর্কে অবগত, নাকি তারা তাদের সফর অব্যাহত রেখেছেন, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি৷
ছবি: Reuters/GNS Science
ঘন মেঘ
নিউজিল্যান্ডের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিটি থেকে উৎক্ষেপিত ছাই, বাষ্প এবং অন্যান্য বস্তুর কারণে সৃষ্ট ঘন মেঘ দেখা যাচ্ছে৷ আগ্নেয়গিরিটির সত্তর শতাংশই মাটির নীচে বলে জানিয়েছে দেশটির এ সংক্রান্ত সংস্থা জিওনেট৷ গত পঞ্চাশ বছরে নিয়মিতই এটিতে অগ্নুৎপাত ঘটছে৷ সর্বশেষ ঘটেছিল ২০১৬ সালে৷
ছবি: Reuters/SCH
আহতরা হাসপাতালে
আগ্নেয়গিরির অগ্নুৎপাতে আহত পর্যটকদের অ্যাম্বুলেন্সে করে দেশটির মূল ভূখণ্ডের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে৷ এতে অন্তত পাঁচ ব্যক্তি নিহত হয়েছেন৷
ছবি: picture-alliance/AP Photo/NZME/K. Shanls
5 ছবি1 | 5
অকল্যান্ডের হাসপাতালে সোমবারই একজন মারা গিয়েছেন৷ ফলে সবমিলিয়ে অগ্নুৎপাতের ফলে উনিশজন মারা গেলেন৷ ওইদিন যখন অগ্নুৎপাত শুরু হয়, তখন সাতচল্লিশ জন পর্যটক সেখানে ছিলেন৷ তেরো জন কিছুক্ষণের মধ্যে মারা যান৷ সঙ্কটজনক অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করা হয়৷ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্দার্ন বলেছেন, ''যদি দেখা যায় প্রাণহানির জন্য কেউ দায়ী, তা হলে, তাদের পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷''