1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আর সমঝোতা নয়'

১১ অক্টোবর ২০১৬

আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস৷ আমাদের সমাজে নারীদের কত ধরনের সমস্যার মোকাবেলা করতে হয়, তা নারীরাই জানেন৷ অমিতাভ বচ্চনের এই ভিডিওতে তুলে ধরা হয়েছে নারীদের কথা৷ তারা বলছেন, ‘আর সমঝোতা নয়'৷

Bangladesh Dhaka Kleidungsherstellung Mitarbeiter
ছবি: DW/M. Mamun

ভিডিওতে তুলে ধরা হয়েছে নারীদের চিন্তাভাবনা কীভাবে এই পুরুষতান্ত্রিক সমাজে এসে চাপা পড়ে যায়৷ পুরুষেরা ধরেই নেন তাদের পরিবারে স্ত্রী-কন্যা সবার নিয়ন্ত্রণ ভার পুরুষদের এবং ‘মহান পুরুষ' মতাদর্শ নারীদের নিষ্পেষিত করে৷ তাই ভিডিওতে নারীকে বিভিন্ন ভূমিকায় উপস্থাপন করা হয়েছে, যে নারী তার মনের কথা স্পষ্ট করে বলতে পারে, যে আর চুপ থাকতে রাজি নয়৷ তবে তাদের কণ্ঠটা পুরুষের৷ আর সেই পুরুষের কণ্ঠটি দিয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন৷ সেখানে তুলে ধরা হয়েছে লিঙ্গ বৈষম্য, তুলে ধরা হয়েছে নানা কুসংস্কারের কথা৷

‘আনব্লাশড' এই ভিডিওটি নির্মাণ করেছে অনেক নারীর সাথে কথা বলে৷ সেই নারীদের মনে হয়েছে, অমিতাভ বচ্চন যেহেতু ভীষণ জনপ্রিয় এবং তাঁর প্রচুর ভক্ত ও অনুসারী রয়েছে, তাই তাঁদের কথা এই মানুষটিই পৌঁছে দিতে পারবেন সবার কাছে৷ তাই কেবল নারীদের ভূমিকায় অমিতাভ নন, নিজের ভূমিকাতেও তিনি নারীদের সমান অধিকারের প্রতি সম্মান জানিয়ে বলে উঠেছেন ‘‘আর সমঝোতা নয়''৷ নারীরা কী চাইছেন বা কী বলছেন জানতে হলে আপনাকে দেখতে হবে ভিডিওটি৷ কীভাবে একজন পুরুষকে ঈশ্বরের মতো ভক্তি করে নারীরা নিজের মনের কথা চেপে রেখে, নিজের ইচ্ছেগুলোকে দমন করছে, শুনুন ভিডিওতে৷

ভিডিওটি ইউটিউবে এক মাসেরও কম সময়ে ১৬ লাখ ১৮ হাজার বার দেখা হয়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যমেও শেয়ার হয়েছে বহুবার৷

এপিবি/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ