1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলজিরিয়া, আরব অঞ্চলে সরকারবিরোধী বিক্ষোভ

২৩ জানুয়ারি ২০১১

আলজিরিয়া এবং ইয়েমেনে সরকার বিরোধী আন্দোলন বিক্ষোভ চলছে৷ অন্যদিকে, টিউনিশিয়ায় নতুন সরকারের বিরুদ্ধে পথে নেমেছে সাধারণ মানুষ৷ তাদের সঙ্গে যোগ দিয়েছে কয়েকশত পুলিশ৷

আলজিরিয়ায় বিক্ষোভছবি: AP

গণতান্ত্রিক সংস্কারের দাবি

গণতান্ত্রিক সংস্কারের দাবিতে শনিবার কয়েক শত মানুষ আলজিরিয়ার রাজধানী আলজিয়ার্সে বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করে৷ প্রতিবাদকারীরা সংসদের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়৷ এসময় গণতন্ত্রপন্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়৷ সরকার বিরোধীপক্ষ সংঘর্ষে কমপক্ষে ৪২ জন আহত এবং দু'জন গুরুতর আহত হয়েছে বলে জানায়৷ তবে সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, সংঘর্ষে আহত হয়েছে ১৯ জন, এদের মধ্যে আট পুলিশ সদস্য রয়েছে৷ বিক্ষোভকারী অনেকের হাতে আলজিরিয়ার পতাকার সঙ্গে টিউনিশিয়ার পতাকাও দেখা গেছে৷ এই আন্দোলনের সঙ্গে টিউনিশিয়ার সাম্প্রতিক আন্দোলনেরও মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷ বিশেষ করে, একটি মুক্ত আলজিরিয়া এবং একটি গণতান্ত্রিক আলজিরিয়া'র দাবি ছিল বিক্ষোভকারীদের স্লোগানে৷

ইয়েমেন শিক্ষার্থীদের বিক্ষোভ

ইয়েমেনের সানা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা সেদেশের প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করে৷ তবে, এসময় প্রেসিডেন্ট আলি আব্দুল্লাহ সালেহ'র পক্ষেও অবস্থান নেয় একদল শিক্ষার্থী৷ প্রতিবাদকারী শিক্ষার্থীরা টিউনিশিয়ার বিপ্লব থেকে সরকারকে শিক্ষা নেওয়ার দাবি জানায়৷ বলাবাহুল্য ২০০৬ সালে আলি আব্দুল্লাহ সালেহ পুর্ননির্বাচিত হন৷ বর্তমানে তাঁর ক্ষমতার মেয়াদ বাড়ানোর তোড়জোড় চলছে৷

ইয়েমেনে শিক্ষার্থীদের আন্দোলন (ফাইল ফটো)ছবি: dapd

মিশরে আন্দোলনের প্রস্তুতি

মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের বিরোধীরা মঙ্গলবার সেদেশে দিনব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে৷ ২০০৫ সালে শান্তিতে নোবেল জয়ী মিশরের শীর্ষস্থানীয় সরকার বিরোধী ব্যক্তিত্ব মোহাম্মদ আল-বারাদেই বলেছেন, যদি টিউনিশীয়রা এটা করতে পারে, তাহলে মিশরীয়রাও তা পারবে৷ বলাবাহুল্য, দিনকয়েক আগে টিউনিশিয়ায় আন্দোলনের মুখে দেশ থেকে পালাতে বাধ্য হন সেদেশের প্রেসিডেন্ট বেন আলি৷

টিউনিশিয়া অব্যাহত আন্দোলন

নবগঠিত সরকারের বিরুদ্ধে পথে নেমেছে টিউনিশিয়ার সাধারণ মানুষ৷ কেননা, বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন পলাতক প্রিসিডেন্ট বেন আলি'র ঘনিষ্ঠরা৷ জনগণ তাদেরকে সরকারে দেখতে চায় না৷ টিউনিসে এই আন্দোলনে শনিবার কয়েক শত পুলিশ সদস্যও যোগ দেয়৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ