ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আলজেরিয়ায়। সাধারণ মানুষকে উদ্ধার করতে গিয়ে মৃত্যু হয়েছে ২৫ জন সেনার। সব মিলিয়ে মৃত ৪২।
বিজ্ঞাপন
ইউরোপ ছেড়ে আগুন ছড়িয়ে পড়েছে আফ্রিকাতেও। উত্তর আফ্রিকার আলজেরিয়া ভয়াবহ আগুনের গ্রাসে। জঙ্গলে ঘেরা পার্বত্য আলজেরিয়ায় জল নেই। তাপমাত্রা ক্রমাগত বাড়ছে। মঙ্গলবার সেখানেই পৌঁছেছিলেন আলজেরিয়ারসেনা জওয়ানরা। আলজেরিয়ার এই অঞ্চলে উপজাতির বাস। তাদের উদ্ধার করতে গিয়েই আগুনের বলয়ে আটকে পড়েন জওয়ানরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ জনের। ১১ জন আহত। তার মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। ৭ জন সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে।
পৃথিবী জ্বলছে...
তাপদাহ তীব্র হচ্ছে, বিশ্বজুড়ে লাখ লাখ হেক্টর বন পুড়ে ছাই হয়ে যাচ্ছে৷ এই মুহূর্তে বিশ্বের নানা দেশে জ্বলতে থাকা আগুনের কয়েকটি চিত্র দেখুন ছবিঘরে৷
ছবি: ROMAN KUTUKOV/REUTERS
রাশিয়া: স্বস্তির অবকাশ নেই
রাশিয়ার বেশ কিছু এলাকায় কয়েক সপ্তাহ ধরে আগুন জ্বলছে৷ উত্তর-পূর্বের ইয়াকুতিয়া ও এর আশেপাশের এলাকা সবচেয়ে ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছে৷ কর্তৃপক্ষের হিসাবমতে, রাশিয়া জুড়ে ২৫০-এরও বেশি স্থানে দাবানল ছড়িয়েছে, জ্বলছে ৮৬ লাখ একর বনভূমি৷
ছবি: ROMAN KUTUKOV/REUTERS
কুয়াশা? না, ছাই!
কেবল আগুনই যে স্থানীয়দের সংকটে পরিণত হয়েছে, এমন নয়৷ ঘন ধোঁয়া এবং ছাই ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাতে ছড়িয়ে পড়ছে৷ ছবিতে দেখা যাচ্ছে সাইবেরিয়ান শহর ক্রাসনোয়ার্স্ক৷ শিশু ও বয়স্কদের জন্য বাড়ির বাইরে শ্বাস নেয়াও কষ্টকর হয়ে দাঁড়িয়েছে৷
ছবি: REUTERS
গ্রিস: নিজভূমে উদ্বাস্তু
গ্রিসের দ্বীপ ইউবোয়ার পেফকি বন্দরে ফেরি দাঁড়িয়ে আছে৷ কিছুক্ষণের মধ্যেই অপর পাশের মূল ভূখণ্ডে অজানার উদ্দেশে পাড়ি জমাবেন বাসিন্দারা৷ যখন ফিরে আসবেন, মোটামুটি নিশ্চিত, তাদের বাড়িঘর কিছুই থাকবে না৷ দমকলের অগ্নিনির্বাপক বিমান আগুনের বিরুদ্ধে লড়াই চালাচ্ছে৷ তবে তাতে কাজ হচ্ছে না৷
ছবি: ALEXANDROS AVRAMIDIS/REUTERS
বেপরোয়া প্রচেষ্টা
সবাই কিন্তু পালিয়ে যাচ্ছেন না৷ অনেকেই নিজেদের বাড়িঘর রক্ষায় দমকলের পাশে দাঁড়িয়ে লড়াইয়ের চেষ্টা করছেন৷ কিন্তু কখনো কখনো এই চেষ্টা সহায়তার বদলে আরো বিপত্তি তৈরি করছে৷ যেমন, ছবির এই ব্যক্তি গাছের ডাল নিয়ে আগুন থামানোর চেষ্টা করছেন৷ নিজেদের বিপদের মুখে ঠেলে কর্তৃপক্ষের জন্য আরো বিপদ তৈরি করছেন অনেকে৷
ছবি: NICOLAS ECONOMOU/REUTERS
তুরস্ক: হুমকিতে আবাসিক এলাকা
গ্রিস এবং ইটালির পাশাপাশি তুরস্কও আগুনের সঙ্গে লড়াই করছে৷ আগুনের লেলিহান শিখা বন থেকে আবাসিক এলাকাতেও থাবা বসাচ্ছে৷ ছবিতে দেথা যাচ্ছে একটি ভবনকে আগুন থেকে বাঁচাতে লড়াই করছেন দমকলকর্মীরা৷ তুরস্কে দাবানলে দেড় লাখ হেক্টরেরও বেশি এলাকা জুড়ে আগুন ছড়িয়েছে৷ দাবানল গ্রাস করেছে আস্ত গ্রামকেও৷
ছবি: KENAN GURBUZ/REUTERS
মার্কিন যুক্তরাষ্ট্র: ডিক্সি ফায়ার
অ্যামেরিকার পশ্চিম উপকূলে ক্যালিফোর্নিয়ায় ৫,৭০০টি আগুন জ্বলছে৷ দাবানলের মৌসুম এখনও শুরুই হয়নি৷ রাজ্যটির ইতিহাসে এই ডিক্সি ফায়ার দ্বিতীয় বৃহত্তম৷ গ্রিনভিল নামের একটি শহর এই আগুনে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে৷ ছবিতে এক দমকলকর্মীকে আগুনের দিকে সতর্ক দৃষ্টি রাখতে দেখা যাচ্ছে৷
ছবি: FRED GREAVES/REUTERS
মরার ওপর খাঁড়ার ঘা
দাবানল তো আছেই, পাশাপাশি সান্তা বারবারা পাহাড়ে তোলা এই ছবির মতো হঠাৎ করেই ছাই ও জ্বলন্ত কয়লার ঘূর্ণি পরিস্থিতি আরো সংকটময় করে তুলছে৷ দাবানলের ফলে আবহাওয়া নিজের মতো করে কিছুক্ষণ পরপরই পালটে যাচ্ছে৷ আগুন নিয়ন্ত্রণে আনতে না পেরে স্থানীয় গভর্নররা এখন ওয়াশিংটনের সহায়তার আশা করছেন৷ আরো অনেক কর্মী ও অগ্নিনির্বাপক বিমান প্রয়োজন৷
ছবি: David McNew/REUTERS
7 ছবি1 | 7
মঙ্গলবার রাতে আলজেরিয়ার প্রেসিডেন্ট জানান, সেনা অন্তত ১০০ জন সাধারণ মানুষকে রক্ষা করতে পেরেছে। কাবাইল অঞ্চল থেকে তাদের সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। প্রধানমন্ত্রী দেশের একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, এখনো পর্যন্ত আগুনে মৃত্যু হয়েছে ৪২ জনের। তবে মঙ্গলবারের ঘটনা এখনো পর্যন্ত সবচেয়ে মর্মান্তিক।
আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স থেকে কাবাইলের দূরত্ব ১০০ কিলোমিটার। পর্বত ঘেরা এই অঞ্চলে যাওয়া কঠিন। জল অত্যন্ত কম। তারই মধ্যে গ্রামবাসীরা বালতিতে জল ভরে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের ফলে সর্বত্র তাপমাত্রা অনেক বেড়ে গেছে।
প্রধানমন্ত্রীর আশঙ্কা, যে ভাবে আগুন ছড়াচ্ছে, তাতে রাজধানী শহরও আক্রান্ত হতে পারে। আগে থেকেই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইউরোপের বহু অঞ্চলে দাবানল হয়েছে। তুরস্কের আগুন ভয়াবহ জায়গায় পৌঁছেছে। এবার আগুন ছড়ালো আফ্রিকাতেও। পরিবেশবিদরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের কারণেই এমন হচ্ছে। জলবায়ুর পরিবর্তন হচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে আগামীতে আরো ভয়াবহতার মুখোমুখি হতে হবে।