২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে জার্মানিতে প্রায় ৭০ হাজার অপ্রাপ্তবয়স্ক শিশু অভিভাবকহীন অবস্থায় প্রবেশ করেছে৷ তাদের প্রকৃত বয়স নির্ধারণে আলট্রাসাউন্ড পদ্ধতি প্রয়োগের চিন্তা করা হচ্ছে৷
ছবি: picture-alliance/dpa/U. Deck
বিজ্ঞাপন
জার্মানিতে আসা অপ্রাপ্তবয়স্ক (বয়স ১৮ বছরের নীচে) ও অভিভাবকবহীন শিশুদের জার্মানি থেকে বিতাড়ন করা হয় না৷ এছাড়া জার্মানিতে আসা মাত্রই তাদের জন্য পড়ালেখা ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়৷
এই সুযোগ নিতে অনেকে তাদের বয়স কমিয়ে থাকে বলে অভিযোগ রয়েছে৷ তাই প্রকৃত বয়স নির্ধারণে প্রথমে এক্স-রে পদ্ধতি ব্যবহারের পরিকল্পনা করা হয়েছিল৷ কিন্তু জার্মানির চিকিৎসকদের সংগঠন এর বিপক্ষে অবস্থান নেয়৷ তারা বলেছে, নীতিগত ও চিকিৎসাজনিত কারণে এই পদ্ধতি সমর্থন করা যায় না৷ এক্স-রে পদ্ধতিতে ব্যবহৃত তেজস্ক্রিয় রশ্মির কারণে শরীরের ক্ষতি হতে পারে বলে জানান চিকিৎসকরা৷ তাছাড়া এক্স-রে'র মাধ্যমে পাওয়া তথ্য কতটা নির্ভুল তা নিয়েও বিতর্ক রয়েছে৷
এই অবস্থায় আলট্রাসাউন্ডের দ্বারস্থ হতে চাইছে জার্মানি৷ এর মাধ্যমে প্রকৃত বয়স নির্ধারণ করা যায় কিনা তা জানতে একটি গবেষণায় এক মিলিয়ন ইউরো দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়৷
২০২০ সাল নাগাদ গবেষণার ফলাফল জানা যেতে পারে৷
মা যখন শরণার্থী
মা যখন জীবন বাঁচাতে শরণার্থী হিসেবে আশ্রয় খুঁজছিলেন, তখন জন্ম হয় ছেলে আলভিন জুনিয়রের৷ ছবিঘরে থাকছে এই আশ্রয়প্রার্থী শরণার্থী মা ও পথিমধ্যে তাঁর সন্তান জন্মদানের গল্প৷
ছবি: Reuters/C. Garcia Rawlins
এর্লি মার্সিয়াল ও আলভিন জুনিয়র
গর্ভবতী মা আর্লি মার্সিয়াল হন্ডুরাস থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে পাড়ি জমান৷ পথিমধ্যে জন্ম হলো আলভিনের৷ নির্ধারিত সময়ের ছয় সপ্তাহ আগেই পৃথিবীর আলো দেখে আলভিন জুনিয়র৷
ছবি: Reuters/C. Garcia Rawlins
হন্ডুরাস থেকে হেঁটে যুক্তরাষ্ট্রে?
তীব্র অর্থকষ্ট ও রাজনৈতিক সহিংসতা এড়াতে হন্ডুরাস থেকে হেঁটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হন আর্লি মার্সিয়াল৷ এ সময় তিনি ছিলেন আট মাসের গর্ভবতী৷ সেই অবস্থায় মার্সিয়াল তার অন্য দুই সন্তানকেও ছোট ঠেলাগাড়িতে চড়িয়ে ধরে রেখেছেন শক্ত হাতে৷
ছবি: Reuters/C. Garcia Rawlins
রাস্তায় বিশ্রাম
পথিমধ্যে ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতেন খোলা আকাশের নীচে, রাস্তার উপর৷ দুই সন্তানকে দুপাশে শুইয়ে দিয়ে ঘুমানোর চেষ্টা করতেন মার্সিয়াল৷ অনিশ্চিত যাত্রা আর সেই সাথে অনাগত সন্তানকে নিরাপদ রাখার উদ্বেগ৷
ছবি: Reuters/C. Garcia Rawlins
নদীতে গোসল
হন্ডুরাস থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার এ লম্বা পথে সন্তান ও নিজের দায়িত্ব নিতে হয়েছে নিজেকেই৷ পথিমধ্যে যাত্রাবিরতি দিয়ে সেরে নিতেন দৈনন্দিন কর্যক্রম৷ ছবিতে দেখা যাচ্ছে দক্ষিণ মেক্সিকোর একটি নদীতে বাচ্চাদের গোসল করাচ্ছেন মার্সিয়াল৷
ছবি: Reuters/C. Garcia Rawlins
শরণার্থী দলের সাথে ট্রাকে
দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে মার্সিয়াল তাঁর সন্তানদের নিয়ে মিশে গেলেন একটি শরণার্থী দলের সাথে৷ লম্বা এ পথের কিছুটা অংশ একটি ট্রাকে করে পাড়ি দেয় শরণার্থী দলটি৷
ছবি: Reuters/C. Garcia Rawlins
রেড ক্রসের সঙ্গে
মেক্সিকোর পুয়েব্লা এলাকায় পৌঁছালে স্থানীয় একটি রেড ক্রস দলের সন্ধান পান মার্সিয়াল৷ রেড ক্রসের এ দলটি শরণার্থীদের স্বাস্থ্যসেবা দিয়ে থাকে৷ অনাগত সন্তানের বিষয়ে কিছুটা শঙ্কামুক্ত হন তিনি৷
ছবি: Reuters/C. Garcia Rawlins
অবশেষে শুভক্ষণ
রেড ক্রসের কর্মীরা মার্সিয়াকে নিয়ে যান হাসপাতালে৷ সেখানেই জন্ম হয় আলভিন জুনিয়রের৷ সন্তানকে কোলে নিয়েই মার্সিয়া ভুলে যান লম্বা পথ পাড়ি দেয়ার কষ্ট৷
ছবি: Reuters/C. Garcia Rawlins
যদি মন গলে ট্রাম্পের
মেক্সিকো সীমান্তের বেড়া থামিয়ে দিলো এ পরিবারটিসহ অন্য শরণার্থীদের যুক্তরাষ্ট্র যাত্রা৷ কিন্তু মা মার্সিয়াল বিশ্বাস করেন আলভিনের জন্ম তাঁর জন্য শুভ আর এতেই মন গলতে পারে ডোনাল্ড ট্রাম্পের৷ ট্রাম্প হয়তো শরণার্থী হিসেবে আশ্রয় দেবেন তাঁদের৷
ছবি: Reuters/C. Garcia Rawlins
8 ছবি1 | 8
চিকিৎসকদের সংগঠন বিএকে'র প্রধান ফ্রাংক উলরিশ এক্স-রে'র পরিবর্তে আলট্রাসাউন্ড ব্যবহারের চিন্তাকে স্বাগত জানিয়েছেন৷ তবে এর ফলে প্রাপ্ত তথ্যের বিশ্বাসযোগ্যতা এখনো নির্ধারিত হয়নি বলেও ডয়চে ভেলেকে জানান তিনি৷
এক্স-রে'র চেয়ে আলট্রাসাউন্ড প্রযুক্তি ভালো বলে প্রমাণিত হলেও শরণার্থীদের নিয়ে কাজ করা সংগঠন ‘প্রো-অ্যাসাইল'এর ব্যার্ন্ড মেসোভিচ এভাবে বয়স নির্ধারণ সমর্থন করছেন না৷ শুধুমাত্র মামলা ও চিকিৎসাজনিত কারণে এক্স-রে ব্যবহারের অনুমতি দেয়া হয় জানিয়ে তিনি বলেন, ‘‘স্বাস্থ্যমন্ত্রী অপ্রাপ্তবয়স্ক অভিভাবকহীন শিশুদের অপরাধীদেরশ্রেণিতে ফেলে দিচ্ছেন৷''
মেসোভিচ বলেন, ‘‘১৯ কিংবা ২০ বছরের কয়েকজন, যারা তাদের ঘর ছেড়ে পালিয়ে এসেছে, তারা যদি বয়সের তথ্য ভুল দিয়ে জার্মানিতে শিক্ষিত হওয়ার ও জার্মান সমাজে সম্পৃক্ত হওয়ার সুযোগ পায়, তাহলে সেটা, তাদের স্বপ্ন ফিকে হয়ে যাওয়ার চেয়ে ভালো৷''