1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলবেনিয়ার অনুন্নত এলাকার জন্য আশার আলো

৯ ডিসেম্বর ২০২০

ইউরোপের দেশ হলেও আলবেনিয়া অনেকটাই পিছিয়ে রয়েছে৷ বিশেষ করে উন্নয়নের অভাবে সেখানকার গ্রামাঞ্চলে জনসংখ্যা কমে যাচ্ছে৷ এক এনজিও বিকল্প জীবিকার সুযোগ দেখিয়ে মানুষের মনে আশার আলো জ্বালানোর চেষ্টা করছে৷

আলবেনিয়ার কোরাব পর্বতমালার পাদদেশে একটি গ্রাম
আলবেনিয়ার কোরাব পর্বতমালার পাদদেশে একটি গ্রামছবি: DW

প্রতিটি ছবির মাধ্যমে আলবেনিয়ার সৌন্দর্য তুলে ধরতে চান ওলসিয়ন লামা৷ নিসর্গের প্রচুর ছবি তুলে তিনি যেন পাহাড়ের মানুষগুলির কাছে প্রমাণ করতে চান, যে তারা বিশ্বের সবচেয়ে সুন্দর জগতে বসবাস করে৷ আলবেনিয়ার সবচেয়ে বড় পরিবেশ সংক্রান্ত এনজিও-র প্রতিনিধি হিসেবে তিনি স্থানীয় মানুষকে আশার আলো দেখাতে চান, যাতে তারা নিজেদের ভিটেমাটি ছেড়ে চলে না যায়৷

আয়ের নতুন উৎস

পাহাড়ের পাদদেশের এক বুদ্ধিমান মালি তাঁকে সেই পথ দেখিয়েছেন৷ বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এই পথ আকর্ষণীয় হতে পারে৷ কষ্ট করে পাহাড়ে খোঁজ করার বদলে নিজেরাই এমন বেরি চাষ করলে কেমন হয়? ওলসিয়ন লামা নিশ্চিত যে এমন প্লান্টেশন মানুষের আয়ের পথ খুলে দিতে পারে৷

মালি হিসেবে জিয়া কেশি আদর্শ এক মানুষ৷ কেশি অনেক বছর ইটালিতে মিস্ত্রী হিসেবে কাজ করেছেন৷ সঞ্চয়ের অর্থ বিনিয়োগ করে তিনি পাঁচ বছর আগে আরোনিয়া বেরি চাষ শুরু করেন৷ আলবেনিয়ার পূর্বে কোরাব পর্বতমালার পাদদেশে সেই কাজে সাফল্যও পেয়েছেন তিনি৷ ২০২০ সালের জুলাই মাস থেকে তিনি এমনকি জার্মানির এক অরগ্যানিক সার্টিফিকেটও পেয়েছেন৷ ফলে তিনি অত্যন্ত গর্বিত৷ জিয়া বলেন, ‘‘এখানে আমি কোনো সার ব্যবহার করি না৷ উপরে জঙ্গলে যেমন পরিবেশ, এখানেও তাই৷ মাটিতে ব্যাকটিরিয়া, হামাসের কারণে গাছগুলি শক্তিশালী হয়ে ওঠে৷’’

আলবেনিয়ার গ্রামে মানুষ কমে যাচ্ছে

05:21

This browser does not support the video element.

কেশিকে বিপণনের কথা ভাবতে হয় না৷ খামারেই সব ফসল বিক্রি হয়ে যায়৷ বিশেষ করে পরীক্ষানিরীক্ষার কারণেই তাঁর এই সাফল্য৷ যেমন কিউবার রেডলাভ আপেল গাছ লাগিয়ে খুব লাভ হয়েছে৷ এমনকি চীন থেকে আনা গোজি বেরিও দিব্যি বেড়ে উঠছে৷ কেউ সেই পথে এগোতে চাইলে তাঁর কাছে অনেক চারাগাছও রয়েছে৷

সাধারণ মানুষের উপকারের উদ্যোগ

ওলসিয়ন লামা পাহাড়েও এমন আইডিয়া ছড়িয়ে দিতে চান৷ তিনি নিয়মিত স্থানীয় বনকর্মী, পশু চিকিৎসক ও কৃষি বিশেষজ্ঞদের সঙ্গে সাক্ষাৎ করেন৷ তাঁরা পাহাড়ের ক্ষুদ্র চাষিদের ঋণ বা পশু কেনার বিষয়ে পরামর্শ দিতে চান৷ কিছু জায়গায় বোর্ড টাঙিয়ে ও তথ্যের কিয়স্ক তৈরি করেও প্রায় কারও আগ্রহ জাগানো গেল না৷ করোনার ঝুঁকির কারণে ট্রেকাররা পাহাড় এড়িয়ে চলেছেন৷ বর্তমানে আলবেনিয়া প্রায় বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে৷ ফলে পাহাড়ের উপর মানুষ ও প্রাণী নিজেদের মধ্যেই রয়েছে৷ চারিদিকে সহজসরল জীবনযাত্রার ছাপ৷

বিক্রিবাটা কমে গেলেও মেষপালক হিসেবে আমরি ফিদা সেখানেই থেকে গেছেন৷ অনেক সমবয়সি সতীর্থ সেখান থেকে চলে গেছে৷ এনজিও-প্রতিনিধি লামা সবকিছু নথিভুক্ত করছেন এবং মানুষের দৈনন্দিন সমস্যার কথা শুনছেন৷ তারা বলছে, চারণভূমি কমে চলেছে, মেষপালকের সংখ্যাও কমছে৷ এর পরিণতি হিসেবে পাহাড়ে চারণক্ষেত্র শুকিয়ে যাচ্ছে৷ লামা বলেন, ‘‘প্রতি বছর ভেড়ার সংখ্যা কমে চলেছে এবং চারণক্ষেত্র ঝোপঝাড়ে ভরে যাচ্ছে৷ বিভিন্ন চারণভূমি হারানো তাদের জন্য কঠিন সমস্যা৷’’

আলবেনিয়ার কোরাব পর্বতমালার পাদদেশে একটি গ্রামের বাসিন্দাছবি: DW

পাহাড়ের জীবনযাত্রার আকর্ষণ

আমরির পরিবার গ্রীষ্মের শেষ মাসগুলি পাহাড়ের উপরেই কাটিয়েছে৷ শীতের সময়ে তারা আবার নীচে গ্রামে চলে যাবে৷ আমরির মা আর ছেলেকে নিয়ে চিন্তা করেন না৷ সে মায়ের কাছ থেকে শিখেছে, যে তার জীবন শহুরে মানদণ্ডে মনোরম না হলেও একশো বছর আগে পূর্বপুরুষদের তুলনায় অনেক ভালো হয়ে উঠেছে৷ আমরি বলেন, ‘‘আমার বড় গাড়ি থাকলে ভালই হতো৷ আমি কি প্রকৃতির মাঝে এখানকার স্বাভাবিক জীবন ভালবাসি? আমাকে সেই সিদ্ধান্ত নিতে হবে৷ বড় শহরে কিন্তু এমন পরিবেশ পাওয়া একেবারেই সম্ভব নয়৷’’

ওলসিয়ন লামা বলেন, ‘‘আগামী বছরগুলিতে আমরা এই অনুভূতি আরও শক্তিশালী করে তুলতে চাই৷ তারা যাতে এখানে থেকেও উপকৃত হতে পারে, সেটা সম্ভব করতে হবে৷’’

আমরি ফিদার পরিবারের মনে সম্ভবত কোনো সংশয় নেই৷ পূর্বপুরুষদের তৈরি সাধারণ কুটিরের পাশে তাদের আরও ভালো পাকা বাড়ি তৈরি হয়েছে৷ নতুন প্রজন্ম সাফল্যের মুখ দেখছে৷

হলগার ত্রেসাক/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ