1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলমগীর আটক, হরতালের আগেই ছড়াচ্ছে উত্তাপ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১১ ডিসেম্বর ২০১২

বাংলাদেশে বিরোধী দল বিএনপি’র নেতৃত্বে ১৮ দল মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে৷ নির্বাচনের সময় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের এই হরতাল৷ তবে এই হরতালের আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে৷

Police cordon the office of the main opposition party BNP in Naya Paltan, Dhaka, Bangladesh. Aufnahmeort: Dhaka, Afnahmedatum: 11.03.2012 Copyright: DW
ছবি: DW

নয়াপল্টনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয় সোমবার সন্ধ্যায়৷ কয়েক ঘণ্টা তিনি বিএনপি কার্যালয়ে অবরুদ্ধ থাকার পর বাইরে বের হলে তাঁকে ভ্যানে তুলে নেয় পুলিশ৷

এর আগে প্রায় সারা দিন বিএনপি'র কেন্দ্রীয় কার্যলয় অবরুদ্ধ করে রাখে পুলিশ৷ আর সে কারণেই সোমবারের নির্ধারিত প্রতিবাদ সমাবেশ বাতিল করে বিএনপি৷ আর গ্রেপ্তার হওয়ার আগে মির্জা ফখরুল কেন্দ্রীয় কার্যলায়ে এক সংবাদ সম্মেলনে তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তারের আশঙ্কা প্রকাশ করেন৷

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ফাইল ফটো)ছবি: DW

সারা দিন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে পুলিশ তাদের অন্তত ৪০ জন নেতা-কর্মীকে আটক করে৷ আর রবিবারের অবরোধে গাড়ি ভাঙচুর এবং পুলিশের ওপর হামলার দায়ে ৩৮টিরও বেশি মামলা করা হয়৷ অবরোধের মামলায় ঢাকায় মোট আটক করা হয়েছে ১৬২ জনকে আর সারা দেশে ২৪০ জনকে৷

পুলিশ দাবি করেছে যে, মির্জা ফখরুলকে কোনো মিথ্যা মামলায় নয়, সুনির্দষ্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে৷ ডিএমপি'র মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানান, অবরোধের দিন সিটি কর্পোরেশনের একটি গাড়িতে হামলার মামলায় মির্জা ফখরুল এবং রুহল কবির রিজভী এজাহারভুক্ত আসামি৷

এদিকে মির্জা ফখরুল গ্রেপ্তার হওয়ার পর এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি নেতা রুহুল কবির রিজভী মঙ্গলবারের হরতাল আরো কঠোরভাবে পালনের ঘোষণা দিয়েছেন৷ তিনি বলেছেন, মামলা আর অত্যাচার অথবা নির্যাতন চালিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না৷

বিএনপি'র নেতৃত্ব ১৮ দলের সারা দেশে আজকের সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচিতে পুলিশও প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে৷ উপ-পুলিশ কমিশনার মনিরুল ইসলাম জানান, মোবাইল কোর্ট ছাড়াও পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে৷

এই পরিস্থিতিতে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ ফলে গত রাত থেকেই রাজধানীর রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যায়৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ