সহশিক্ষার্থীদের হাতে নির্যাতনের শিকার হয়ে অসংখ্য কিশোর, তরুণ ভয়াবহ মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়েন৷ জীবনের সবচেয়ে সুন্দর সময় হয়ে পড়ে বিষাদগ্রস্ত৷
বিজ্ঞাপন
তবে সবাই চুপ থাকেন না৷ যেমন থাকেনি কিটন জোন্স৷ যুক্তরাষ্ট্রের টেনেসি মিডল স্কুলের ছাত্র জোন্স দিনের পর দিন সহপাঠিদের নানা নির্যাতনের মুখোমুখি হয়৷ একসময় এমন অবস্থা দাঁড়ায় যে ১১ বছরের জোন্সের পক্ষে স্কুলের প্রতিটি দিন অসহনীয় হয়ে পড়ে৷
একদিন মায়ের কাছে কান্নায় ভেঙে পড়ে জোন্স খুলে বলে সব কিছু৷ আর সেই কান্নার দৃশ্য ভিডিও করে পোস্ট করা হয় সামাজিক যোগাযোগের মাধ্যমে৷এর পর থেকে লক্ষ লক্ষ মানুষ এ ভিডিওটি দেখে৷ শেয়ার হয় অসংখ্যবার৷
মন্তব্যকারীদের অনেকেই লেখেন, ঘরে ঠিকমতো শিক্ষা দেয়া না গেলে শিশুরা এ ধরনের নিষ্ঠুরতা শেখে৷ আবার অনেকেই লেখেন, নির্যাতনের কথা তুলে ধরে জোন্স সাহসের পরিচয় দিয়েছে৷ জোন্সের পক্ষ নিয়ে অনেক জনপ্রিয় তারকা টুইটারে মন্তব্য করেছেন, যার মধ্যে ছিলেন রিয়ানা, ক্রিন্স এভান্সের মতো তারকারাও৷ আর এ সব কিছুর মধ্যেই সহপাঠিদের নির্দোষ মজা যে অনেক সময় শিশুমনে গভীর ক্ষত তৈরি করে এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে৷
শিশুর ঘরেও প্রযুক্তির ছড়াছড়ি
বেবি ক্যামেরা, মোজায় নাড়ি মাপার ব্যবস্থা, বাতাসে দূষণের অ্যালার্ম – জার্মানির কোলন শহরে শিশু ও কিশোর সংক্রান্ত এক অভিনব বাণিজ্যমেলায় বাবা-মায়েদের জীবন সহজ করে তুলতে এ সব উদ্ভাবন তুলে ধরা হচ্ছে৷
ছবি: picture-alliance/O.Berg
কিছুই গোপন থাকে না
সবে জন্ম হলো, প্রায় সঙ্গে সঙ্গে ক্যামেরা চালু৷ সদ্যোজাত শিশুদের ক্ষেত্রেও ডিজিটাল প্রযুক্তি প্রয়োগের প্রবণতা বাড়ছে৷ শুধু ঘরে বসে নয়, বাইরে থেকেও ইন্টারনেটের মাধ্যমে তাদের উপর নজর রাখার জন্য ভিডিও ক্যামেরা রয়েছে৷ এই সব বাবা-মা অবশ্য নিজেরাও সাধারণত বেশ প্রযুক্তি সচেতন৷
ছবি: picture-alliance/dpa/O.Berg
শিশুর ঘরে নজরদারি
ট্যাবলেটের মাধ্যমে ডিজিটাল ক্যামেরা চালাতে আলাদা অ্যাপ রয়েছে৷ সেই ক্যামেরা আবার শিশুর ঘরের তাপমাত্রা, বাতাস ইত্যাদি পরিমাপ করে তার হিসেব রাখে৷ এবারের বাণিজ্যমেলায় ৫০টি দেশের ১,২৩০টিরও বেশি সংস্থা অংশ নিচ্ছে৷ তাদের অনেকেই এমন নজরদারির ব্যবস্থা তুলে ধরছে৷ আজকাল বাবা-মায়েরা বেশ অনিশ্চয়তায় ভোগেন বলে এমন সমাধানসূত্রের চাহিদা বাড়ছে৷
ছবি: picture-alliance/O.Berg
বাবা-মা লক্ষ্য রাখছে
শিশু কান্না জুড়ে দিলে এঞ্জেলকেয়ার কোম্পানির ক্যামেরা-সিস্টেম অ্যালার্ম বাজিয়ে দেয়৷ বাবা-মা মনিটারে দেখতে পান, তাদের শিশু কী করছে৷ শিশু নিয়মিত নড়াচড়া করছে কিনা, বিছানায় পাতা বিশেষ চাদর আবার সেদিকে খেয়াল রাখে৷ শিশু স্থির থাকলে ২০ সেকেন্ড পর অ্যালার্ম বেজে ওঠে৷
ছবি: picture-alliance/dpa/O.Berg
সবদিকেই নজর
একাধিক সন্তান থাকলে অথবা শিশুর ঘরের প্রতিটি অংশের উপর নজর রাখতে চাইলে লুভিয়ন’ কোম্পানি একাধিক ক্যামেরা-বিশিষ্ট এক সিস্টেম বিক্রি করছে৷ বাবা-মা নিশ্চিন্তে সোফায় বসে মনিটরে সব ক্যামেরার ছবি দেখতে পারেন৷
ছবি: picture-alliance/O.Berg
শিশুর স্বাস্থ্য পরীক্ষা
একই যন্ত্র দিয়ে শিশুর রক্তচাপ, অক্সিজেন, হৃদযন্ত্র পরিমাপ করা যায়৷ রিস্টব্যান্ড, মোজা অথবা রম্পারের মাধ্যমে বাবা-মা তাদের শিশুর শরীরের নানা ক্রিয়ার উপর নজর রাখতে পারেন৷ বিশেষজ্ঞদের মতে, গোটা বিশ্বে এমন ‘বেবি ওয়্যারেবেল্স’-এর বাজারে প্রায় ৯০ কোটি ইউরো লেনদেন হয়৷ ২০২৪ সাল পর্যন্ত সংখ্যাটা ১৩০ কোটি ছুঁতে চলেছে৷
ছবি: O.Berg/picture-alliance
ঘরের মধ্যেই দূষণ অ্যালার্ম
কাঠের তৈরি পাখির বাসার মতো দেখতে হলেও এই যন্ত্র আসলে ঘরের বাতাস বিশ্লেষণ করে৷ নেদরাল্যান্ডসের এক কোম্পানি ‘ফার্স্ট ব্রেথ’ নামের এই ডিভাইস তৈরি করেছে৷ বাতাসে ক্ষতিকারক পদার্থ শনাক্ত করলেই তাতে অ্যালার্ম বেজে ওঠে৷ আসবাবপত্র, ঘর পরিষ্কারের তরল ক্লিনার, পশুর রোম অথবা রান্নাঘরের ধোঁয়াও শিশুর স্বাস্থ্যের ক্ষতি করতে পারে৷
ছবি: picture-alliance/dpa/O.Berg
ঘরে-বাইরে ‘মুশকিল আসান’
প্রযুক্তির ছোঁয়া না থাকলেও এই বহুমুখী খাটের অভিনবত্ব কম নয়৷ ‘লা মুল্টি’ নামের এই ‘মুশকিল আসান’ আসবাবকে সহজেই বিছানা, দোলনা, বাথটব, চেয়ার অথবা ডায়াপার বদলানোর ইউনিটে পরিণত করা যায়৷ বিশেষ করে বাইরে বেড়াতে গেলে ‘লা মুল্টি’ বড় কাজে লাগে৷ এটি ভাঁজ করে সুটকেসের মতো টেনে নিয়ে যাওয়া যায়৷