1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘আলান কুর্দি'র অভিবাসীদের অন্য জাহাজে স্থানান্তর

১৩ এপ্রিল ২০২০

উদ্ধারকারী জাহাজ ‘'আলান কুর্দি” থেকে অন্য একটি জাহাজে আটকে পড়া অভিবাসীদের স্থানান্তর করবে ইটালি৷ করোনা ভাইরাসের কারণে সেখানে তাদের কোয়ারান্টিনে থাকতে হবে৷

Rettungsschiff Alan Kurdi | Hilfsorganisation Sea Eye
ছবি: picture-alliance/dpa/Sea-Eye/K. Jäger

ব্যক্তিমালিকানার জার্মান জাহাজ ‘আলান কুর্দি' থেকে অভিবাসীদের অন্য জাহাজে নেয়া হবে বলে রোববার ঘোষণা দিয়েছেন ইটালির পরিবহণ মন্ত্রী৷ এই জাহাজের আরোহীদের নিয়ে এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মুখে পড়েছে রোম৷ জাহাজের শরণার্থীদের ইটালিতে প্রবেশের বদলে অন্য একটি জাহাজে তাদের স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷ সেখানে ইটালির স্বাস্থ্য কর্মকর্তা এবং রেডক্রসের কর্মীরা তাদের পরীক্ষা করবেন৷ এরপর তাদের অন্য একটি জাহাজে নিয়ে গিয়ে কোয়ারান্টিনে রাখা হবে৷

মন্ত্রী জানান, সিসিলির কোস্ট গার্ডের সহায়তায় এ কাজটি করবেন তারা৷ তবে এই অভিবাসীদের ঠিক কতদিন কোয়ারান্টাইনে থাকতে হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি৷ গত সোমবার লিবিয়া উপকূল থেকে কাঠের নৌকায় ভাসমান অন্তত ১৫০ অভিবাসীকে জাহাজে তোলে ‘আলান কুর্দি”৷ এদের মধ্যে একজনের শারীরিক অবস্থা খারাপ হওয়ায় লাম্পেদুসায় নেয়া হয়৷ জাহাজটিতে অতিরিক্ত মানুষ থাকায় করোনা আতঙ্কে মাল্টা বা ইটালি তাদের বন্দরে ভিড়তে দেয়নি৷

পথ খুঁজছে জার্মানি

উদ্ধারকারী জার্মান জাহাজটি বেসরকারি সাহায্যকারী সংস্থা সি-আই অ্যান্ড সেইলস এর৷ এ কারণে ইটালি এটির জার্মানির বন্দরে নোঙ্গর করা উচিত বলে চাপ প্রয়োগ করে আসছিলো৷

শুক্রবার জার্মানির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, জাহাজটি কোথায় ভিড়তে পারে এমন একটি বিকল্প বন্দরের কথা ভাবছে তারা৷ এ ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে দেশটি৷ রবিবার এক বিবৃতিতে ইটালি জানিয়েছে, আলান কুর্দি নিজ দেশে ফিরে যেতে অস্বীকৃতি জানানোয় এর আরোহীদের অন্য জাহাজে স্থানাস্তর জরুরি হয়ে পড়েছে৷ চলতি করোনা সংকটের কারণে জাহাজটিকে বন্দরে প্রবেশ না করতে দেয়ার উপর বেশ চাপ রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ৷

সি আই অ্যান্ড সেইলস এর মুখপাত্র গর্ডেন ইসলার সংবাদ সংস্থা ডিপিএর সঙ্গে আলাপকালে ইটালির এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন৷ এজন্য কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি৷ ইটালি বরাবরই ভূ-মধ্য সাগরে অবৈধ অভিবাসীদের উদ্ধারের জন্য জার্মান এনজিওগুলোর সমালোচনা করে আসছে৷ কেননা এরা বরাবরই ইটালির সৈকতে এনে শরণার্থীদের রেখে যায়৷

এরকম একটি অভিযোগে উদ্ধারকারী জাহাজ সি-ওয়াচ এর ক্যাপ্টেন জার্মান নাগরিক কারোলা রাকেটেকে গত গ্রীষ্মে গ্রেপ্তার করেছে ইটালি৷

এপিবি/কেএম (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ