1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যুগলকে গণপিটুনির ঘটনায় নচিকেতার প্রতিক্রিয়া

২ মে ২০১৮

মেট্রোতে একে অপরকে জড়িয়ে ধরার অপরাধে এক যুগলকে কলকাতার দমদম স্টেশনে গণপিটুনির শিকার হতে হয়েছে৷ এই ঘটনার প্রতিবাদ করছে পুরো কলকাতা৷ সংবাদ প্রকাশের পর গানের শিল্পী নচিকেতার তাৎক্ষণিক প্রতিক্রিয়াটি ভাইরাল হয়েছে ফেসবুকে৷ 

Pärchen in Decke eingewickelt
ছবি: picture-alliance/Bildagentur-online/Tetra Images

সোমবার রাতে এই ঘটনা ঘটে৷ তাদের অপরাধ, মেট্রোতে তারা একে অপরকে জড়িয়ে ধরেছেন৷ ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজারে এ খবর ছাপার পরপরই উঠেছে প্রতিবাদের ঝড়৷

গানের শিল্পী নচিকেতা এক ভিডিও বার্তায় এর প্রতিবাদ করে বলেছেন, এই দেশে প্রকাশ্যে মূত্রত্যাগ করা অপরাধ না হলেও চুমু খাওয়া অপরাধ৷

নচিকেতার এই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আনন্দবাজারের ফেসবুক পাতায় শেয়ার হওয়ার পর ভাইরাল হয়ে গেছে৷ ভিডিওতে ছেলেটি ও মেয়েটির গণপ্রহারের কিছু ছবিও সংযোজন করা হয়েছে৷

মাত্র চব্বিশ ঘণ্টায় ফেসবুকে এই ভিডিওটি দেখা হয়েছে প্রায় পাঁচলাখ বার৷ আর শেয়ার হয়েছে ১০ হাজারে বারের বেশি৷ রিঅ্যাকশন ইমো জমা পড়েছে ১৬ হাজারটি৷

আনন্দবাজারের প্রতিবেদন বলছে, গণপিটুনি যাঁরা দিয়েছেন তাঁদের অধিকাংশই ছিলেন বয়সে বৃদ্ধ অথবা প্রৌঢ়৷

এইচআই/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ