1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলেকজান্ডারের সমাধি সন্ধান

২৮ আগস্ট ২০১৪

গ্রিসের উত্তরাঞ্চলের অ্যাম্ফিপোলিস শহরে একটি সমাধির সন্ধান পাওয়া গেছে৷ প্রায় ৫৯০ মিটার দীর্ঘ এই সমাধিটি কার, তা নিয়ে সে দেশের মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে৷

Mazedonien Denkmal Alexander der Große in Skopje
ছবি: picture-alliance/dpa

অনেকে মনে করছেন এটা হয়ত প্রাচীন বিশ্বের সর্বাধিক সমাদৃত ‘আলেকজান্ডার দ্য গ্রেট'-এর সমাধি হতে পারে৷ অবশ্য গ্রিসের সংস্কৃতি মন্ত্রণালয় বলছে সেটা হওয়ার সম্ভাবনা নেই৷ তবে গ্রিসে এখন পর্যন্ত যত সমাধি পাওয়া গেছে তার মধ্যে এটাই সবচেয়ে বড়৷

উল্লেখ্য, সমাধি খননের কাজ এখনো চলছে৷ নতুন এই প্রত্নতত্ত্ব নিয়ে গ্রিসের সাধারণ মানুষ এতই কৌতূহলী হয়ে উঠেছেন যে, সরকারি টেলিভিশনে প্রতিদিন খননের সর্বশেষ পরিস্থিতি জানানো হচ্ছে৷ এছাড়া খননকাজের আশেপাশে মানুষের ভিড় বেড়ে যাওয়ায় সেখানে পুলিশ নিয়োগ করা হয়েছে৷

খৃষ্টপূর্ব ৩২৩ সালে মাত্র ৩২ বছর বয়সে মারা যান মহাবীর আলেকজান্ডার৷ নিজের মতো করে পৃথিবীর মানচিত্রটা বদলে দিতে চাওয়া এই যোদ্ধা ব্যাবিলনে মৃত্যুবরণ করেন৷ তবে তাঁর সমাধিটা যে কোথায় আছে, প্রত্নতাত্ত্বিকদের কাছে আজও সেটা অজানা৷ অনেক বিশেষজ্ঞের মতে, মিশরের আলেকজান্দ্রিয়া শহরে হয়ত তাঁর সমাধি রয়েছে৷

এদিকে, গ্রিসের যে স্থানে খননকাজ চলছে, মহাবীর আলেকজান্ডারের মৃত্যুর পর সেই শহরে চলে গিয়েছিলেন তাঁর স্ত্রী ও সন্তান৷ সেখানে আলেকজান্ডারের মা, স্ত্রী, ছেলে, ভাই, ভাবীকে হত্যা করা হয়৷ ফলে আবিষ্কৃত হতে যাওয়া সমাধিটি তাঁদেরও হতে পারে বলে মনে করা হচ্ছে৷

আরেকদল বিশেষজ্ঞের মতে, সমাধিটি আলেজান্ডারের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারও হতে পারে৷

২০১২ সালে খননকাজ শুরু হওয়া এই সমাধিটি বড় বড় পাথর দিয়ে ঘেরা ছিল৷ ফলে সমাধির মূল্যবান জিনিসগুলো অরক্ষিত থাকবে বলে আশা করেছিলেন প্রত্নতাত্ত্বিকরা৷ কিন্তু পরে জানা যায়, তাঁদের ধারণা ঠিক নয়৷ দেয়াল ফুটো করে অনেক আগেই সেখানে চোরের পা পড়েছিল৷

জেডএইচ/ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ