1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলেপ্পোয় নিহত ৭৬

১৬ ডিসেম্বর ২০১৩

আলেপ্পোয় বিদ্রোহী অধিকৃত এলাকায় হেলিকপ্টার এবং বিমান থেকে বিস্ফোরক ফেলে ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে আসাদ সরকারের অনুগত বাহিনী৷ মৃতের সংখ্যা ৭৬৷ এর মধ্যে ২৮ জন শিশু৷

Luftangriffen auf Aleppo 15.12.2013
ছবি: Reuters

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস-এর দেয়া তথ্য অনুযায়ী রোববার হেলিকপ্টার এবং বিমান থেকে আলেপ্পোয় বেশ কিছু বিস্ফোরকপূর্ণ ব্যারেল ফেলেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনী৷ ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংস্থাটি এ পর্যন্ত ৭৬ জন নিহত হবার খবর নিশ্চিত করেছে৷ সংস্থাটিকে উদ্ধৃত করে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৭৬ জনের মধ্যে ২৮ জনই শিশু৷

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোয় ২০১২ সালের মাঝামাঝি হামলা চালায় আসাদ সরকার বিরোধীরা৷ শহরের একটা বড় অংশ এখন তাদের নিয়ন্ত্রণে৷ সেই অংশেই হামলা চালানো হয় রোববার৷ হামলায় অনেক ঘর-বাড়ি মাটিতে মিশেছে, অনেক গাড়ি পুড়ে গেছে বলেও দাবি করেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷

খাদ্য সহায়তা পৌঁছাতে পারছে না মানবাধিকার সংস্থাগুলোছবি: AFP/Getty Images

এদিকে গত কয়েক মাসের চেষ্টার পর অবশেষে সিরিয়ার উত্তর-পূর্বের কিছু এলাকায় মানবিক সহায়তা নিয়ে পৌঁছেছে জাতিসংঘের দুটি বিমান৷ নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় এতদিন যুদ্ধবিদ্ধস্ত এলাকাটিতে প্রবেশ করা যাচ্ছিল না৷ স্থলপথে প্রবেশ করা সম্ভব না হওয়ায় শেষ পর্যন্ত বিশ্ব খাদ্য কর্মসূচি (ডাব্লিউএফপি) সহ আরো কিছু সংস্থার উদ্যোগে সংগ্রহ করা খাদ্য ও অন্যান্য মানবিক সহায়তা বিমান যোগে নিয়ে যাওয়া হয় সেখানে৷ বিমান দুটির প্রত্যেকটিতে ৩৬ টন করে খাদ্য এবং অন্যান্য পণ্য নেয়া হয়েছে৷

তবে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, দামেস্কের কাছের কিছু বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় খাদ্য সহায়তা পৌঁছাতে পারছে না মানবাধিকার সংস্থাগুলো৷ বাশার আল আসাদের অনুগত বাহিনী তাদের বাধা দিচ্ছে৷ সোমবার জাতিসংঘ এক বিবৃতির মাধ্যমে প্রায় ৯০ লাখ সিরীয়র জন্য জরুরি ভিত্তিতে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া দরকার জানিয়ে কিছু এলাকায় প্রবেশের সুযোগ দাবি করেছে৷ প্রতিবেদনটিতে বলা হয়, সিরীয় সরকার বিদ্রোহী অধিকৃত এলাকাগুলোর মানুষদের খাদ্যাভাব জিইয়ে রেখে ধীরে ধীরে তাদের মেরে ফেলতে চাইছে৷

এসিবি/জেডএইচ (এপি,এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ