1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলেপ্পোতে আবারও বোমাবর্ষণ শুরু

১৪ ডিসেম্বর ২০১৬

রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় মঙ্গলবার রাতে একটি চুক্তি সই হয়েছিল৷ এর আওতায় পূর্ব আলেপ্পোতে থাকা সাধারণ জনগণ ও বিদ্রোহীদের নিরাপদে শহর ছাড়ার সুযোগ তৈরি হয়েছিল৷

আলেপ্পোর বর্তমান অবস্থা
এক সময়ের সমৃদ্ধ শহর আলেপ্পোর বর্তমান অবস্থাছবি: picture-alliance/dpa/TASS/T. Abdullayev

চুক্তির পরপরই নাগরিক ও বিদ্রোহীদের স্থানান্তর প্রক্রিয়া শুরু করতে সরকারি কয়েকটি বাস অপেক্ষায় ছিল৷ কথা ছিল বুধবার স্থানীয় সময় সকাল ৫টায় এই প্রক্রিয়া শুরু হবে৷ কিন্তু তা হয়নি৷ প্রথমে শোনা যায় স্থানান্তর প্রক্রিয়া বৃহস্পতিবার পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছে৷ আর এখন শোনা যাচ্ছে যুদ্ধবিরতি ভেঙে গেছে৷ ফলে সেখানে আবারও বোমাবর্ষণ শুরু হয়েছে৷ বাসগুলোও সরে গেছে৷

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, সিরীয় বিদ্রোহীরা যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দেয়ায় সিরিয়ার সেনাবাহিনী আবারও অভিযান শুরু করেছে৷ তবে সিরীয় বিদ্রোহীরা চুক্তি ভঙ্গের জন্য ইরানকে দায়ী করছে৷

এদিকে, পূর্ব আলেপ্পোতে থাকা নাগরিকদের আশ্রয় দিতে একটি ‘তাঁবু শহর’ গড়ে তোলা হবে বলে জানিয়েছেন তুরস্কের উপ প্রধানমন্ত্রী মেহমেট সিমসেক৷ সেখানে প্রায় ৮০ হাজার মানুষের সংকুলান হবে বলে এক টুইটে জানিয়েছেন তিনি৷ তবে কোথায় এই শহরটি গড়া হবে তা তিনি বিস্তারিত জানাননি৷

বানা কোথায়?

সাত বছরের শিশু বানা আলাবেদ তার মায়ের সহায়তায় পূর্ব আলেপ্পো থেকে টুইট করে৷ তার অনুসারীর সংখ্যা পৌনে তিন লাখ ছাড়িয়ে গেছে৷ হামলায় তাদের বাসস্থান ধ্বংস হয়ে গেছে৷ এখন সে ও তার পরিবার গোপনে অবস্থান করছে৷ সেখান থেকেও টুইট করছে বানা৷ সবশেষ মঙ্গলবার একটি টুইট করেছে সে৷ সোমবার করা আরেক টুইটে তার বাবার আহত হওয়ার খবর দিয়েছে বানা৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স, এপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ