1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আলেপ্পোর উন্নয়নে জার্মানির সহায়তা

২৭ ডিসেম্বর ২০১৬

যুদ্ধ শুরুর আগে সিরিয়ার জনসংখ্যা ছিল প্রায় দুই কোটি ৩০ লক্ষ৷ এর মধ্যে বর্তমানে প্রায় এক কোটি ৩৫ লক্ষ মানুষের মানবিক সাহায্য প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ৷

সিরিয়ার এক ডাক্তার
ছবি: imago/ZUMA Press

এর মধ্যে প্রায় ৯০ শতাংশের চিকিৎসা সহায়তা প্রয়োজন৷ দেশটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোর পূর্বাংশের নিয়ন্ত্রণ এখন সরকারের হাতে৷ কয়েকবছর সেটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল৷ সম্প্রতি রাশিয়ার সহায়তায় সরকারি বাহিনী অভিযান চালিয়ে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেয়৷ এই অভিযান ছাড়াও গত কয়েক বছরের যুদ্ধে আলেপ্পোর হাসপাতাল ও ক্লিনিকগুলোর অবস্থা বেশ সঙ্গিন৷ সেখানে চিকিৎসা সেবা দেয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো এখন আর নেই৷ তাছাড়া যুদ্ধের ট্রমা কাটাতে আলেপ্পোর অধিবাসীদের এখন বিশেষজ্ঞ পরামর্শ প্রয়োজন৷

এই অবস্থার উন্নতি করতে জার্মানি ১৫ মিলিয়ন ইউরো দেবে বলে ঘোষণা দিয়েছে৷ উন্নয়নমন্ত্রী গ্যার্ড ম্যুলার বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় কয়েক দিন আগে অসহায়ভাবে আলেপ্পোতে বোমা বর্ষণ ও মানুষ হত্যা দেখেছে৷ এখন সেখানে জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন৷ ‘‘আমরা যদি এখনই এগিয়ে না যাই তাহলে সিরিয়ায় আরও একটি মানবিক দুর্যোগ দেখা দেবে'', বলে মন্তব্য করেন ম্যুলার৷ 

জার্মানির দেয়া অর্থ দিয়ে প্রায় এক হাজার ডাক্তার, নার্স আর ট্রমা বিশেষজ্ঞ আড়াই বছর তাঁদের কাজ চালিয়ে যেতে পারবেন৷

জার্মানির ১৫ মিলিয়ন ইউরো আসবে ‘ক্যাশ ফর ওয়ার্ক' প্রকল্প থেকে৷ সিরিয়া ও তার আশেপাশের দেশগুলোতে বসবাসরত প্রায় ৪৮ লক্ষ শরণার্থীর সহায়তায় এই প্রকল্প শুরু করে জার্মানি৷

২০১২ সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জার্মানি এখন পর্যন্ত বিভিন্নভাবে প্রায় দেড় বিলিয়ন ইউরো অর্থ সহায়তা দিয়েছে বলে জানিয়েছে দেশটির উন্নয়ন সহায়তা বিষয়ক মন্ত্রণালয়৷ ২০১৮ সালে এই সংখ্যা ২ দশমিক ৩ বিলিয়ন ইউরোতে দাঁড়াবে৷ ফলে জার্মানি হবে সবচেয়ে বেশি অর্থ সহায়তা দেয়া তৃতীয় দেশ৷

চেজ ভিন্টার/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ