1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া সংকট

৮ আগস্ট ২০১৬

যুদ্ধ এক, শত্রু অনেক৷ সিরিয়ায় সরকার ও বিদ্রোহীদের সাধারণ শত্রু তথাকথিত ইসলামিক স্টেট৷ আইএস না থাকলে সরকার ও বিরোধীদের লড়াই৷ আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নিয়ে চলছে এমনই সংগ্রাম৷

আলেপ্পো
ছবি: picture-alliance/AA/B. El Halebi

শহরের অনেক অংশের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাহিনী৷ বিদ্রোহীরা তাদের তাড়িয়ে গোটা শহরের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে চায়৷ শনিবারই তারা এই কাজে অনেক সাফল্য পেয়েছে৷ সরকারের অনেক সামরিক স্থাপনাও তাদের দখলে এসে গেছে৷

২০১১ সালে বর্তমান সংকট শুরুর পর আসাদ বাহিনী সাধারণত এত বড় মাত্রায় পরাজয়ের মুখ দেখেনি বলে দাবি করছে সিরিয়ান অবজারভেটারি ফর হিউম্যান রাইটস৷ তাদের বক্তব্য, এমনকি প্রায় ৬০০ বার আকাশ থেকে বোমাবর্ষণ করেও তারা সাফল্য পায়নি৷ রাশিয়ার মদদও পরিস্থিতি বদলাতে পারেনি৷ উল্লেখ্য, রুশ বিমান সরাসরি আলেপ্পোয় বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার উপর হামলা চালিয়েছে বলে অনুমান করা হচ্ছে৷ ইরানের মিলিশিয়া বাহিনী ও লেবাননের হেজবোল্লাহ-ও আসাদ বাহিনীকে সাহায্য করছে৷

এবারের অভিযানে বিদ্রোহীদের সাফল্যের অন্যতম কারণ তাদের ঐক্য৷ ‘আর্মি অফ কনয়োকেস্ট' বা ‘বিজয়ের সৈন্য' নামের আড়ালে বিভিন্ন বিরোধী গোষ্ঠী ছাড়াও রয়েছে জিহাদি গোষ্ঠী৷ এমনকি আল কায়েদার ঘনিষ্ঠ নুসরা ফ্রন্ট নাম বদলে ‘জবহাত ফাতাহ আল-শাম' নামে এই অভিযানে অংশ নিচ্ছে৷ এছাড়া রামুসা এলাকায় সাম্প্রতিক সাফল্যের ফলে জোটের পক্ষে আলেপ্পোর উপর হামলা চালাতে সুবিধা হয়েছে৷

সরকার অবশ্য পরাজয় স্বীকার করতে নারাজ৷ রাষ্ট্রীয় টেলিভিশন দাবি করছে, যে সরকারি বাহিনী ‘ভাড়াটে সৈন্যদের' হামলা সামলে উঠে রসদ সরবরাহের নতুন পথ নিশ্চিত করেছে৷ তাছাড়া ‘সন্ত্রাসবাদীদের' বিরুদ্ধে বোমারু বিমান থেকে হামলা চালিয়ে যথেষ্ট সাফল্য পাওয়া গেছে বলে সরকারি সংবাদ সংস্থা সানা দাবি করছে৷

বলা বাহুল্য, সরকার ও বিদ্রোহীদের এই সংঘর্ষের ফলে আলেপ্পো শহরের মানুষ চরম দুরাবস্থার মুখে পড়েছে৷ খাদ্য ও রসদ সরবরাহ ব্যাহত হচ্ছে৷ বিপর্যস্ত নাগরিক পরিষেবা আরও চাপের মুখে পড়েছে৷ বিপজ্জনক পরিস্থিতির কারণে শহর ছেড়ে চলে যাওয়াও অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিকল্প৷

পোপ ফ্রান্সিস রবিবার বলছেন, আলেপ্পো শহরে এত বেশি সংখ্যক বেসামরিক মানুষের দুঃখ-কষ্ট একেবারেই গ্রহণযোগ্য নয়৷ বিশেষ করে এত শিশু সেখানে কষ্ট পাওয়ায় তিনি দুঃখ প্রকাশ করেন৷

এসবি/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ