1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

৫ আগস্ট ২০১২

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর চারদিক ঘিরে ফেলেছে সরকারি বাহিনী৷ নির্দেশ পাওয়া মাত্র তারা অভিযান শুরু করবে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন সিরিয়ার এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা৷

Free Syrian Army fighters fire their rifles during clashes with Syrian Army soldiers in the Salah al- Din neighbourhood of central Aleppo August 5, 2012. REUTERS/Goran Tomasevic (SYRIA - Tags: CIVIL UNREST POLITICS TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

তিনি বলেন, প্রায় ২০ হাজার নিরাপত্তা কর্মী আলেপ্পো শহরের চারপাশে অবস্থান নিয়েছে৷ আলেপ্পোতে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হতে পারে বলে ধারণা করছেন ঐ কর্মকর্তা৷

এদিকে সরকারপন্থী আল-ওয়াতান সংবাদপত্র জানিয়েছে, সরকারি সেনাবাহিনী ইতিমধ্যে আলেপ্পোতে শত শত ‘সন্ত্রাসী'কে হত্যা করেছে৷ তবে এখনো ছয় থেকে আট হাজার বিদ্রোহী সেখানে অবস্থান করছে বলে জানিয়েছে পত্রিকাটি৷

রবিবার সকালে আলেপ্পোতে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই বিদ্রোহী সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ শনিবার দেশজুড়ে ১১৫ জন সাধারণ নাগরিক সহ ২০৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে সংস্থাটি৷ এর মধ্যে ৩৮ জন বিদ্রোহী ও ৫২ জন সেনা রয়েছে৷

টিভি ফুটেজে আটক ইরানিদের দেখা যাচ্ছেছবি: picture alliance / dpa

এদিকে, রাজধানী দামেস্কে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সবশেষ অঞ্চলটিও শনিবার মুক্ত করে সরকারি বাহিনী৷ এরপর সরকারের পক্ষ থেকে বিদেশি সাংবাদিকদের ঐ এলাকায় নিয়ে যাওয়া হয়৷

ইরান সিরিয়ায় আটক তাদের ৪৮ জন নাগরিককে মুক্ত করতে তুরস্ক ও কাতারের সহায়তা চেয়েছে৷ শনিবার দামেস্ক থেকে তাদের অপহরণ করা হয়৷ পরে দুবাই ভিত্তিক আল-অ্যারাবিয়া চ্যানেলে একটি ভিডিও দেখানো হয়৷ তাতে বলা হয়, সিরিয়ার বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি' ইরানের ঐ নাগরিকদের জিম্মি করেছে৷ বিদ্রোহীরা বলছে, ইরানি নাগরিকরা তাদের দেশের অভিজাত ‘রেভুলিউশনারি গার্ড' দলের সদস্য৷ এবং সিরিয়ার সরকারকে সহায়তা করতে ইরান তাদেরকে দামেস্কে পাঠিয়েছে৷ তবে ইরান বিদ্রোহীদের এই দাবি অস্বীকার করেছে৷

এদিকে মহাকাশ অভিযানে যাওয়া প্রথম সিরীয় নাগরিক জেনারেল মুহাম্মদ আহমেদ ফারিস স্বপক্ষ ত্যাগ করে তুরস্কে চলে গেছেন বলে জানা গেছে৷

সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী শনিবার তুরস্কে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷ জার্মান প্রতিরক্ষামন্ত্রী টোমাস দেমেৎজিয়ের বলেছেন, সিরিয়া নিয়ে কূটনীতি ব্যর্থ হলেও সেখানে বিদেশি সেনা পাঠানোর বিষয়টি সমর্থন করেনা জার্মানি৷ তবে সিরিয়ায় মানবিক সাহায্য পাঠিয়ে বা সেখানকার গণতন্ত্রমনা বিরোধীদের অন্যভাবে সাহায্য করা যায় বলে মন্তব্য করেন তিনি৷

জেডএইচ/আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ