1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া

৫ আগস্ট ২০১২

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোর চারদিক ঘিরে ফেলেছে সরকারি বাহিনী৷ নির্দেশ পাওয়া মাত্র তারা অভিযান শুরু করবে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন সিরিয়ার এক ঊর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা৷

Free Syrian Army fighters fire their rifles during clashes with Syrian Army soldiers in the Salah al- Din neighbourhood of central Aleppo August 5, 2012. REUTERS/Goran Tomasevic (SYRIA - Tags: CIVIL UNREST POLITICS TPX IMAGES OF THE DAY)
ছবি: Reuters

তিনি বলেন, প্রায় ২০ হাজার নিরাপত্তা কর্মী আলেপ্পো শহরের চারপাশে অবস্থান নিয়েছে৷ আলেপ্পোতে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধটা দীর্ঘস্থায়ী হতে পারে বলে ধারণা করছেন ঐ কর্মকর্তা৷

এদিকে সরকারপন্থী আল-ওয়াতান সংবাদপত্র জানিয়েছে, সরকারি সেনাবাহিনী ইতিমধ্যে আলেপ্পোতে শত শত ‘সন্ত্রাসী'কে হত্যা করেছে৷ তবে এখনো ছয় থেকে আট হাজার বিদ্রোহী সেখানে অবস্থান করছে বলে জানিয়েছে পত্রিকাটি৷

রবিবার সকালে আলেপ্পোতে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে দুই বিদ্রোহী সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে লন্ডন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস৷ শনিবার দেশজুড়ে ১১৫ জন সাধারণ নাগরিক সহ ২০৫ জন নিহত হওয়ার খবর দিয়েছে সংস্থাটি৷ এর মধ্যে ৩৮ জন বিদ্রোহী ও ৫২ জন সেনা রয়েছে৷

টিভি ফুটেজে আটক ইরানিদের দেখা যাচ্ছেছবি: picture alliance / dpa

এদিকে, রাজধানী দামেস্কে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা সবশেষ অঞ্চলটিও শনিবার মুক্ত করে সরকারি বাহিনী৷ এরপর সরকারের পক্ষ থেকে বিদেশি সাংবাদিকদের ঐ এলাকায় নিয়ে যাওয়া হয়৷

ইরান সিরিয়ায় আটক তাদের ৪৮ জন নাগরিককে মুক্ত করতে তুরস্ক ও কাতারের সহায়তা চেয়েছে৷ শনিবার দামেস্ক থেকে তাদের অপহরণ করা হয়৷ পরে দুবাই ভিত্তিক আল-অ্যারাবিয়া চ্যানেলে একটি ভিডিও দেখানো হয়৷ তাতে বলা হয়, সিরিয়ার বিদ্রোহী ‘ফ্রি সিরিয়ান আর্মি' ইরানের ঐ নাগরিকদের জিম্মি করেছে৷ বিদ্রোহীরা বলছে, ইরানি নাগরিকরা তাদের দেশের অভিজাত ‘রেভুলিউশনারি গার্ড' দলের সদস্য৷ এবং সিরিয়ার সরকারকে সহায়তা করতে ইরান তাদেরকে দামেস্কে পাঠিয়েছে৷ তবে ইরান বিদ্রোহীদের এই দাবি অস্বীকার করেছে৷

এদিকে মহাকাশ অভিযানে যাওয়া প্রথম সিরীয় নাগরিক জেনারেল মুহাম্মদ আহমেদ ফারিস স্বপক্ষ ত্যাগ করে তুরস্কে চলে গেছেন বলে জানা গেছে৷

সিরিয়া পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আগামী শনিবার তুরস্কে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন৷ জার্মান প্রতিরক্ষামন্ত্রী টোমাস দেমেৎজিয়ের বলেছেন, সিরিয়া নিয়ে কূটনীতি ব্যর্থ হলেও সেখানে বিদেশি সেনা পাঠানোর বিষয়টি সমর্থন করেনা জার্মানি৷ তবে সিরিয়ায় মানবিক সাহায্য পাঠিয়ে বা সেখানকার গণতন্ত্রমনা বিরোধীদের অন্যভাবে সাহায্য করা যায় বলে মন্তব্য করেন তিনি৷

জেডএইচ/আরআই (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ