সিরিয়া পরিস্থিতি
৩১ জুলাই ২০১২সিরিয়ার আলেপ্পো শহরকে বিদ্রোহী মুক্ত করতে মরিয়া প্রেসিডেন্ট আসাদের বাহিনী৷ কিন্তু বিদ্রোহীরা তাদের নিজেদের অবস্থানে অনড় রয়েছে৷ তারা দেশের সবচেয়ে বড় শহরটিকে আসাদ প্রশাসনের কবর বানিয়ে ফেলবে বলে হুমকি দিচ্ছে৷ আলেপ্পো শহরের গুরুত্বপূর্ণ সালাহেদিন এলাকার উপর নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তি এখনো কাটে নি৷ তবে শহরে সংঘর্ষ থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না৷ হাসপাতালে বেড়ে চলেছে আহত মানুষের সংখ্যা৷
বিদ্রোহী বাহিনীর ক্ষমতার মূল্যায়ন করতে গিয়ে অনেক বিশেষজ্ঞ বলছেন, সেনাবাহিনীর শক্তির সামনে তারা দাঁড়াতে পারছে না৷ এর আগে রাজধানী দামেস্কের দখল নেওয়ার চেষ্টা করে তারা বিফল হয়েছিল৷ তাছাড়া তাদের কাছে মূলত হাল্কা অস্ত্রশস্ত্র রয়েছে, যা সেনাবাহিনীর কামান ও বড় অস্ত্রের সামনে তেমন কার্যকর নয়৷ সেনাবাহিনীর মতো তাদের কোনো স্পষ্ট কাঠামো নেই৷ ফলে কে কাকে নির্দেশ দিচ্ছে বা কীভাবে তারা পারস্পরিক সমন্বয় করছে, তা নিয়ে বেশ বিভ্রান্তি রয়েছে৷ আলেপ্পো শহরের মানুষের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ এখনো বাশার আল-আসাদ'কেই সমর্থন করে৷ কিছু মানুষ কোনো পক্ষের প্রতি সমর্থন দেখাতে প্রস্তুত নয়৷ তারা চায়, শহরে শান্তি ফিরে আসুক, জনজীবন স্বাভাবিক হয়ে উঠুক৷ সমাজে এমন বিভাজনের ফলেও বিদ্রোহী বাহিনীর পক্ষে শহর দখল করা সহজ হবে না৷
সিরিয়াকে ঘিরে আন্তর্জাতিক তৎপরতাও জারি আছে৷ ইরান হুমকি দিয়েছে, সিরিয়ায় ‘শত্রুদের অগ্রগতি' বরদাস্ত করবে না৷ তবে সরাসরি হস্তক্ষেপের কোনো ইঙ্গিত দেয় নি তেহরান৷
এসবি / ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)