1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়া পরিস্থিতি

৩১ জুলাই ২০১২

সিরিয়ায় আলেপ্পো সহ বিভিন্ন শহরে সরকার ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে৷ সংকটের দ্রুত নিষ্পত্তির কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না৷

ছবি: Reuters

সিরিয়ার আলেপ্পো শহরকে বিদ্রোহী মুক্ত করতে মরিয়া প্রেসিডেন্ট আসাদের বাহিনী৷ কিন্তু বিদ্রোহীরা তাদের নিজেদের অবস্থানে অনড় রয়েছে৷ তারা দেশের সবচেয়ে বড় শহরটিকে আসাদ প্রশাসনের কবর বানিয়ে ফেলবে বলে হুমকি দিচ্ছে৷ আলেপ্পো শহরের গুরুত্বপূর্ণ সালাহেদিন এলাকার উপর নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তি এখনো কাটে নি৷ তবে শহরে সংঘর্ষ থামার কোনো লক্ষণ এখনো দেখা যাচ্ছে না৷ হাসপাতালে বেড়ে চলেছে আহত মানুষের সংখ্যা৷

বিদ্রোহী বাহিনীর ক্ষমতার মূল্যায়ন করতে গিয়ে অনেক বিশেষজ্ঞ বলছেন, সেনাবাহিনীর শক্তির সামনে তারা দাঁড়াতে পারছে না৷ এর আগে রাজধানী দামেস্কের দখল নেওয়ার চেষ্টা করে তারা বিফল হয়েছিল৷ তাছাড়া তাদের কাছে মূলত হাল্কা অস্ত্রশস্ত্র রয়েছে, যা সেনাবাহিনীর কামান ও বড় অস্ত্রের সামনে তেমন কার্যকর নয়৷ সেনাবাহিনীর মতো তাদের কোনো স্পষ্ট কাঠামো নেই৷ ফলে কে কাকে নির্দেশ দিচ্ছে বা কীভাবে তারা পারস্পরিক সমন্বয় করছে, তা নিয়ে বেশ বিভ্রান্তি রয়েছে৷ আলেপ্পো শহরের মানুষের মধ্যে একটা উল্লেখযোগ্য অংশ এখনো বাশার আল-আসাদ'কেই সমর্থন করে৷ কিছু মানুষ কোনো পক্ষের প্রতি সমর্থন দেখাতে প্রস্তুত নয়৷ তারা চায়, শহরে শান্তি ফিরে আসুক, জনজীবন স্বাভাবিক হয়ে উঠুক৷ সমাজে এমন বিভাজনের ফলেও বিদ্রোহী বাহিনীর পক্ষে শহর দখল করা সহজ হবে না৷

সিরিয়াকে ঘিরে আন্তর্জাতিক তৎপরতাও জারি আছে৷ ইরান হুমকি দিয়েছে, সিরিয়ায় ‘শত্রুদের অগ্রগতি' বরদাস্ত করবে না৷ তবে সরাসরি হস্তক্ষেপের কোনো ইঙ্গিত দেয় নি তেহরান৷

এসবি / ডিজি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ