1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

নানা দেশে ২০১২ কে স্বাগতম

১ জানুয়ারি ২০১২

নানা সাজ সজ্জায় আর আলো ঝলমলে উদ্দামতায় নতুন বছরকে স্বাগত জানালো বিশ্ববাসী৷ এসব আনন্দঘন উৎসবে যোগ দিয়েছিলেন লেডি গাগা, জাস্টিন বিবার থেকে শুরু করে নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ পর্যন্ত সব শ্রেণির মানুষ৷

epa03046521 Revellers gather at the Champs-Elysees to welcome 2012 New Year on New Year's Eve in Paris, France, 01 January 2012. EPA/YOAN VALAT
বার্লিনের ব্রান্ডেনবুর্গ গেটে আতশবাজির ছটাছবি: Reuters

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসবটি ছিল নিউইয়র্কে৷ সেখানেই অ্যামেরিকানদের মাতালেন পপ তারকা লেডি গাগা এবং তরুণ তারকা জাস্টিন বিবার৷ অন্যদিকে, নিউইয়র্কের একটি ক্লাবে ভক্তদের মাতিয়েছেন রক গুরু চাক বেরি৷ আর ৭০ বছর বয়সি নাট্য তারকা প্লাসিডো ডোমিঙ্গো হাজির ছিলেন মেট্রপলিটন অপেরায়৷

জার্মানির রাজধানী বার্লিনের ব্রান্ডেনবুর্গ তোরণ ছিল নববর্ষ বরণের আলোক সজ্জিত তীর্থস্থান৷ আলো ঝলমলে তোরণ চত্বরে আতশবাজিতে মেতেছিলেন জার্মানরা৷ এছাড়া দেশের প্রায় সকল প্রান্তে শহরের মোড়ে মোড়ে ছিল রাতভর আলোর ঝলকানি এবং আতশবাজির শব্দ৷ নেচে-গেয়ে এখানে-সেখানে ঘুরে ঘুরে উল্লাস করেছেন জার্মান তরুণ-তরুণীরা৷

ভারতে স্কুলের ছাত্রছাত্রীরা এভাবে স্বাগত জানায় ২০১২ কেছবি: Reuters

তবে লন্ডনে অলিম্পিকস ২০১২ আসরের আমেজে স্বাগত জানানো হলো নতুন বছরকে৷ টেমস নদীর তীরে ভিড় করেছিলেন প্রায় আড়াই লাখ মানুষ৷ সেখানে দেখা গেছে অলিম্পিকের বর্ণচ্ছটায় ঝলমলে আগুনের বলয়৷ এছাড়া ফ্রান্সের রাজধানী প্যারিসে হয়েছে অন্যতম বড় বর্ষবরণ উৎসব৷ চ্যাম্পস এলিসি চত্বরে জমা হয়েছিল তিন লাখ ষাট হাজার দর্শনার্থী৷ তবে অস্ট্রেলিয়ার সিডনির জমকালো উৎসবে ১৫ লাখেরও বেশি মানুষ হাজির ছিলেন বলে সরকারি সূত্রের খবর৷ সিডনির লর্ড মেয়র ক্লোভার মুরও বললেন, ‘‘প্রত্যেক বছর আমরা চেষ্টা করি যাতে আগের বছরের চেয়ে আরো বড় এবং আরো সুন্দর হয় আমাদের বর্ষবরণ আয়োজন৷''

সিডনি হারবারে আকাশে বর্ণিল আতশবাজিছবি: Reuters

জাপানের রাজধানী টোকিও'তেও পালিত হলো বর্ষবরণ উৎসব৷ সেখানে সাধারণ জনতার সাথে উৎসবে যোগ দেন রাজা আকিহিতো৷ তিনি আহ্বান জানান, ঐক্যবদ্ধভাবে গত মার্চ মাসের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর৷ কিন্তু এসময়ই আবার জাপানে ৭.০ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে ভূমিকম্প প্রবণ এই দেশটিতে৷

এদিকে, ইংরেজি নববর্ষ পালনের আনন্দকে ম্লান করে দিয়েছে কিছু প্রাণহানির ঘটনা৷ কেনিয়ার পূর্বাঞ্চলের শহর গারিসায় একটি ক্লাবে বোমা বিস্ফোরণে নিহত হয়েছে অন্তত পাঁচ জন৷ ইটালিতে আতশবাজির বিস্ফোরণে কয়েকটি বাড়ি উড়ে গেছে৷ নিহত হয়েছে দুই জন৷ আহত হয়েছে শতাধিক৷ এছাড়া ফিলিপিন্সে আতশবাজি ও নববর্ষের আনন্দ-উল্লাস করার সময় প্রায় ৫০০ জন আহত হয়েছে বলে সরকারি সূত্রের খবর৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ